Travel to Dhaka Sutrapur

in r2cornell •  last month 

1000099379.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সৃষ্টিকর্তা রহমতে সকলে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তার হতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টি কর্তার রহমতে ভালো ও আছি অসুস্থ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা জামিয়া আরাবিয়া এমদাদুল হক ফরিদাবাদ ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় মাহফিলের কারণে সফরে গিয়েছিলাম এবং সেখান থেকে আর একটি জায়গায় সফর করেছি মাদ্রাসার পাশেই সেখানকার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000099396.png

Blurt প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দক্ষিণ যাত্রাবা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি ঘুরতে গিয়েছিলাম জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরে আমার অনেক ভালো লেগেছে জায়গাটা অনেক চমৎকার সেখানে ঘুরতে গেছিলাম মূলত সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের নামাজের পর সেখানে অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে ঢাকায় অবস্থিত সদরঘাট সেখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চ আসে সেখানে একটা ছোট পার্ক রয়েছে সে পার্কে আমরা করতে গিয়েছিলাম। এই পার্কটা মূলত পার্ক ছিল না কিন্তু সেই জায়গাটা এত চমৎকার যে মানুষ যখনই একটু সময় পায় তখনই সেখানে গড়ার জন্য সেখানে চলে যায় আমরাও কয়েকজন বন্ধু মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম যদিও সব বন্ধুর পিক উঠানো হয়নি তবুও একটা বন্ধুর পিক যে উঠানো হয়েছে সেটা শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ।

1000099390.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সেখানে অর্থাৎ সদরঘাট থেকে একটু নদীর সাইড দিয়ে গিয়েছিলাম সুত্রাপুর ঢাকায় সেখানকার প্রসিদ্ধ ঝালমুড়ি খেয়েছি আমার মনে হয়েছে যে এই প্রথম এত সাধের ঝালমুড়ি খেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে ঝাল মুড়িটা আলহামদুলিল্লাহ ।একটি হাস্যকর বিষয় হচ্ছে সেই জন্য আজকেও আমি ও আমার দুই বন্ধু মিলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী থেকে সেই মুড়ি খাওয়ার জন্য যাচ্ছি আর আজকের বিষয়টা আগামী ২-১ দিনের মধ্যে অথবা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ।

1000099389.jpg

যাই হোক আজকের মত এখানে সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসেবে সকলেই সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।

1000099388.jpg

Assalamu Alaikum.
Dear brothers and friends of Blurt, how are you all, by the grace of God?
I hope that everyone is well and healthy by the grace of God.
Alhamdulillah, I am also well by the grace of God and I am sick.
Dear brothers and friends of Blurt, I am from Bangladesh, I will share with you today, I went on a trip to Dhaka Jamia Arabia Emdadul Haque Faridabad Dhaka Arabic University Mahfil and from there I traveled to another place, next to the madrasa, I will share some of my experiences there with you, InshaAllah.

Blurt Dear friends and brothers, I have already said that my home is in Sirajganj Sadar Police Station, Sirajganj District. I studied at Jamia Islamia Darul Uloom Madania South Jatraba Dhaka University. From there, I went to visit Jamia Arabia Emdadul Uloom Faridabad Dhaka University. From there, I went to visit a place like that. I liked it very much. The place is very beautiful. I went to visit there mainly after the evening, that is, after the Maghrib prayer. That place is Sadarghat in Dhaka. There is a small park there where launches come from different parts of Bangladesh. We went to that park. This park was not originally a park, but that place is so beautiful that whenever people get a little time, they go there to build there. We also went to visit there with a few friends. Although not all the friends' pics have been uploaded, I will share the pic of one friend that has been uploaded with you, InshaAllah.

Dear brothers of Blurt, I went there, that is, from Sadarghat, a little by the river side, to Sutrapur, Dhaka, and ate the famous jhalmuri there. I feel that this is the first time I have eaten such a delicious jhalmuri, Alhamdulillah, I really liked the jhal muri, Alhamdulillah. A funny thing is that today, my two friends and I are going to Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari to eat that muri and I will share today's topic with you in the next 2-1 days or tomorrow, InshaAllah.

Anyway, I am ending it here today. May everyone be well and healthy and everyone will support me as a newbie. I will try to follow your advice, InshaAllah. Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!