কম্পিউটার যেভাবে কাজ করে

in r2cornell •  3 years ago 

কম্পিউটারের ক্রিয়াকলাপ এক দিক থেকে মানুষের মগজের সঙ্গেই তুলনীয়। মানুষ তার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে পাওয়া বিভিন্ন তথ্য সুসংবদ্ধভাবে সাজিয়ে রাখে তার স্মৃতিতে। এর ওপর নির্ভর করেই সে যেকোনো সমস্যার সমাধান করতে পারে। কম্পিউটারের একটি স্মৃতিভাণ্ডার আছে যেখানে দুটি জিনিস সংরক্ষিত রাখতে হয় প্রথম কোনো একটি বিশেষ সমস্যা সংক্রান্ত যাবতীয় তথ্য, যাকে নিয়ে কম্পিউটার কাজ করবে। দ্বিতীয়, সে বিশেষ সমস্যা সমাধানের একটা ক্রমবিন্যস্ত পদ্ধতি, যে ক্রমবিন্যাস অনুযায়ী সে কাজ করবে। সুতরাং একটা বিশেষ সমস্যা কম্পিউটার তখনই সমাধান করতে পারবে, যখন তার স্মৃতিতে কী নিয়ে কাজ হবে এবং কীভাবে কাজ হবে দুটি বিষয়ই থাকবে। প্রথমটিকে বলা হয় তথ্য, দ্বিতীয়টিকে বলা হয় প্রোগ্রাম ও এ বিষয়টিকে বলা হয় কম্পিউটার সফটওয়্যার। অন্যান্য মতো কম্পিউটারের একটা হার্ডওয়্যার বা যান্ত্রিক কাঠামো ও গঠন আছে, যা যন্ত্রটির ক্রিয়াকলাপ নির্ধারণ করে। কিন্তু কম্পিউটারের স্বাস্থ্য হলো, তথ্য ও প্রোগ্রামের রদবদল ঘটিয়ে একই কম্পিউটারকে দিয়ে অন্যান্য কাজ করানো যায়। কম্পিউটারের প্রয়োগ বিস্তৃতির মূল কারণ চারটি। এক. অত্যন্ত দ্রুত গণনা করার ক্ষমতা; দুই, বিপুল পরিমাণ তথ্যকে সুসংবদ্ধভাবে সংরক্ষণ করার ক্ষমতা, তিন, ভ্রমশূন্যতা এবং চার তথ্য ও প্রোগ্রাম অনুযায়ী কাজ করার ক্ষমতা। এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তি অর্থাৎ ঐ চারটি বৈশিষ্ট্যকে যথাযথভাবে ব্যবহার করার ক্ষমতা। তাই কম্পিউটারের ব্যবহার আজ বিচিত্র ও বহুমুখী পথ ধরে এগিয়ে চলেছে।

images - 2022-02-22T223817.438.jpeg
Sorsce
কম্পিউটারের ব্যবহার : কম্পিউটারের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র কোনো বিশেষ একটা জায়গায় সীমাবদ্ধ নয়। একদিকে কোনো প্রতিষ্ঠানে সদ্য কর্মীর মাসিক বেতন, সেখানকার আয় ব্যয় সংক্রান্ত হিসাব-নিকাশ অথবা অন্যান্য গণনা কম্পিউটারের সাহায্যে করা যায়। কম্পিউটার এই বিশ্ব তথ্যভাণ্ডারকে নির্ভুলভাবে এবং সুসংঘবন্ধভাবে মনে রাখতে পারে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ব্যাপক। এর মাধ্যমে পরীক্ষার ফলাফল নির্ধারণ ও জমা রাখা হচ্ছে। জমা রাখা হচ্ছে গবেষণালন। কাজকর্মের তথ্য। মুদ্রাক্ষেত্রে অর্থাৎ বই ছাপার কাজে কম্পিউটার আছগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে অল্পসময়ের মধ্যে বিশাল কলেবরের বই পুস্তক প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেছে। অন্যদিকে আকাশে মহাকাশযান এবং তার গতিপথ নিয়ন্ত্রণ থেকে শুরু করে বড় বড় কলকারখানায় উৎপাদনের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কম্পিউটারের সাহ সহজে করা যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিভিন্ন ধরনের কাজকে আরও এবং সাবলীল করেছে। কম্পিউটারের তথ্য সংরক্ষণ ক্ষমতা এবং নির্ভুল ও দ্রুত গণনার ক্ষমতা বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার নানা গবেষণায় এক নতুন মাত্রা যোজন করেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!