আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সৃষ্টিকর্তা রহমতে সকলে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তার রহমতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তা রহমতে ভালো আছি অসুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইতিপূর্বে যে আমি সফরে গিয়েছিলাম জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে যেমন মুড়ি খাওয়ার জন্য অর্থাৎ ঝালমুড়ি খাওয়ার জন্য ঘুরতে যে গিয়েছিলাম সেখান থেকে আবার অন্য আরেকটি জায়গা অর্থাৎ সদরঘাটের দিকে একটি জায়গা ঘুরতে গিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আর আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি ঘুরতে গিয়েছিলাম সত্রাপুর পুরান ঢাকায় এমন একটি জায়গা যা দেখে আমার অনেক ভালো লেগেছে আমি শুনেছি এবং আমি ওই জায়গার মানুষের সাথে কথা বলে যা বুঝেছি যে পুরান ঢাকার মানুষ যখনই একটু সময় পায় তখনই তারা ওই জায়গাটা ঘুরতে যায় জায়গাটা দেখতে অনেক চমৎকার আমারও অনেক ভালো লেগেছে।
জায়গাটা মূলত ঘোরাফেরা জায়গা ছিল না সেখানে ছিল লঞ্চ ভেড়ানোর জায়গা কিন্তু সেখানে নদীর কারণে কিছু জায়গা অর্থাৎ কিছু অংশ ভেঙ্গে যায় তারপরে সেখানে বসার একটা জায়গা বানানো হয়।
Blurt এর প্রিয় ভাইয়ের ও বন্ধুরা সেখানে একটা বড় ক্রেন ছিল কিন্তু ঘটনা ক্রমে সেটা ভেঙ্গে যায় তার পর সেখানে লঞ্চ বেড়ানো বন্ধ করে দেয় সেখানে এখন মানুষ বেশি যাওয়া আসা করার কারণে সেখানে একটা বসার জায়গা বানানো হয়েছে এবং সে ক্রেনটি এমনভাবে লাইটিং করা হয়েছে যে রাতের বেলায় দেখতে অনেক চমৎকার দেখে মনে হয় এটা একটা ছোটখাটো পার্ক সেটার তুই একটা ফটোগ্রাফি আমি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
Blurt প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলেই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন আজকে মত আমি এখানে সমাপ্ত করলাম। আমাকে সকালে নতুন হিসেবে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Dear brothers and friends of Blurt, how are you all by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well by the grace of God. I am sick.
Dear brothers and friends of Blurt, I am from Bangladesh. Today I will share with you that I went on a trip to Jamia Arabia, Emdadul Uloom, Faridabad, Dhaka Arabic University. From there, I went to eat muri, that is, to eat jhalmuri, and from there, I went to another place, that is, to visit a place towards Sadarghat. Today, I will share with you, InshaAllah.
Dear brothers of Blurt, friends, I have already said that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. From there, I went to visit Jamia Arabia Emdadul Uloom Faridabad Dhaka Arabic University. From there, I went to visit Satrapur. There is a place in Old Dhaka that I really liked. I heard and I talked to the people of that place and understood that whenever the people of Old Dhaka get some time, they go to visit that place. The place is very beautiful to see. I also really liked it.
The place was not originally a place to roam around, there was a place to dock launches, but because of the river, some places, that is, some parts, were broken, then a place to sit was built there.
Blurt's dear brothers and friends had a big crane there but it broke down after an incident and then the launch stopped operating there. Now, due to the large number of people coming and going, a seating area has been built there and the crane has been lit in such a way that it looks very nice at night. It looks like a small park. I have taken a photograph of it and will share it with you, Insha Allah.
Blurt Dear brothers and friends, everyone will be well and healthy. I am done here today. Please support me as a newbie in the morning and I will try your advice, Insha Allah. Allah Hafez.
![1000099740.jpg](UPLOAD FAILED)