আমরা সামাজিক জীব, সংঘবদ্ধ হয়ে বসবাস করি।ছোটবেলায় ওয়ান টু'য়ের বইয়ে পড়েছিলাম, " মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচীকে নিয়ে একটি পরিবার গঠিত হয়। আর কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় একটি গ্রাম৷ এই গ্রামে শিক্ষিত অশিক্ষিত দুইই বাস করে৷ এখন একক পরিবারের সংখ্যা বাড়ায় সৃষ্টি হচ্ছে নগরায়ন। যার কারণে কমছে সবুজ প্রকৃতি। আবার সেটার কারণে প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্যতা৷ প্রকৃতি ভারসাম্য রক্ষায় ব্যর্থতার কারণে ঘটছে প্রাকৃতিক পরিবর্তন।
কোথায় হারিয়ে গেলো, লাল কিংবা কালো পিঁপড়াগুলো? সংখ্যায় কম হওয়ায় আজ তারা দৃষ্টিগোচরের বাইরে৷
আমরা আমাদের জমিতে যে ঘাস মরার কীটনাশক ব্যবহার করি সেই কীটনাশকে হয়তো আমাদের উপকার হচ্ছে কিন্তু মরছে পোকামাকড় সাথে হারিয়ে যাচ্ছে পোকামাকড় ভক্ষন করা পাখিগুলো। কারণ, তারা বিভিন্ন রকমের পোকামাকড় ভক্ষন করেই জীবিকা নির্বাহ করে৷ বড় গাছের মগডালে বাসা বেধে ডিম ফুটানো ফিঙ্গে পাখিটিকে আর আমি দেখতে পাই না, টুনটুনিও নেই, শালিকও হারিয়ে যাচ্ছে।
মাঝ রাতে বড়গাছের ডাল কিংবা লম্বা বৈদ্যুতিক খুঁটির উপর বসে ডাকতো যে হুতুম পেঁচা, তারাও আজ সংখ্যায় কম। যদি তাদের কথা বলার সুযোগ থাকতো তাহলে হয়তো তারা নালিশ জানাতো সৃষ্টির সেরা জীব মানুষের বিরুদ্ধে।
কারণ, সৃষ্টির সেরা জীব মানুষই তাদের আবাসস্থল নষ্ট করে ফেলছে, দিনকে দিন। তারা যে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতো, সেই পোকামাকড় মানুষের ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় বংশবৃদ্ধি করতে অপারগ। ইকোসিস্টেম বলতে একটা কথা আছে৷
ধূসর রঙা যে কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি, সেই কাকও এখন সংখ্যায় কম৷ একটা সময় ছিলো যখন তাদেরই কোনো স্বজাতি কোথাও আটকা পড়লে চারদিক কা কা কা 'র জয়ধ্বনি উঠে যেতো৷ কিন্তু এখন আর তা শুনতে পাইনা৷ এর মূল কারণ, তাদের বংশ বৃদ্ধির স্থান মানুষ জব্দ করেছে। নেই বাশঝাড়, হারিয়ে যাচ্ছে বকও৷
বিদ্যুৎ বিভাগের বেখেয়ালে আমাদের বাসার সামনের বৈদ্যুতিক খুঁটিতে বসে বহু পাখি জীবন হারিয়েছে৷ বিভিন্ন দরবার ঘুরেও আমি এর প্রতিকার পাইনি৷ তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন বহুবার। মানুষ মারা যদি হত্যাকান্ড হয়ে থাকে তবে পাখি মারা কেনো নয়....?
কয়েকদিন আগে দেখলাম কয়েকটি বানর এবং হনুমান আমাদের এলাকাসহ আরো কয়েকটি এলাকায় ঘুরে বেড়ালো।