আমরা আজ লিখব একটা ক্রিকেট খেলা সম্বন্ধে,, যে খেলাটা আমি বাস্তব জীবনের প্রতিদিন নিয়মিত খেলার চেষ্টা করি,, আমরা দশ-বারোজন বন্ধু এবং তিন-চারজন ছোট ভাই মিলে পাড়ায় একটা ছোট মাছ বানিয়েছে এবং সে মাঠে নিয়মিত খেলাধুলা করি।
Sorsce
খেলাধুলা করতে আমার ভালই লাগে,, এর মাধ্যমে আমরা নিজেদের শরীরের ব্যায়াম করতে পারি এবং শারীরিক গঠনে এটা আমাদের সহায়ক হিসেবে কাজ করে।
ক্রিকেটের সময় বাংলাদেশ একটা ভালো স্থান অর্জন করেছে। বাংলাদেশ মোটামুটি ভালো ক্রিকেট খেলে এবং বিশ্বের বুকে নাম করে নিয়েছে ক্রিকেটপ্রেমী বাংলাদেশের টাইগার বাংলাদেশ। ক্রিকেট খেলা বাংলাদেশের জনপ্রিয় খেলা খেলা সবাই পছন্দ করে। ক্রিকেট হচ্ছে রাজার খেলা। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ক্রিকেট খেলা দেন মধ্যে টেস্ট খেলা ।
খেলাধুলা কলা করার পর আমরা হাত মুখ ধুয়ে যার যার মতো পড়তে বসে এবং এই খেলাধুলা আমাদের পড়া ক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা অর্জন করে। কারণ ক্রিকেট খেলে আমরা মনকে সতেজ করি আর এটা আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে বাড়তি চাহিদা যোগায়।প্রত্যেক ব্যক্তি নিয়মিত খেলাধুলা করা উচিত কেননা খেলাধুলা না করলে শারীরিক বৃদ্ধি পেতে থাকে না। তাই আমাদেরকে নিয়মিত খেলাধুলা করা উচিত।
ক্রিকেট খেলা একটি ভালো ট্রানসলাতে রয়েছে প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে খেলাকে উপরের দিকে নিয়ে যায় এবং কে জিতবে কে হারবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে এবং সঠিকভাবে তা লাস্ট পর্যন্ত মজা নেওয়া যায়। ক্রিকেট খেলা সবাই সঠিকভাবে পারেনা এতে অনেক মজার একটা বিষয় রয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ক্রিকেট খেলা।
আমার লেখাটা কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ,, ভালো থাকবেন আপনারা সবাই এবং সুস্থ থাকবেন। এটা মনে করবেন যে আপনার তারা সমাজে কোন অপকার যাতে না হয় বরঞ্চ উপকার হয়। উপকার না করতে পারলেও অন্তত এটা ভাববেন যে অপকার যাতে না হয়।
আজ এ পর্যন্তই থাক পরে আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা সবাই।