আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তায়ালার নামে।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলে আল্লাহ তায়ালার রহমতে কেমন আছেন।
আশা করছি আল্লাহ তা'আলা রহমতে সকলেই ভাল আছেন ও সুস্থ।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে বিষয়টা আমার শেয়ার করার কোন পরিকল্পনা ছিল না কিন্তু যখন আমি আমার ফোনের গ্যালারিতে প্রবেশ করে পিক গুলো দেখলাম তখন ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি সেই বিষয়টা হলো তেমন বিষয় না তবুও আমার কাছে একটা কঠিন বিষয় কেননা ১২-১৩ বছর লেখাপড়া করার পর যে সময়টা আসে সেই সময়ের দুই একটা পিক আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে আমি ইতি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখানে আমার মাদ্রাসায় দাওরা হাদিস অর্থাৎ মাস্টার সমাপনী বিদায় অনুষ্ঠানে আমাদেরকে যে পাগড়ী প্রদান করা হয়েছে সেই উদ্দেশ্যে অনেকেই ফটোগ্রাফি করেছে বড় অনুষ্ঠান হয়েছে যার দু একটি কথা আপনাদের সামনে আমি শেয়ার করেছি । আমি আমার কিছু বন্ধুবান্ধব এর সাথে এক বছর অতিক্রম করলাম সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক আমি এটাও বলেছি যে আমরা প্রায় ১৫ শত ছাত্র দাওরা হাদিস অর্থাৎ মাস্টার সমাপনী শেষ করেছি ।আমাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে এত ছাত্রদের মধ্যে হতে সকলকে চেনা অসম্ভব তাই আমরা পাঁচ সাত জন আট জন করে একসাথে চলাফেরা করেছি তাদের ওই দুই একটা ফটোগ্রাফি আমি সেই দিন করেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে লেখালেখি ও পোস্টের মাধ্যমে শেয়ার করবা ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলেই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন বিশেষ করে আমাকে নতুন হিসেবে সকলের সাপোর্ট দিবেন আমি তেমন কিছু বুঝিনা আপনারা যা পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী আমি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim.
I am starting in the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Dear Blurt brothers and friends, how are you all, by the grace of Allah, the Most High.
I hope that by the grace of Allah, everyone is well and healthy.
Alhamdulillah, by the grace of Allah, I am also well and healthy.
Dear Blurt brothers and friends, I am from Bangladesh, today I will share with you something that I had no plan to share, but when I entered my phone's gallery and saw the pics, I thought that I should share this with you too. It is not such a big topic, but it is a difficult topic for me because after 12-13 years of education, I will share with you a pic or two of that time, Inshallah.
Dear brothers and friends of Blurt, you are all aware that I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University, there was a big event in my madrasa, many people took photographs for the purpose of the turbans that we were given at the Daora Hadith i.e. Master's graduation farewell ceremony, which I have shared with you today, God willing. I have passed a year with some of my friends, I will share them with you today, God willing. Anyway, I have also said that we have completed about 15 hundred students, Daora Hadith i.e. Master's graduation. It is impossible to recognize everyone among so many students who have been given turbans, so we walked together in groups of five, seven, eight, and I will share with you today, God willing, through writing and posting.
Dear friends of Blurt, may everyone be well and healthy, especially as a newbie, please support me. I don't understand much. I will try to follow the advice you give me, InshaAllah, Allah Hafez.