Travel Jatrabari to Old Dhaka Sutrapur. To eat special spicy muri.

in r2cornell •  last month 

1000099719.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভায়েরা ও বন্ধুরা আমি প্রায় ছয় দিন হল Blurt নিয়মিত ছিলাম না কারণ আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার কারণে আমি Blurt কোন পোস্ট করতে পারি নাই।
অথচ আমি 6 দিন আগে যে পোস্টটা করছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি আজকে যেখানে যাচ্ছি অর্থাৎ মুড়ি খাওয়ার কথা শেয়ার করতে চেয়েছিলাম দুঃখজনক বাড়িতে যাওয়ার কারণে আমি এটা শেয়ার করতে পারি নাই।

1000099730.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতিপূর্বে যে আমি বলেছিলাম অর্থাৎ ছয় দিন আগে যে বলেছিলাম যে আমি কিছুদিন আগে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে মাহফিলের কারণে সেই মাদ্রাসায় গিয়েছিলাম সেখান থেকে আমি পুরান ঢাকায় সূত্রাপুর এক জায়গায় মুড়ি খাওয়ার জন্য গিয়েছিলাম এমন মজা হয়েছিল যে আমাকে পুনরায় সেই মুড়ি খাওয়ার জন্য আগ্রহ করা হয়েছে আমি দ্বিতীয়বার সেই মুড়ি খাওয়ার জন্যই গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000099728.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমি দ্বিতীয়বার মুড়ি খাওয়ার জন্য এই জন্য গেছিলাম মুড়িটা এতই মজা এতই মজা যে আমি দ্বিতীয়বার যখন খেলাম তখন মনে হল যে আমি এ প্রথম এত মজার মুড়ি খাচ্ছি অথচ এর আগের বার যে আমি খেয়েছিলাম হুবাহুব এরকমই মনে হয়েছিল যে আমি প্রথম এত মজার মুড়ি খাচ্ছি এতই মজা যে যদি কেউ না খায় সে সেটা বলতে পারে না যে মুড়িটা এমন মজা। অথচ আমাকে প্রথম যখন বলা হয়েছিল যে চলো আমরা অমুক জাগাই মুড়ি খাওয়ার জন্য যাই আমি তখন বলেছিলাম যে মুড়ি খাওয়ার জন্য আবার ওখানে যাওয়ার কি দরকার আছে আমাদের মাদ্রাসা অর্থাৎ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সামনে একটি বড়বাজার আছে সেখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস ওই পাওয়া যায় সেই জায়গার কথাই আমি বলেছিলাম যে মুড়িত এখানেই পাওয়া যায় ওখানে গিয়ে খাবার কি দরকার আছে তখন আমার বন্ধুরা বলেছিল একবার যদি যাও তাহলে বুঝবা মুড়িটা কেমন মজা সেই কারণেই আমি মুড়িটা খাওয়ার জন্য গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে।

1000099725.jpg

যাইহোক Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আজকের মত এখানেই সমাপ্ত করলাম।
সকলে আমাকে সাপোর্ট দিবেন আপনাদের পরামর্শ আমি চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি প্রায় ছয় দিন হল নিয়মিত ছিলাম না আজকে থেকে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ । সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000099724.jpg

Assalamu Alaikum.
Dear friends and brothers of Blurt, how are you all by the grace of God?
I hope everyone is well and healthy by the grace of God.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.
Dear brothers and friends of Blurt, I have not been on Blurt regularly for about six days because I went home. Due to going home, I could not post on Blurt.
However, in the post I was making 6 days ago, I said that I wanted to share where I was going today, that is, eating Muri. Unfortunately, I could not share it because I was going home.

Dear brothers and friends of Blurt, today I will share with you what I said earlier, that is, what I said six days ago that a few days ago I went to that madrasa due to a mahfil at Jamia Arabia Emdadul Uloom Faridabad Dhaka Arabic University. From there, I went to a place in Sutrapur in Old Dhaka to eat Muri. It was so much fun that I am interested in eating that Muri again. I went to eat that Muri for the second time. I will share that with you, InshaAllah.

Dear friends and brothers of Blurt, I went to eat Muri for the second time because the Muri is so fun. So fun that when I ate it for the second time, it felt like I was eating such a fun Muri for the first time, whereas the previous time I ate it was exactly the same. It felt like I was eating such a fun Muri for the first time. It was so fun that if someone didn't eat it, they couldn't say that the Muri was so fun. But when I was first told that let's go to eat muri at such and such a place, I said that why do we need to go there again to eat muri? There is a big market in front of our madrasa, namely Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University, where all the daily necessities are available. I told about that place that muri is available here and if you need food, go there. Then my friends said that if you go once, you will understand how fun muri is. That's why I went to eat muri. Alhamdulillah Alhamdulillah I liked it a lot.

Anyway, dear brothers and friends of Blurt, I ended up here today.
Everyone will support me and give me your advice. I will try to continue. I have not been regular for about six days. I will be regular from today. Insha Allah. Everyone stay well and healthy. Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!