I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. From there, I went to have some food and drinks and I am sharing that with you. Alhamdulillah, I liked it a lot. I hope you like it too, Inshallah.

in r2cornell •  23 days ago 

1000126913.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুনাময় অসীম দয়ালু শুরু করছি আল্লাহতালার নামে।
যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তায়ালার অশেষ নিয়ামতে সকলেই কেমন আছেন।
আশা রাখি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহতালার অশেষ নিয়ামতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যা ইতিপূর্বে আমি কিছু শেয়ার করেছিলাম সেটাতে এমন কিছু বিষয় না এটা আমাদের মাদ্রাসার বাহিরের কিছু ঘোরাফেরা ও খাওয়া-দাওয়ার কিছু অভিজ্ঞতা ।

1000126909.jpg

Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইতিপূর্বে এটা বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় শায়া শেখা গ্রাম আমি বসবাস করি সেখান থেকে আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিন যাত্রাবাড়ী ঢাকা আর বিশ্ববিদ্যালয়।
আমার মাদ্রাসা থেকে আমি প্রায় মাদ্রাসার বাহিরে কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা করার জন্য চলে যায় সেই সুবাদে আমি একদিন মাদ্রাসার বাইরে চলে যাই কিছু খাওয়ার জন্য মাঝেমধ্যেই সেই জিনিসটা খায় জিনিসটা তেমন আশ্চর্য নয় তবুও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই কারণে যে এই জিনিসটা আমার অনেক পছন্দের একটা খাবার সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আমি বলতেছিলাম আমি একদিন গেট থেকে বের হয়ে আমার মাদ্রাসার সামনে একটা বাজার আছে সেই বাজারে হাটতে হাঁটতে সেই দোকান অর্থাৎ আমার ভাষায় সেটাকে বলা হয় জেলাপির দোকান আমি মাঝে মধ্যে যাই এবং মাঝেমধ্যেই সেখান থেকে জেলাপি খেয়ে আসি কিন্তু কিছুদিন আগে যে আমি গিয়েছিলাম তখন ভাবলাম যে তার তুই একটা আমি ফটোগ্রাফি করে নেই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য আমি তার দুই একটা ফটোগ্রাফ করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে পোষ্টের মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt তোর প্রিয় ভাইয়ের বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে সকলেই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন আমি নতুন আমি তেমন কিছু বুঝিনা আপনাদের পরামর্শ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।

1000126916.jpg

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim
I begin in the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Who is the Lord of the whole world.
Dear Blurt brothers and friends, how are you all in the infinite blessings of Allah?
I hope that everyone is well and healthy in the infinite blessings of Allah.
Alhamdulillah, I am also well and healthy in the infinite blessings of Allah.
Dear Blurt brothers and friends, I am from Bangladesh. Today I will share with you something that I have shared before. It is not a topic like this. It is some experiences of wandering around and eating outside our madrasa.

Dear brothers and friends of Blurt, whatever I want to say is that I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, Shaya Shekha village, from where I study at Jamia Islamia Darul Uloom Madania, South Jatrabari, Dhaka and the University.
From my madrasa, I almost go outside the madrasa to eat something. One day, I go outside the madrasa to eat something. Sometimes I eat that thing. It's not that surprising. However, I shared it with you because this thing is a food that I like very much. That's why I'm sharing it with you. Anyway, I was saying that one day, I came out of the gate and walked to a market in front of my madrasa. That market is called a jalapi shop in my language. I sometimes go there and sometimes I eat jalapi from there. But when I went a few days ago, I thought that I didn't take a photograph of it, which I can share with you. So, I took a couple of photographs of it. Today, I will share it with you through a post, Insha'Allah.
Blurt Your dear brother's friends, I have finished here today. May everyone be well and healthy by the infinite blessings of Allah Ta'ala and you will support me more. I am new. I don't understand much. I will try to follow your advice, Insha'Allah. Allah Hafez.
1000126916.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!