Sports Jatrabari after the event

in r2cornell •  last month 

1000099432.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আচ্ছা রাখি সৃষ্টিকর্তা রহমতে সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তা রহমতে ভালো আছি ও সুস্থ আছি
Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমি প্রায় চার পাঁচ দিন হলো নিয়মিত ছিলাম না আজকে থেকে আমি নিয়মিত পোস্ট করব ইনশাআল্লাহ আমি কি কারনে নিয়মিত ছিলাম না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

1000099356.jpg

Blurt এর প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট খেলা সম্পর্কে এই খেলাটা আমি তেমন পারিনা তবুও যখন সময় পাই তখন খেলার চেষ্টা করি
যাই হোক আমি ২-৩ দিন আগে খেলতে গিয়েছিলাম ঢাকায় যাত্রাবাড়ী একটি সরকারি কোঠার ভিতরে মাঠে খেলতে।
আমি ইতিমধ্যে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানা আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে বেশি দূরে না এই মাঠটি খুবই কাছে ।
আসরের পরে যখন আমরা ফিরে থাকি তখনই আমরা এই মাঠে খেলতে যাই খেলার উপকারিতা সম্পর্কে আমি তেমন কিছু বলবো না কারণ সেটা কম বেশি সকলেরই জানা আছে তবে আমাদের যেটা উপকার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

1000099355.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমাদের যেমন উপকার হয় সেগুলো হচ্ছে যেমন যদি আমরা আসর নামাজের পর একটু হাঁটাচলা বা খেলাধুলা করি তাহলে আমাদের মাগরিবের নামাজের পর লেখাপড়ায় বেশি মন বসে কারণ সারাদিন আমরা ক্লাস করতে করতে একটু বোরিং হয়ে যাই যখন আমরা আসর নামাজের পর একটু সময় পাই মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত তখন আমরা ক্রিকেট খেলায় বা অন্যান্য খেলায় সময় লাগিয়ে দেই।
এবং শরীরের জন্য উপকার হয় যেমন শরীরটা হাঁটাচলা বা খেলাধুলা করলে ঠিক থাকে শরীরের অলসতা দূর হয়ে যায় তখন লেখাপড়ায় মন বসে এবং পড়াশোনা করতে তখন অনেক ভালো লাগে তাই আমরা যখন সময় পাই তখনই আসরের পর খেলাধুলা করতে এই মাঠে চলে যায় মাঠটা তেমন বড় নয় তবুও ঢাকার ভিতরে এমন মাঠ খুবই কম আছে তাই আমরা যখন সময় পাই তখনই চলে যাই।

যাইহোক সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসেবে সকলেই সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি প্রায় 4 5 দিন নিয়মিত ছিলাম না আশা রাখি সামনে থেকে নিয়মিত থাকব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000099354.jpg

Assalamu Alaikum.
Blurt's dear friends and brothers, how are you all by the grace of God?
Well, I hope everyone is well and healthy by the grace of God.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.
Blurt's dear friends and brothers, I have not been regular for about four or five days. From today, I will post regularly. InshaAllah. I will also share with you why I have not been regular. InshaAllah.

Blurt's dear friends and brothers, today I will share with you about the game of cricket. I am not very good at this game, but I try to play when I get time.
Anyway, I went to play 2-3 days ago in a government building in Jatrabari, Dhaka.
As I have already said, my home is in Sirajganj Sadar Thana, Sirajganj district. I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari, Dhaka University, not far from there, this field is very close.
When we return after Asr, we go to play in this field. I will not say much about the benefits of playing because more or less everyone knows about it, but I will share with you the benefits that we get, Inshallah.

Dear brothers and friends of Blurt, the benefits that we get are, for example, if we walk or play after Asr prayers, then we focus more on studying after Maghrib prayers because we get a little bored doing classes all day. When we get some time after Asr prayers, we spend time playing cricket or other games.
And it is beneficial for the body, for example, if the body walks or plays, the body's laziness disappears, then the mind focuses on studying and it feels great to study. So when we get time, we go to this field to play after Asr. The field is not that big, but there are very few such fields inside Dhaka, so we go when we get time.

Anyway, everyone will be well and healthy and everyone will support me as a newbie. I will try to follow your advice, Inshallah. I haven't been regular for about 4-5 days. I hope I will be regular from now on. Inshallah, everyone will be well and healthy. May Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!