Travel Jatrabari to Dayaganj I went to visit Mir Hajibag Madrasa for a mahfil with a few friends. Alhamdulillah, we all enjoyed going there.

in r2cornell •  yesterday 

1000120030.jpg
আসসালামু আলাইকুম।
Blurt প্রিয় ভাইয়েরা বন্ধুরা সৃষ্টিকর্তা রহমতের সকলেই কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতে সকলে ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমি প্রায় ২৩ দিন ধরে অনিয়মিত ছিলাম কারণ আমি বিভিন্ন কারণে blurt ঠিকমতে পোস্ট করতে পারি নাই কারণ এই কয়েকদিন আমি অসুস্থ ছিলাম ও বাড়িতে গিয়েছিলাম বিভিন্ন কারণে আমি অনিয়মিত ছিলাম আশা রাখি সামনে থেকে নিয়মিত কাজ করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন পূর্বে ঘুরতে গিয়েছিলাম আমাদের বন্ধুর মাদ্রাসা অর্থাৎ আমার বন্ধুরা সে সেখানে প্রায় ৭থেকে ৮ বছর লেখাপড়া করেছে এবং তাদের বাড়িও সেখানে আমরা অর্থাৎ আমি এবং আমার কিছু বন্ধুরা মিলে সেই মাদ্রাসায় করতে গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

1000120028.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সেখানে মূলত আমরা ঘুরতে গেছিলাম কয়েকজন বন্ধু মিলে অন্য একটা বন্ধুর মাদ্রাসায় সেখানে সে ছোটবেলা থেকে লেখাপড়া শেষ করেছে এবং তাদের সাথে সেখানকার ওস্তাদদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আমার বন্ধু আমাদের কয়েকজনকে তার পুরাতন মাদ্রাসায় অর্থাৎ তার সাবেক মাদ্রাসায় যাওয়ার জন্য ইনভাইট করেছিল কিসের জন্য করেছিল সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
সেখানে মূলত আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বন্ধুর মাদ্রাসায় অর্থাৎ মাদ্রাসাতু সুফ্ফা সেখানে গিয়েছিলাম অর্থাৎ মাদ্রাসায় মাহফিল ছিল সেই সুবাদে আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে সেই বন্ধুর মাদ্রাসায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে খানা পেনাও আয়োজন হয়েছিল অনেক সুন্দর খাবার আয়োজন হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সেখানে গিয়ে সকলেই সন্তুষ্টি। এবং মাদ্রাসাটাও অনেক উন্নত মাদ্রাসার লেখাপড়াও অনেক সুন্দর যাই হোক সেখানকার পরিবেশ পড়াশোনা সব কিছুই আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম যাই হোক আমি অনেকদিন প্রায় ২৩ দিন আমি নিয়মিত ছিলাম না বিশেষ করে আমি অসুস্থতার কারণে নিয়মিত ছিলাম না সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে নিয়মিত থাকতে পারি ইনশাল্লাহ এবং সকলে আমাকে সাপোর্ট করবেন আপনাদের পরামর্শে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000120029.jpg

Assalamu Alaikum.
Blurt Dear Brothers and Friends, How are you all, by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God, Alhamdulillah.
Blurt's dear brothers and friends, I have been irregular for about 23 days because I could not post blurt properly for various reasons because I was sick and went home for the past few days. I have been irregular for various reasons. I hope that I will work regularly from now on, InshaAllah.
Blurt's dear brothers and friends, I am from Bangladesh, I will share with you today. A few days ago, I went to visit our friend's madrasa, that is, my friends, he studied there for about 7 to 8 years and their house is also there. We, that is, me and some of my friends, went to that madrasa together. I will now share with you, InshaAllah.

Dear brothers of Blurt, friends, we went to visit a friend's madrasa with a few friends, where he completed his studies since childhood and the teachers there have a very close relationship with them. For that reason, my friend invited some of us to go to his old madrasa, that is, his former madrasa, and now I will share with you why he did it, Inshallah.
We all went to my friend's madrasa, that is, Madrasatu Suffa, we went there, that is, there was a mahfil in the madrasa, so we all went to visit that friend's madrasa together and a meal was also arranged there, very nice food was arranged, Alhamdulillah, we all went there and were satisfied. And the madrasa is also very advanced, the education in the madrasa is also very good, whatever the environment there, I liked everything, Alhamdulillah.
Dear brothers of Blurt, friends, I have finished here as of today. Anyway, I have not been regular for a long time, about 23 days, especially because of my illness. Everyone please pray for me so that I can recover and be regular, Inshallah. And everyone will support me. I will try to follow your advice. Inshallah, everyone will be well and healthy. May Allah Hafez protect you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!