If I could get back those childhood moments

in r2cornell •  2 years ago 

kid-1241817__340.jpg

image source

Assalamalaikum dear friends how are you all? I hope that by the grace of Almighty Allah you are all healthy and safe. I am also very well. Today I have come to you with a new post. Today I am going to share some moments of my childhood with you through this post. Hope you enjoy the post but let's get started. If we want to talk about childhood, first we have to talk about playing in that pond as a child. There were many ponds and canals in our area where we used to play jhapar with friends and had a lot of fun. Also talking about childhood, I remember friends blowing up balloons. When I was a child, many balloons were sold in our area which cost two taka a piece and were bought through lottery. Back then we bought them with a friend and blew them all day and used detergent water and other things to blow beautiful bubbles that I remember a lot now. In fact, childhood memories are not to be forgotten, the more we share childhood memories, the more we feel happy because now it is not possible to go back to childhood, but these childhood memories will remain like this in our hearts forever.

As a child I used to play sports all day like football, cricket and also played many new games in our area. All the big and small in our area used to play together especially when it rained a lot in our area, my friends used to play football in the water filled with water. It was actually a lot of fun because the football could not be carried quickly through the pier because there was a lot of water under the feet. As a result, the football always floated in the water and hitting the football didn't go very far, so it was a lot of fun. Since my childhood, I love playing football and this football game has a great contribution in my life. One day I will share this story with you, inshallah. When I was a child I only thought when I would grow up but now I think it would be great if I could go back to my childhood. When I was a child, there was no tension in my head, I used to play with my friends and go around, but since the day I learned to understand the real world, different thoughts have formed in my mind. I have a goal in the future I want you all to pray for me to reach my goal in the future.

••••••••••••• Thank you all so much for patiently enjoying my blog for so long. I hope to present more such beautiful blocks to you in the future. ••••••••••••••••••

bangla••••••••

আসসালামালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই এ পোষ্টের মাধ্যমে আমার ছেলেবেলার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ‌। আশা করি পোস্টটি আপনারা ভালোভাবে উপভোগ করবেন তবে চলুন শুরু করা যাক। ছেলেবেলার কথা বলতে হলেই প্রথমে বলতে হয় ছেলেবেলায় সেই পুকুরে ঝাপড় খেলার কথা। আমাদের এলাকাতে অনেক পুকুর খাল বিল এগুলো ছিল যেখানে আমরা বন্ধু মিলে ঝাপড় খেলতাম এবং অনেক আনন্দ করতাম এছাড়াও ছোটবেলার কথা বলতে হলে মনে পড়ে যায় বন্ধুরা মিলে বেলুন ফুলানোর কথা , ছোটবেলায় আমাদের এলাকাতে অনেক বেলুন বিক্রি হত যেগুলোর দাম ছিল দুই টাকা পিস সেগুলো লটারির মাধ্যমে কেনা যেত তখন আমরা বন্ধুর মিলে ওইগুলো কিনে সারাদিন সেগুলো ফুলে বেড়াতাম এবং ডিটারজিনের পানির মাধ্যমে এবং সাথে কিছু জিনিস ব্যবহার করে অনেক সুন্দর বুদবুদ উড়িয়ে বেড়াতাম এগুলো এখন অনেক মনে পড়ে। আসলে ছোটবেলার স্মৃতি গুলো ভোলার নয় ছোটবেলার স্মৃতিগুলো যতই শেয়ার করি ততই যেন আনন্দ লাগে কেননা এখন তো আর ছোটবেলা যাওয়া সম্ভব না কিন্তু ছোটবেলার এই স্মৃতিগুলো চিরদিন মনের ভিতরে এভাবেই রয়ে যাবে।

ছোটবেলায় আমি খেলাধুলা করতে অনেক পছন্দ করতাম সারাদিন খেলাধুলা করতাম যেমন ফুটবল ,ক্রিকেট এছাড়াও আমাদের এলাকার নিত্য নতুন অনেক ধরনের খেলা করতাম। আমাদের এলাকার ছোট বড় সব একসঙ্গে মিলেমিশেই খেলা করতাম বিশেষ করে যখন আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো তখন বন্ধুরা মিলে ভরা পানির মধ্য ফুটবল খেলা করতাম তখন আসলে অনেক মজা লাগতো কেননা ফুটবল পিয়ের এর মাধ্যমে দ্রুত নিয়ে যেতে পারত না কেননা পায়ের নিচে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকতো যার ফলে ফুটবল সব সময় পানিতে ভেসে থাকতে এবং ফুটবলে আঘাত করলে তেমন একটা দূরে যেত না তাই অনেক মজা হত। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলা অনেক পছন্দ করি এবং এই ফুটবল খেলা নিয়ে আমার জীবনে অনেক বড় একটা অবদান রয়েছে কোন একদিন আপনাদের মাঝে এই গল্পটা শেয়ার করব ইনশাল্লাহ। ছোটবেলায় শুধু ভাবতাম কবে বড় হবে কিন্তু এখন মনে হয় আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ছোটবেলায় মাথায় কোন টেনশন থাকত না শুধুমাত্র বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম এবং ঘুরে বেড়াতাম কিন্তু বাস্তব দুনিয়া যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকেই মনের ভিতর অন্যরকম চিন্তা-ভাবনা তৈরি হয়েছে। আমার ভবিষ্যতে একটা লক্ষ্য রয়েছে আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি ভবিষ্যতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।

••••••••••••• আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটি উপভোগ করার জন্য আশা করি ভবিষ্যতে আপনাদের মাঝে এমন সুন্দর ব্লক আরো উপস্থাপন করব। ••••••••••••••••••

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!