আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সকলের সৃষ্টিকর্তা রহমতে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতের সকলে ভালো আছেন ও সুস্থ আছেন
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরাও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের কিছু অভিজ্ঞতা অর্থাৎ আমি যে কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম এবং বাড়ির থেকে আমাদের জমিনে অর্থাৎ ভুট্টা জমিনে গিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি ইতিপূূর্ব বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দক্ষিণ যাত্রাবাড়ী আরবি বিশ্ববিদ্যালয় এবং আমি এ কথাও বলেছি এবং আপনাদেরও সকলের জানা আছে আশা রাখি যে আমি কিছুদিন আগে প্রায় চার পাঁচ দিন নিয়মিত ছিলাম না ওই সময় আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর আমি সরিষা জমিনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই দিন ওই ঘুরে আসা আমাদের জমিন অর্থাৎ ভুট্টা চাষের জমিনে ঘুরে আসা ও জমি দেখার কিছু অভিজ্ঞতা ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি কিছুদিন পূর্বে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আমি আমার আমাদের জমিনে অর্থাৎ ভুট্টা চাষের জমিনে কিছুক্ষণ ঘুরে আসি সেই ভুট্টা জমিনের দুই একটা ফটোগ্রাফি আমি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো পোস্ট করব ইনশাল্লাহ।
Blurt প্রিয় ভাইয়েরা বন্ধুরা মূলত ভুট্টার আবাদ করেছেন আমার পিতা জমিনের অর্থাৎ ভুট্টার যেই দুই একটা পিক আমি পোস্ট করব সেই ভুট্টা গুলো এখনো অনেক ছোট সেগুলোতে এখনো ভুট্টা আসে নাই কিছুদিন পর ভুট্টা আসবে আমি আপনাদের সাথে ভুট্টা গাছের ছোট ও বড় সমস্ত পিক গুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের জমিনের ভুট্টা আসে রমজানের ভিতরে বা রমজানের পরে এবার আমাদের জমিনের ভুট্টা আসবে রমজানের পরে অর্থাৎ ঈদের পর আসবে ভুট্টা জমিনে যখন আমি গেলাম তখন আমার ভুট্টা জমিনে গিয়ে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি তো থাকি ঢাকায় যখন আমি গ্রামে গেলাম তখন গ্রামের সবুজ শ্যামল ভুট্টা জমিন দেখে আমার মনটা ভরে গেছে কারণ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর যদিও আমি সেগুলোর ভালো করে ফটোকপি করতে পারি নাই যতটুকু করেছি সেগুলোই আজকে পোস্ট করব ইনশাআল্লাহ।
Blurt প্রিয় ভাইরা ও বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসেবে সকলের সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Dear brothers and friends of Blurt, how are you all, by the grace of the Creator?
I hope that everyone is well and healthy by the grace of the Creator.
Alhamdulillah, I am also well and healthy by the grace of the Creator.
Dear brothers and friends of Blurt, I am from Bangladesh, today I will share with you some of the experiences of our village, that is, I went home a few days ago and from home to our land, that is, to the corn land, that is, I will share with you today, Inshallah.
Dear brothers of Blurt, friends, I have said before that my home is in Sirajganj district, I study at Sirajganj Sadar Police Station, Jamia Islamia Darul Uloom Madania, South Jatrabari Arabic University and I have also said this and I hope you all know that a few days ago I was not regular for about four or five days. At that time I went home. After going home, I shared some experiences of mustard land with you. Today I will share with you some experiences of visiting our land that day, that is, the land of corn cultivation and seeing the land, God willing.
Dear brothers of Blurt, I went home a few days ago, from there I visited my land, that is, the land of corn cultivation, for a while. I took a couple of photographs of that corn land. I will share them with you and post them, God willing.
Blurt Dear brothers and friends, my father cultivated corn in his land, the two pictures of corn that I will post are still very small, they have not yet produced corn. After a few days, corn will come. I will share with you all the small and big pictures of corn plants, InshaAllah. Corn in our land comes during Ramadan or after Ramadan. This time, corn in our land will come after Ramadan, that is, after Eid. When I went to the corn field, I really liked it because I live in Dhaka. When I went to the village, I was filled with joy when I saw the green and lush corn fields of the village because they look very beautiful. Although I could not photocopy them well, I will post what I have done today, InshaAllah.
Blurt Dear brothers and friends, I have finished here today. May everyone be well and healthy and support me as a newbie. I will try to follow your advice, InshaAllah. Allah Hafez.