আমরা জীবনের অনেক ঘটনায় আমাদের পারিবারিক কারো সাথে শেয়ার করতে না পারলেও বন্ধুদের সাথে জীবনের সব ধরনের কথা শেয়ার করা যায়। জীবনে যত বিপদ যত সমস্যা যত কিছুই হোক না কেন সবকিছু মন খুলে বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আর যদি জীবনের সবচাইতে বেস্ট ও ভালো বন্ধু থাকে তাহলে সব ধরনের বিপদে তাদের সাহায্যে পাওয়া যায়।
যারা প্রকৃত অর্থের বন্ধু তারাই সব সময় পাশে থাকে এবং সকল বিপদের পাশে দাঁড়ায়। আর যারা প্রয়োজনের বন্ধু তারা শুধু প্রয়োজনেই দেখা করে কথা বলে। বর্তমান সময়ে সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন । অনেকেই বন্ধুর পরিচয় দিয়ে সাথে থাকলেও তারা শুধু প্রয়োজনে ব্যবহার করে থাকে আর যখন বিপদ আসে তখনই সারা দূরে সরে যায় এরকম বন্ধু জীবনে না থাকাই ভালো।
বন্ধু ছাড়া জীবন চলে না, স্কুল জীবন থেকে শুরু করে যখনই বন্ধুদের সাথে কথাও কথা বলার জন্য বুঝতাম ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল বুঝতে পারতাম না। এই কথা ঐ কথা নানা রকমের কথা বন্ধুদের সাথে বলতে বলতে সময় কোন দিক দিয়ে অতিবাহিত হয় সেটা যেন বুঝতে চায় না। তাদের জীবনে বন্ধু নেই তাদের জীবন আমি মনে করি অন্ধকারে ঢাকা তারা অনেক কিছু থেকে পিছিয়ে আছে।
আর হ্যাঁ পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তাদের কোন বন্ধু নেই। প্রতিটি মানুষের বন্ধু রয়েছেবন্ধুদের সাথে অনেক মূল্যবান সময় অতিবাহিত করে। বর্তমান সময়ে বন্ধুদের মধ্যে সময় অতিবাহিত করতে অনেক বেশি ভালো লাগে কোথাও গেলে তাদেরকে বললে কখনো না করে না। যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে সব সময় পাশে থাকে এরকম বন্ধু জীবনে থাকা অনেক বেশি প্রয়োজন। যাদের জীবনে এরকম বন্ধু রয়েছে তারাই হলো প্রকৃত হত্তে ভালো মানুষ।
জীবন যেমন একা অতিবাহিত করা সম্ভব না জীবনে বন্ধু-বান্ধব লাগবেই লাগবে তাদের মাধ্যমে আমরা আমাদের আনন্দ খুঁজে বেড়াই। স্কুল জীবনের বন্ধুত্ব সবচাইতে মধুর হয়ে থাকে আর এই বন্ধুত্ব আজীবন ধরে রাখা যায়। যদিও কলেজ জীবনের হল স্কুল জীবনের মত বন্ধু হঠাৎ বড়ই কঠিন।