ব্যাসিক হল বোলার বল করে উইকেটের পিছনে চলে যাবে। এবাদত বল করে মাঠের মাঝখানে দাঁড়ায়ে সাদমানের কাছে বল চায়। আবার বল ধরেই চ্যাগায়ে পড়ে যায়। অথচ উইকেটের পেছনে থাকা ফিল্ডার মিরাজের কাছে থ্রো করলে তার জন্য উইকেট ভাঙা ইজিয়ার ছিল। আবার ভুয়া রিভিউ নিয়ে রিভিউ ও লস করছে। ব্যাটিংয়ে বিশ্বের সেরা বাজে ব্যাটসম্যান। আর সাদমানের কথা কি বলব? টেইলর অনেক বার চেষ্টা করে ডিপে স্লগ সুইপ করল। সাদমান ইজি ক্যাচ ছেড়ে ইশারা করে চোখে নাকি রোদ লাগছে। তাহলে সানগ্লাসের কাজ কি? এদিকে লিটন ও ক্যাচ ড্রপ করেছে। এসব জোকার দিয়ে আপনি কিভাবে ম্যাচ ড্র/জয়ের আশা করেন?
(পোস্ট লিখতে লিখতে ইয়াংকে বোল্ড করেছে এবাদত। তাতে পোস্ট মিথ্যা হয়ে যাবে না।)
এডিটেডঃ এবাদত দারুণ স্পেলে ৩টা উইকেট নিলেও টেইলার এখনো নট আউট।
দেশের ক্রিকেটে মিডিয়া ও ক্রিকেট রিলেটেড ব্যক্তিদের মধ্যে চরম হতাশাজনক অবস্থা ও আমার চিন্তাভাবনা!
দেশের ক্রিকেট এর কতটা লাজুক অবস্থা! 😞
দেশের স্বনামধন্য একটা টিভি চ্যানেল এর একটা প্রশ্নের উত্তরে নান্নু আশরাফুলকে দেশদ্রোহী উপাধিতে নতুন করে পরিচিত করিয়ে যেভাবে কাউন্টার প্রশ্ন বা কাউন্টার আ্যটাক করলেন সেটা প্রশংসার দাবিদার! 🙂
এটা শতভাগ সঠিক যে, - নান্নু , মোহাম্মদ আশরাফুলকে দেশদ্রোহী বলে অবশ্যই বেয়াদবি করেছে। এটাকে ভুল বলে নাহ ; এটা রীতিমতো বেয়াদবি! 🙂
তবে কাউন্টার প্রশ্ন যেটা করলো - যে আমরা কোন বিশ্বকাপকে কেন্দ্র করে নির্বাচন প্যানেল পরিবর্তন হবে + অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক এর উদাহরণ ; আসলেই যথাযথ উত্তর দিয়েছে বলে আমি মনে করি!
ব্যাক্তিগতভাবে আমি আশরাফুল এবং নান্নু দুজনের-ই হেটার্স! 🙂
তবে ভাই, ভালোকে ভালো, মন্দকে মন্দ অবশ্যই বলতে হবে!
আশরাফুল এর নির্বাচন প্যানেল নিয়ে বলা কথাটা আসলেই ব্যাক্তি আমার কাছে ও গোছানো মনে হয় নাই!
ব্যাক্তি আমার মতে - নির্বাচন প্যানেল একটা ৪ বচ্ছর মেয়াদি গঠিত হবে তারপর তাদের সময় শেষে দেশের উচ্চ পর্যায়ের ক্রিকেট পরিচালক + সভাপতি + সিনিয়র ক্রিকেট সাংবাদিকরা একসাথে বসে সেই নির্বাচন প্যানেল এর পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবে যে তারা কন্টিনিউস করবে নাহ কি নতুন প্যানেল আসবে!
এখানে অবশ্যই পারফরম্যান্স বিবেচনা আসা উচিত!
সবচেয়ে ইন্টারেসটিং পার্ট হচ্ছে মিডিয়ার কাজকর্ম!
এই রিপোর্টটা বা প্রোগ্রাম যারা নিয়মিত ফলো করেন তারা বুঝবেন আশাকরি!
নান্নুকে প্রশ্ন করা হলো কি আর নান্নু সেই প্রশ্নের উত্তর কি দিল সেটা বড় বিষয় ভাই!
