Party to almost Thursday night

in r2cornell •  last month 

1000098189.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় বন্ধুরা সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আশা করি সৃষ্টিকর্তা রহমতে সকলেই ভাল আছেন ও সুস্থ আছে।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।

1000098190.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাদ্রাসার বৃহস্পতিবার রাতের কিছু আনন্দ মুহূর্ত যা আমরা রাতে করে থাকি বন্ধুরা সবাই মিলে।
আমি ইতিপূর্বে বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা প্রায় প্রতি বৃহস্পতিবার রাতে আমরা সবাই মিলে মুড়ির পার্টি করি বা অন্য কিছু খাই আবার কখনো বিরিয়ানি পাকাই সেই সূত্রে কিছুদিন আগে এক বৃহস্পতিবার রাতে আমরা সাতজন বন্ধু মিলে বিরানির আইটেম করি আর এটা অর্থাৎ বিরানি পাকানো হয় আমার ঢাকার এক বন্ধু নাম ফয়সাল আহমেদ তার বাড়ি যাত্রা বাড়িতেই তার বাড়ি থেকে। এই বিরানিটা রান্না করেছে আমার বন্ধু নিজে এবং তার পরিবারের মা এবং বোন মিলে আমাদের জন্য রান্না করে দেয় ।আমার বন্ধু সেগুলো নিয়ে আসে আমরা সবাই মিলে রাতে খাই এবং বেঁচে যায় সেগুলো আবার সকালে খাই সেই দিন অর্থাৎ বিরানি অনুষ্ঠানের দিন অনেক মজা হয়েছে সবাই মিলে ফটোগ্রাফি করেছি। এবং আমাদের সেই বিরানির দিন আইটেম ছিল।

1000098191.jpg

যেমন মুরগির গোশত দিয়ে বিরিয়ানি লেবু শসা এবং সাথে ছিল কোক আরো একটা আইটেম ছিল যা খাওয়ার মাঝখানে মাঝখানে খাওয়া বেশি হলে খাওয়া হয় তা হল অনেক প্রসিদ্ধ একটা খাবার এটার নাম হল বোরহানি সেই দিন অর্থাৎ যেদিন আমরা বিরিয়ানির আইটেম করেছিলাম সেই দিন অনেক মজা করেছি আমরা আমাদের খাওয়ার সময় অনেক হাসাহাসি অনেক খুনসুটি হয়েছে সেগুলো কথা মনে হলে আমার অনেক ভালো লাগে এবং যখন আমি বাড়িতে যাই তখনই আমার মাদ্রাসার কথা মনে আসে যে আমরা মাদ্রাসায় প্রায় বৃহস্পতিবার রাতে মুরির পার্টি বা বিরানির পার্টি বা অন্য কিছু করে থাকি সেগুলো একটা ফটোগ্রাফ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000098187.jpg

যাই হোক blurt এর প্রিয় বন্ধুরা সকলেই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসেবে সকলেই সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাআল্লা। আল্লাহ হাফেজ।

1000098188.jpg

Assalamu Alaikum.
Dear Blurt friends, how are you all by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.

Dear Blurt friends, I am from Bangladesh, today I will share with you some of the happy moments of our madrasa's Thursday night, which we do at night, friends.
I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari, Dhaka Arabic University, there we all have a party of Muri or eat something else together, and sometimes we cook biryani. On that basis, a few days ago, on a Thursday night, seven of us friends made a biryani item together and this is called biryani. A friend of mine from Dhaka named Faisal Ahmed made it from his house, Jatrabari. This Biryani was cooked by my friend himself and his family's mother and sister. My friend brought them and we all ate them at night and the leftovers were eaten again in the morning. That day, that is, the day of the Biryani ceremony, we had a lot of fun. We all took photographs together. And we had items on that Biryani day.

For example, Biryani with chicken, lemon, cucumber and coke. There was another item that is eaten in the middle of the meal. It is a very famous food. Its name is Borhani. That day, that is, the day we made the Biryani item, we had a lot of fun. We had a lot of laughter and a lot of fun while eating. I like it very much when I remember them and when I go home, I immediately remember my madrasa that we used to have Murir parties or Biryani parties or something else in the madrasa on Thursday nights. I will share a photograph of them with you, InshaAllah.

Anyway, dear friends of blurt, stay well and healthy and everyone will support me as a newbie. I will try to follow your advice, InshaAllah. Allah is the protector.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!