Travel to Dhaka Bashundhara City Complex

in r2cornell •  13 days ago 

1000098628.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় বন্ধুরা সৃষ্টিকর্তার রহমতে সকলে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।

1000098631.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন পূর্বে এমন একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গার কথাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমি ইতিপূর্বে বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় কাওয়া কোলা ইউনিয়ন আমি বসবাস করি এবং আমি ইতিপূর্বে বলেছি আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়।
আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রা বাড়ি ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় থেকে আমি এবং আমার বন্ধু দুজন মিলে চলে যাই ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সেখানে কিসের জন্য গিয়েছিলাম সেটাই এখন শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা সেখানে গিয়েছিলাম অর্থাৎ ঢাকা বসন্তরা সিটি কমপ্লেক্স গিয়েছিলাম আমার বন্ধুর ফোন কিনার জন্য সেখানে গিয়ে অনেক মজা করেছি এবং সেখানে আর একজন আমাদের সাথে এড হয়েছিলেন সে বসন্ত রাতেই থাকেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ কাজীপুর থানায় বসবাস করে এবং আমার বন্ধু যার ফোন কেনার জন্য গিয়েছিলাম তার বাড়িও সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ কাজীপুর থানায় বসবাস করে তার ফোন কেনার জন্য আমাকে আমার বন্ধু নিয়ে গিয়েছিল তার ফোন কেনার জন্য। তার ফোন কিনে আমরা দুজন প্রায় রাত বারোটার দিকে মাদ্রাসায় আসি সেদিন আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স দেখে অনেক আনন্দিত হয়েছিলাম যে এত সুন্দর একটা মার্কেট হতে পারে যাই হোক সেটা আমাদের অনেক ভালো লেগেছে যাওয়ার সময় ও আমাদের অনেক ভালো লেগেছে কারণ বন্ধু ফোন কিনবে সেই জন্য মনটা অনেক ভালো ছিল কিন্তু সেখানে এত সময় এত সময় লেট হয়েছিল যে ধৈর্যের সীমাবতিক্রম করে ফেলেছিল তাই আসার সময় খাওয়া-দাওয়া হয়েছে কিন্তু তারপরও মাথা ব্যাথার কারণে আসতে অনেক কষ্ট হয়েছে এটাই ছিল ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ঘোরাফেরার অভিজ্ঞতা।

1000098627.jpg

যাই হোক আজকের মত এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে সকলে নতুন হিসেবে সাপোর্ট দেবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

1000098630.jpg

Assalamu Alaikum.
Dear friends of Blurt, how are you all by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.

Dear friends and brothers of Blurt, I am from Bangladesh, today I will share with you a place I went to a few days ago, today I will share with you about that place, InshaAllah.
Dear friends and brothers of Blurt, I have already said that my home is in Sirajganj Sadar Police Station, Kawa Kola Union, Sirajganj District, I live and I have already said that I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari, Dhaka Arabic University.
I went to Dhaka Bashundhara City Complex, Dhaka Arabic University, and my friend and I went there together. I will now share with you what I went there for, InshaAllah.
Blurt's dear friends and brothers, I went there, that is, I went to Dhaka Basundhara City Complex to buy my friend's phone. I had a lot of fun going there and there was another person who joined us. He lives in Basundhara Night. His village house is in Sirajganj Kazipur Police Station in Sirajganj district. And my friend whose phone I went to buy also lives in Sirajganj Kazipur Police Station in Sirajganj district. My friend took me to buy his phone. After buying his phone, we both came to the madrasa at around midnight. That day, we were very happy to see Bashundhara City Complex. It can be such a beautiful market. Anyway, we liked it a lot when we went and we liked it a lot because our friend was going to buy a phone. My heart was very good because my friend was going to buy a phone. But there was so much delay that it exceeded the limit of patience. So when we came, we ate and drank but still it was very difficult to come because of a headache. This was the experience of wandering around Dhaka Bashundhara City Complex.

Anyway, I'm done here for today, may everyone be well and healthy and may everyone support me as a newbie. I will try to follow your advice, InshaAllah. May Allah protect me.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!