নান্নুকে প্রশ্ন করা হলো নান্নুর ব্যাক্তিগত অর্জন বা অপুর্নতা নিয়ে ; তারপর নান্নু বললো একটু যোগ করি, তারপর নান্নু যে কথাটা উস্কে গিয়ে বল্লো সেটাকে কেন্দ্র করে হেডলাইন করা হলো নিউজের! 😂😂
কিন্তু এমন হওয়ার কথা কি ছিলো ?
নান্নুকে সামি ভাই ( প্রশ্নকারী ব্যক্তি ) যে প্রশ্ন করেছে সেটুকুর উত্তর তো দিয়ে রিপোর্ট করতে পারতো! তাই নয় কি ?
মিডিয়া আসলে আমাদের সাধারণ পাবলিকদের মনে একজন ব্যক্তি সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে তার উজ্জ্বল উদাহরণ এই ভিডিওটা বা রিপোর্টটা
★. সকলকে ভিডিওটা খুব ভালো করে কয়েকবার দেখার উদাহরণ করছি! তাহলে সব বুজতে পারবেন! 🙂
গতকাল আশরাফুলের নির্বাচকদের বিষয়ে করা এক মন্ত্যব্যে তাকে নান্নু সাহেব মোটামুটি ধুয়ে দিয়ে নিজের ইমেজ ঠিক রাখার চেষ্টা করেছেন।
এখানে নান্নু সাহেব কে প্রশ্ন করার সাথে সাথেই উনি কিন্তু অস্ট্রেলিয়ার দীর্ঘ মেয়াদে থাকা নির্বাচকের কথা টেনে আনলেন। এবং এই লজিক দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে, অস্ট্রেলিয়া যদি দীর্ঘ মেয়াদে নির্বাচক প্যানেল রেখে সফল হয়, তাহলে আমরা কেন নই?
জনাব নান্নু সাহেবের কাছে আমার গভীর প্রশ্ন হলো এই যে, সেই দীর্ঘ মেয়াদী নির্বাচক প্যানেল দিয়ে অস্ট্রেলিয়া তো কিছু না কিছু সফলতা অর্জন করেছে। কিন্তু আপনাদের প্যানেলের মিরপুরে ধান ক্ষেত বানিয়ে দু-একটা সিরিজ জেতা আর বাহিরে গিয়ে জিম্বাবুয়ে ব্যতীত বাকিদের সাথে ডাব্বা মারা ছাড়া আর কী কী ছেঁড়ার রেকর্ড আছে, মেহেরবানী করে জানাবেন।
[তো গতকাল নান্নু সাহেবের প্রশ্ন মাটিতে পড়ার আগেই যে ঝটপট করে অস্ট্রেলিয়ার প্রসঙ্গ টেনে উত্তর দিয়ে ফেলা, এটি আমার কাছে পূর্বপরিকল্পিত মনে হয়। কারণ, বিসিবির টোটাল প্যানেলে থেকে সবাই মোটামুটি ডাব্বা মারছে। এবং ক্রিকেট পাগল এই দেশের জনগণের মাথার উপর বরই রেখে লবণ খাচ্ছে...। ইয়ে মানে, লবণ রেখে বরই খাচ্ছে।
তো এই ডাব্বা মারার বিষয়ে কেউ যদি কখনো হুটহাট কিছু জিজ্ঞেস করে বসে, সেজন্য যে যার পদানুযায়ী দু একটা লজিক, তথ্য উপাত্ত জোগাড় করে রাখছে। ভাবখানা এমন যে, যা-ই জানতে চাইবি; তার-ই সঠিক এবং সাবলীল উত্তর আমাদের আছে। এবং সেই উত্তর পাওয়ার পর আসলে প্রশ্ন করার কিছু থাকেনা। তবে তারা যে সত্যিকার অর্থেই ক্রিকেট প্রেমিক সেটা আর বলার অবকাশ রাখে না। নাহলে কী আর দেশের ক্রিকেট টাকে চেটেপুটে খায়?
এখন আপনি ক্রিকেট রিলেটেড যাদেরকেই তার দায়িত্বের বিষয়ে প্রশ্ন করবেন, সে-ই আপনাকে নান্নু সাহেবের মতো অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ড দেখিয়ে দিবে। খোদ শামীম চৌধুরী ; যিনি একজন "আননেসেসারি" ধারাভাষ্যকার, তাকে প্রশ্ন করলেও যথাযথ বুঝ পেতে বাধ্য।
শেষকথা, এদেশের সবই উন্নত দেশের মতো! কেবল ফলাফল বাদে....
** Your post has been upvoted (1.23 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote