A few days ago, I went to visit a madrasa of my friend's and from there I went to a mosque of my friend's and from there I went to a house for a meal. I am sharing that with you today.

in r2cornell •  21 days ago 

1000123126.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি মহান আল্লাহতালার নামে যিনি পরম করুনাময় অসীম দয়ালু।
সমস্ত প্রশংসা ওই আল্লাহতালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আল্লাহ তায়ালার রহমতে সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি অসুস্থ আছি প্রিয় ভাইয়েরা আগামী আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে এসেছি অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যা আমি কখনো করি নাই তবে এ বিষয়টা নিয়ে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আপনাদের একদিন সময় করে জানাবো অর্থাৎ এ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

1000122474.jpg

Blurt এর প্রিয় ভায়েরা বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি গিয়েছিলাম আমার বন্ধুর মাদ্রাসায় আমার বন্ধু যেখানে লেখাপড়া করে সেখানে গিয়েছিলাম এবং সেখানে খতমে বুখারীর অনুষ্ঠান হয়েছে সেগুলো আমি দুই একটা ফটোগ্রাফি করে রেখেছি এবং আমার বন্ধুর মাদ্রাসা থেকে এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম এবং সেখান থেকে অর্থাৎ আমার অন্যায়ের বন্ধুর মসজিদে গিয়ে আমরা রাত্রি যাপন করেছিলাম সেগুলো অবশ্য ফটোগ্রাফি করি নাই তবে বাড়িতে যে দাওয়াত খাওয়ার জন্য গেছিলাম সেখান থেকে দুই একটা ফটোগ্রাফি আমি করে রেখেছি সেগুলো আমি আপনাদের সাথে পোস্টের মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ।
Bluer এর প্রিয় ভাইরা বন্ধুরা আর এই সফরটা আমি করেছিলাম বেশ কয়েকদিন আগে যাই হোক সেটা আমি নিয়ত করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকের মত আমি এখানেই সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসাবে সকলেই বেশি বেশি সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমি নতুন তেমন কিছুই বুঝিনা আপনারা যেভাবে আমাকে পরামর্শ দিবেন সেই ভাবেই আমি এই ব্লাড গ্রুপে লেখালেখি ও এর মাধ্যমে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।

1000123125.jpg

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim.
I begin in the name of Allah the Almighty, the Most Gracious, the Most Merciful.
All praise is for Allah the Almighty, the Lord of the whole world.
Blurt Dear brothers and friends, by the grace of Allah, how are you all? I hope that by the grace of Allah, everyone is well and healthy. Alhamdulillah, I am well and sick by the grace of Allah. Dear brothers, I have brought a topic with you today, that is, I will share something with you that I have never done before, but I had already thought about this topic that I would tell you one day, that is, I will share this topic with you. Insha Allah, that is what I want to share with you today.

Dear brothers and friends of Blurt, I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, I studied at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University, from there I went to my friend's madrasa, where my friend studied, and I took two photographs of the Khatme Bukhari ceremony there, and from my friend's madrasa I went to a house for a feast, and from there, that is, we went to the mosque of my wronged friend and spent the night. Of course, I did not take photographs of those, but I took two photographs of the house where I went to eat for a feast, and I will share them with you through a post, God willing.

Dear brothers and friends of Bluer, and I made this trip several days ago, whatever it was, I intended to share it with you, God willing, that is what I shared with you today.
Dear brothers of Blurt, friends, I am finishing here as of today. May everyone be well and healthy. As a newbie, please try to give me more support because I don't understand anything new. I will try to write and move through this blog group in the way you advise me, Inshallah, Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!