Travel Former Madrasa Baloa Kandi Raipura Narsingdi Dhaka

in r2cornell •  2 months ago 

1000096079.jpg
আসসালামু আলাইকুম।
blurt এর প্রিয় বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি, সৃষ্টিকর্তার রহমতে আপনারা সকলেই কেমন আছেন।
আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।

1000096083.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশ থেকে বলছি
আপনাদের সাথে শেয়ার করব গত এক সপ্তাহ যে আমি নিয়মিত ছিলাম না যে কারণে সেই কারণ এর মধ্য থেকে একটি কারণ হলো আমি গিয়েছিলাম আমার সাবেক মাদ্রাসা জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ভালোয়াকান্দি হাসনাবাদ রায়পুরা নরসিংদি ঢাকা, কিসের জন্য গিয়েছিলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় বন্ধুরা আমি গিয়েছিলাম আমার সাবেক মাদ্রাসায় ইসলামী মাহফিলের কারণে এবং যাওয়ার বিশেষ কারণ হচ্ছে
বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা এবং প্রিয় ওস্তাদ সাথে সাক্ষাৎ করা এবং আমার বন্ধুরা এ বছর দাওরা হাদিস (মাস্টার্স সমাপনী) তে লেখাপড়া করতেছে
তাদেরকে সম্মানী পাগড়ী প্রদান করা হয়েছে সেই কারণেই আমি গিয়েছিলাম আমার বন্ধুবান্ধব আমাকে দাওয়াত করেছিল সেই মাহফিলে গিয়ে অনেক ইনজয় করেছি।

1000096219.jpg

যেমন, খানাপিনার পার্টি ছিল অনেক ভালো মানের খাওয়া দাওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশের অনেক দূর দূরান্ত হতে বক্তারা এসেছিলেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের গণ্যমান্য আল্লামা দের মধ্যে থেকে একজন গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য বক্তা আল্লামা গণবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি প্রধান বক্তা ছিলেন অর্থাৎ প্রধান আলোচক ছিলেন তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন তার আলোচনা শুনে সকলেই আনন্দিত হয়েছেন এবং অন্তরে প্রশান্তি পেয়েছেন
আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আনন্দিত হয়েছে এবং অন্তরে প্রশান্তি লাভ করেছি। আমার অনেক ভালো লেগেছে বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করে এবং ওস্তাদের সাথে সাক্ষাৎ করে এবং মাহফিলের প্রধান বক্তার আলোচনা শুনে সবকিছুই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে।

1000096058.jpg

যাই হোক Blurt এর প্রিয় বন্ধুরা আমি এমনিতে নতুন তেমন কিছু বুঝিনা তার মধ্যে আমি কিছু কারণে যেমন গতকালকে একটা কারণ শেয়ার করেছি আজকে একটা কারণ শেয়ার করলাম এই সব কারণের জন্য আমি গত এক সপ্তাহ নিয়মিত ছিলাম না। আমি গতকাল থেকে নিয়মিত হয়েছি।
সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমাকে নতুন হিসেবে সকল সাপোর্ট দিবেন আপনাদের পরামর্শে আমি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ,
আল্লাহ হাফেজ।
1000096077.jpg

Assalamu Alaikum.
Dear blurt friends, I am with you from Bangladesh, by the grace of God, how are you all?
I hope by the grace of God, you are all well and healthy. Alhamdulillah, by the grace of God, I am also well and healthy.

Dear blurt friends, I am speaking from Bangladesh
I will share with you the reason why I was not regular for the last week. One of the reasons is that I went to my former madrasa Jamia Islamia Shamsul Uloom Bhalawakandi Hasnabad Raipura Narsingdi Dhaka, I will now share with you why I went, InshaAllah.
Dear friends of Blurt, I went to my former madrasa for an Islamic gathering and the main reason for going was
to meet friends and meet dear teachers and my friends are studying in Dawra Hadith (Masters' Concluding) this year
they were given honorary turbans that's why I went to the gathering that my friends invited me to and enjoyed it a lot.

For example, the food and drink party was very good quality and there were speakers from far and wide in Bangladesh. The main speaker was Allama Ganabi Sahib Hafizullah Taala, an acceptable and reliable speaker from among the esteemed Allamas of Bangladesh. He was the main speaker, that is, the main discussant. He gave a very beautiful discussion. Everyone was happy to hear his discussion and found peace in their hearts.
Alhamdulillah, I liked it very much and I was happy and found peace in my heart. I really enjoyed meeting friends, meeting masters and listening to the main speaker of the mahfil, everything was very good, Alhamdulillah.

Anyway, dear friends of Blurt, I don't understand anything new, among which I shared a reason yesterday, and a reason today. For all these reasons, I was not regular for the last week. I became regular from yesterday.
Everyone, please be well and healthy, give me all the support as a newbie, I will try to follow your advice, InshaAllah,
Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!