জ্বর

in r2cornell •  14 days ago 

অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। গতকাল থেকে প্রচন্ড অসুস্থ। গতকাল সকালে শরীরটা একটু অসুস্থ বোধ করলাম এবং বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। ওই যে ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরে জাগনা পেয়েছি। শরীরে জোর পাচ্ছি না। এর কারণ, কাল সারাদিন দিন গেছে সারারাত গেছে কোনো খাবারই আমার পেটে ঢোকেনি। সারাদিন সারারাত না খেয়ে থাকার কারণে উঠে যে দাঁড়াবো সেই শক্তিও পাচ্ছি না। শরীরে প্রচন্ড জ্বর৷ জ্বরের চোটে হাত পা কাপছে৷ জীবনে অনেকবার জ্বরকে ফেস করেছি কিন্তু এবারের জ্বর আমাকে এতটাই কাবু করে ফেলেছে যা ভাষায় বলে বোঝাতে পারবো না৷

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrFHCDQk95c4zraKNBhBQi18WTvh8KWmtKfDT6YRaeajrq9TAFXVZ7UcDg2KPWSS8paHmnyAbpDKaWo8D6goYXUM8Mea1tCFKFTmXzCx9SG87gVDPwL.jpegsource

দুপুরবেলা কয়েকবার পানি দিলাম মাথায়। প্রচন্ড জ্বরের প্রকোপে আমি নাকি ভূলও বকাবকি করেছি অনেক সময় যাবৎ। আমার অবস্থা খুব খারাপ দেখে আমার মা হসপিটালে নিয়ে গিয়েছিল।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrK1uLxTjubGdQsLwJy2keRcnZx8scFYfbNfgteoxjCdEpf4c5VEXakvs9PptppCLSMkDu3f1SMSCzrzfou9kVQP1UTVfYc6zXfTUuhEr1R8pB5vyVg.jpegsource

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHr9kqBn3CEanqBVRjaeiuFTqJR9j6NKraUK93dnp1e4Lae2w8EshPL6QWLXpLXZYw2DLdYsvto2Tf9LgASuwhUy335FHv6Sgxb51u34NMcekog6aZA6.jpegsource

ডাক্তার আমাকে চেকআপ করে অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই৷ প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে, সাথে স্যালাইন খেতে বললেন৷ ডাক্তারের কাছ থেকে আসার পর এখন একটু একাই হেঁটে চলে বেড়াচ্ছি। কিন্তু শরীর এতটাই দূর্বল যে সারা শরীর এখনও কাঁপছে। কথাও বলতে পারছি না ঠিকভাবে।

খেতে পারছি না ঠিকমতো। সত্য কথা বলতে খাবারের প্রতি একটুও রুচি নাই৷ জ্বর হলে আসলে এমনই হয়। সামন্য পরিমানে ফল খেয়েছি৷ একটা আপেল আর একটা কমলা।

হসপিটালে গিয়ে দেখলাম রোগীর সংখ্যা বহু৷ ঐসব রোগীর মধ্যে জ্বরের রোগী সবচেয়ে বেশি৷ হয়তো আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটা হচ্ছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আমাদের কমিউনিটির অনেক সদস্য জ্বর সমস্যায় ভুগছেন৷ শেষমেশ আমিও জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। এখন শীতমৌসুম৷ জ্বরও ঠান্ডা জনিত সমস্যা। এসময়ে আসলে অনেকেই জ্বরে ভুগবেন এটাই স্বাভাবিক। কিন্তু জ্বরের প্রকোপ এতটাই বেড়ে গেছে যে আমার উপর এক্সপেরিমেন্ট না করলে হয়তো ব্যাপারটা আমার বোধগম্য হতো না৷

ঔষধ খাওয়ার পর এখন কিছুটা হলেও একটু সুস্থ।তাই লেখার ইচ্ছা পোষণ করলাম। কিন্তু ঠিকভাবে লিখতে পারছি না, হাত কাঁপছে৷

যদিও অসুস্থতার উপর মানুষ হিসেবে আমাদের কোন হাত নেই, তবুও আমাদের করা কিছু অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়তে হয়। অনেক দিন যাবৎ বাসায় আছি৷ রাজশাহী থেকেও অসুস্থ হয়ে বাসায় ফিরেছিলাম। বাসায় কিছুদিন থাকার পর সুস্থও হয়ে উঠেছিলাম। সুস্থ হওয়ার পর চলাফেরায় কিছু অনিয়ম করছি বলেই আজ আমি প্রচন্ড অসুস্থ। কোনোদিন সন্ধ্যায় গোসল করেছি, আবার কোনো দিন অনেক রাত পর্যন্ত কুয়াশার মধ্যে বাহিরে ঘুরেছি৷ যার মাশুল দিতে হচ্ছে এখন৷

খুব খেয়াল রাখা জরুরি, গ্রীষ্মকালে যেভাবেই দিনযাপন করুন না কেনো শীতের সময় একটু হলেও চলাফেরায় পরিবর্তন আনা উচিত৷ নইলে যেকোনো অসুখ যেকোনো সময় হানা দিতে সক্ষম।

If you are sick, you can understand how great a blessing health is. Very sick since yesterday. Yesterday morning I felt a little sick and went to bed to rest for a while. I fell asleep and woke up today at noon. I can't get strength in my body. This is because yesterday all day and all night passed without any food entering my stomach. I don't even have the strength to stand up because I haven't eaten all day and night. High fever in the body Hands and feet are burning due to fever I have faced fever many times in my life but this time fever has overcome me so much that I cannot explain it in words

I gave water to the head several times in the afternoon. In the outbreak of high fever, I have been grumbling for a long time. Seeing that my condition was very bad, my mother took me to the hospital.
src
The doctor checked me up and said there is nothing to fear He told me to take paracetamol and take saline After coming from the doctor, I am now walking alone. But the body is so weak that the whole body is still shaking. I can't even speak properly.

I can't eat properly. To tell the truth, I have no taste for food This is what happens when you have a fever. I ate some fruit An apple and an orange.

I went to the hospital and saw the number of patients Fever patients are the most among those patients Maybe this is due to climate change. I have noticed that many members of our community are suffering from fever problem for the past few days Finally I also got fever. It's winter now Fever is also a cold related problem. It is normal that many will suffer from fever during this time. But the prevalence of the fever was so great that I might not have understood the matter had it not been for the experiment on me.

Although we as human beings have no control over illness, we still get sick due to some irregularities we do. I have been at home for a long time I returned home sick from Rajshahi. After staying at home for some time, I recovered. Today I am very sick because I am having some irregularity in walking after recovery. Sometimes I took a bath in the evening, and sometimes I wandered outside in the fog late into the night Whose fee has to be paid now

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!