Travel to Chittagong Road Kanchpur Bridge Calligraphy

in r2cornell •  2 months ago 

1000091547.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় বন্ধুরা। সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আশা করি সৃষ্টিকর্তার হতে সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।

1000091465.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশ থেকে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আশ্চর্য বিষয় নিয়ে অর্থাৎ একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যালোগ্রাফি নিয়ে এটা এমন একটা গ্রাফিক্স যা দেখলে ভালো লাগে এটা তেমন অর্থাৎ ক্যালোগ্রাফিটা প্রসিদ্ধ ছিল না কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ যখন নতুন করে স্বাধীন ঘোষণা দিল ওই সময় বাংলাদেশের যেখানে দেওয়ালে ফাঁকা ছিল অর্থাৎ লেখার জায়গা ছিল সেখানে অনেকে হরেক রকমের লেখা লিখেছে কিন্তু মাদ্রাসার ছাত্ররা ক্যালোগ্রাফি করেছে।
এই ক্যালোগ্রাফি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন ছাত্ররা হয়েছে। অর্থাৎ ছাত্ররা যখন নতুন করে স্বাধীন করল তখন মাদ্রাসার ছাত্ররাও তার সাথে যোগ দিয়েছেন এইজন্য মাদ্রাসার ছাত্ররাও দেওয়ালে কিছু লেখার মাধ্যমে স্মৃতি রেখে দিতে চেয়েছেন এজন্য যখনই ছাত্ররা দেওয়ালের মধ্যে কেলোগ্রাফি ডিজাইন করলেন তখন অনেকেই তাদের বিরুদ্ধে আলোচনার সমালোচনা করেছেন। কিন্তু পরবর্তীতে এই ক্যালোগ্রাফিটা এমনভাবে ভাইরাল হয়েছে যে ছাত্ররা তখন যেখানে ইচ্ছা অর্থাৎ যেখানে দেওয়ালের মধ্যে ফাকা পেয়েছে সেখানে ক্যালোগ্রাফি করেছেন।

1000091541.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা আমি এবং আমার বন্ধু দুইজন মিলে ক্যালোগ্রাফি দেখতে গিয়েছিলাম যে ক্যালো গ্রাফিটা অবস্থিত বাংলাদেশের চিটাগাং রোটে কাজপুর ব্রিজে দেখতে অনেক চমৎকার এবং এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভাইরাল ক্যালোগ্রাফি আমি এবং আমার এক বন্ধু দুইজন মিলে দেখে এসেছি। এই ক্যালোগ্রাফি এজন্য ভাইরাল বেশি হয়েছে এটা অনেক জায়গা নিয়ে ক্যালোগ্রাফি টা করা হয়েছে সেই জন্য এটা সবার নজরে পড়েছে সেই সূত্রে আমি এবং আমার বন্ধু সেখানে ঘুরতে গিয়েছিলাম। আর এটা দেখে আমার এবং আমার বন্ধুর দুজনেরই ভালো লেগেছে।
আমারও ইচ্ছা আছে আমি এই ক্যালোগ্রাফিটা শিখব পরে যখন আমি সময় পাবো তখনই আমি তার মধ্যে সময় লাগায়া দিবো অর্থাৎ ক্যালোগ্রাফিক শেখার মধ্যে। ইনশাআল্লাহ।

1000091468.jpg

যাই হোক আজকের মত এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসাবে সকলের সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শের অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।

1000091531.jpg

Assalamu Alaikum.
Dear friends of Blurt. How are you all, by the grace of God?
I hope everyone is well and healthy from the grace of God.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.

Dear friends of Blurt, I am from Bangladesh, today I will share with you about a wonderful thing, that is, I will share with you about a wonderful thing, InshaAllah.
Today I will share with you about calligraphy, this is such a graphic that is nice to see. It is not like that, calligraphy was not famous, but a few days ago, when Bangladesh declared independence, at that time, where there was space on the wall of Bangladesh, many people wrote various kinds of writings, but madrasa students did calligraphy.
Students have faced many problems with this calligraphy. That is, when the students became independent again, madrasa students also joined them, that is, madrasa students also wanted to leave a memory by writing something on the wall, that is, whenever the students designed calligraphy on the wall, many people criticized them and discussed against them. But later this calligraphy became so viral that students did calligraphy wherever they wanted, that is, wherever they found a gap in the wall.

Dear friends of Blurt, I and my friend went to see the calligraphy, which is located at Kajpur Bridge, Chittagong Road, Bangladesh. It is very beautiful to see and it is the most viral calligraphy in Bangladesh. I and a friend of mine have seen it together. This calligraphy has become more viral because it has been done in a lot of places, so it has caught everyone's attention, so my friend and I went there. And both me and my friend liked it.
I also want to learn this calligraphy, later when I get time, I will spend time on it, that is, learning calligraphy. InshaAllah.

Anyway, I have finished here today, everyone will be well and healthy and everyone will support me as a new person. I will try to follow your advice, InshaAllah, Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!