Travel Jatrabari to Faridabad to Dhaka Islampur Cloth Market I went there to buy some clothes and cut them Alhamdulillah I liked it there a lot.

in r2cornell •  yesterday 

1000110235.jpg
আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তার রহমতের সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের কাপড়ের মার্কেট সর্বোচ্চ মার্কেট সেই মার্কেটে কিছু অভিজ্ঞতা সম্পর্কে এবং সেই মার্কেটটা কোথায় সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000110236.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমিন লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি বেড়াতে গিয়েছিলাম কিছুদিন পূর্বে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি আরো কোথায় করতে হয় বেড়াতে গিয়েছিলাম
আমি ইতিপূর্বে সেগুলো শেয়ার করেছি এবং পোস্ট করেছি এখান থেকে আমি আরো একটি জায়গা অর্থাৎ কাপড়ের মার্কেটে পড়তে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটাই এখন বলবো ইনশাআল্লাহ।।
Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা আমি জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ আরবি বিশ্ববিদ্যালয় থেকে বেড়াতে গিয়েছিলাম বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্রসিদ্ধ ঢাকায় অবস্থিত ইসলামপুর কাপড়ের মার্কেটে সেখানে কাপড় দেখে আমি হতভম্ব হয়ে গেছি যেখানে এত ধরনের কাপড় পাওয়া যায় এটা আবার ধারনার বাইরে ছিল সেখানে দেশি বিদেশি মোটকথা সব ধরনেরই কাপড় পাওয়া যায়।
যদিও আমি সব ধরনের কাপড়ের ফটোগ্রাফি বা পিক উঠাইতে পারি নাই কারণ আমি সব দোকানেই কাপড় কিনি নাই তাই আমি সব দোকান থেকেই পিক উঠাই নাই আপনারা সকলেই বুঝে নিত যে যদি কোন জিনিস কেনাকাটা না করা হয় তাহলে সেগুলোর ফটোগ্রাফি করা সম্ভব নয়। সেই কারণে আমিও ভিআইপি ভিআইপি দোকানের ফটোগ্রাফি করতে পারি নাই ছোট একটি দোকানের ফটোগ্রাফি করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ফটোগ্রাফি গুলো আজকে আমি পোস্ট করব ইনশাআল্লাহ।।

1000110237.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বিশেষ করে আমি নতুন তাই আমাকে নতুন হিসেবে সকলেই সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

1000110238.jpg

Assalamu Alaikum.
Dear brothers and friends of Blurt, by the grace of God, how are you all?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.
Dear brothers and friends of Blurt, I am from Bangladesh, today I will share with you about our Bangladeshi cloth market, the highest market, some of my experiences in that market and where that market is, I will also share with you today, Insha Allah.

Dear brothers and friends of Blurt, I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, Amin, I study at Jamia Islamia Darul Uloom Madania, South Jatrabari, Dhaka Arabic University, from there I went to visit, a few days ago, Jamia Arabia Emdadul Uloom, Faridabad, Dhaka Arabic University, from there I went to visit where else I have to visit
I have already shared and posted them, from here I went to study at another place, namely the cloth market, where I went, I will tell you now, God willing.
Dear brothers and friends of Blurt, I went to visit the most famous Islampur cloth market in Dhaka, Bangladesh, where so many types of clothes are available, I was shocked to see the clothes there, it was beyond my imagination, there, domestic and foreign, basically all types of clothes are available.
Although I could not take photographs or pictures of all types of clothes because I did not buy clothes from all stores, so I did not take pictures from all stores, you all would understand that if something is not purchased, then it is not possible to take photographs of them. That is why I could not take photographs of VIP VIP stores, I took photographs of a small store, I will share them with you and I will post those photographs today, God willing.

Dear brothers of Blurt, friends, I have finished here today, everyone will be well and healthy, especially since I am new, so everyone will support me as a new person, I will try to follow your advice, God willing. God Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  yesterday  ·  

বন্ধু আগে দেখতাম মার্কেটে যেতে পাঞ্জাবের কাপড় কিনতে এখন দেখি মার্কেটে যাও মেয়েদের কাপড় কিনতে 😀 বিয়ে করে অনেক পরিবর্তন। এটি তার একটি নমুনা🫣😀