Today, I was present at the Jatrabari Police Station and its surroundings for food, prayers, and a social event for those who were martyred on August 5th.

in r2cornell •  yesterday 

1000108466.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সৃষ্টিকর্তার রহমতে সকলে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতের সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তা রহমতে ভালো আছি অসুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়ের ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে বিষয়টা অনেক অনেক কঠিন বিষয় যার কারণে অনেকের প্রাণ চলে গেছে এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000108465.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে দেশ নিয়ে এমন একটা বিষয় যা আপনারা সকলেই জানেন এমন একটা বিষয়।
Blurt প্রিয় ভাইয়েরা বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে ইতিপূর্বে আমি বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিন যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় এখানে থাকা অবস্থায় দেশটা যে নতুন করে আবার স্বাধীন হলো অর্থাৎ ৫ আগস্ট দেশের জনগণ ও স্কুল ভার্সিটি ও বিশ্ববিদ্যালয় ছাত্ররা ও মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে যখন নতুন করে আবার দেশটা স্বাধীন করেছে তার মধ্যে আমরাও কিছু কিছু সময় অংশগ্রহণ করেছি তবে এটা আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব না আমি আজকে যে বিষয়টা বলব সে বিষয়টা হলো যে দেশ স্বাধীন করার সময় অর্থাৎ আমাদের যে সরকার ছিল সে সরকারটা মানুষের উপর অনেক অত্যাচার করেছে এই কারণে জনগণ ও ছাত্ররা যখন আন্দোলন শুরু করল সে আন্দোলন চলাকালীন অনেকেই সহিত হয়েছেন তবে এখানে বিশেষ করে যাত্রাবাড়ী থানা যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে খাওয়া দাওয়া ও দোয়া ও সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমি ভলেন্টিয়ার হিসেবে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ খাওয়াটা অনেক সুন্দর হয়েছে এবং সেখানে অনেক সংখ্যক মানুষের খাওয়া-দাওয়ার ইন্তেজাম করা হয়েছে আলহামদুলিল্লাহ।
Blurt প্রিয় ভাইয়েরা বন্ধুরা বিশেষ করে যাত্রাবাড়ী থানা আশেপাশে যে সমস্ত স্টুডেন্ট ও জনগণ শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই এন্তেজামটা করা হয়েছে সকলেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন।

1000108467.jpg

Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে বিশেষ করে নতুন হিসেবে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

1000108464.jpg

Assalamu Alaikum.
Blurt's dear brothers and friends, how are you all, by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well, by the grace of God.
Blurt's dear brothers and friends, I am with you from Bangladesh. Today, I will share with you a very difficult issue, due to which many people have lost their lives. InshaAllah.

Blurt's dear brothers and friends, the issue that I will share today is an issue about the country that you all know.
Blurt Dear brothers and friends, you are all aware that I have said before that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district. I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. While I was here, the country became independent again, that is, on August 5, when the people of the country and the students of schools, universities, and madrasas all came together to make the country independent again, we also participated for some time, but I will not share it with you today. What I will talk about today is that when the country was liberated, that is, the government that we had, oppressed the people a lot. For this reason, when the people and students started the movement, many people joined in the movement, but here, especially for those who were martyred in Jatrabari Police Station, food, prayers, and social programs have been arranged today. I participated there as a volunteer. Alhamdulillah, the food was very nice and arrangements were made for the food and drinks of a large number of people there. Alhamdulillah.
Blurt Dear brothers and friends, today's arrangement has been made especially for the students and people who were martyred around Jatrabari police station. Everyone should pray for them. May Allah Almighty grant them high positions in Paradise and grant them the status of martyrs.

Blurt's dear brothers and friends, I am finishing here today. May everyone be well and healthy and support me especially as a newbie. I will try to follow your advice, InshaAllah. Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!