সরলতা মানেই দুর্বলতা

in r2cornell •  last month 

পৃথিবীতে একেকজন মানুষ একেক রকম বৈশিষ্ট্যে বা স্বভাবের হয়ে থাকে আর এই স্বভাবগুলো মানুষ তার পরিবার থেকে পেয়ে থাকে৷ এই স্বভাবগুলো কেউ স্কুল কলেজ থেকে শেখে না। কেউ হয়ত একটু চালাক, আবার কেউ সরল প্রকৃতির হয়ে থাকে । কে কেমন হবে এটা সম্পূর্ণ তার ও পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScK9XaEPsq8pVSATnsv4KZ75y6GfMnmX7x7icpZ9ncJXLQehtQAJdPrtHLpJhP7NbD35nKXDWwKDqoPvqgFdWDESA92xqVX944UY6fvqiGpW.jpegsource

আমরা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা তার বিচার করি। যে হয়ত একটু সরল তাকে সকলে ঠকানোর জন্য ব্যস্ত থাকে। সকলে বলে, সরলতার সুযোগ নিয়ে লোকটাকে ঠকানো হয়!

তাই মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, সরলতাই কি দুর্বলতা?
যেটার সুযোগ নিয়ে মানুষকে ঠকানো যায়।

আমরা খেয়াল করলে দেখতে পাই, আমাদের আশেপাশের যেসব পরিবারে দুই বা ততোধিক ভাই রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেসব পরিবারের টাকা, পয়সা বা সম্পত্তি নিয়ে বিবাদ দেখা যায়।

LcTxR7u1XKaa3e4T1EBuBP18JezPvjFFo8gNuE9CiKHBn5JaGCsJYk4rL7mryNdNcPKeZhfKEsT19LEreeRd6f1EDwfDfGQgaQrJy7gACZtJ84sWD6uCHdzgjSP3gYowhdjM6HQD8uboEVnC8ZVvVbw8A.jpegsource

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qfV16kujVjxdJ5cKk4jLRi5PSjX8P8LD5a7WLeuLPyoiRWA8bAu9x2yu6kYf5mZPPP5SQNNbLebWEAtX2gaVwd8HHMNUf7SxMaV2XESho91bxg6.jpegsource

ভাইদের মধ্যে যে ভাই একটু সহজ - সরল অধিকাংশ ক্ষেত্রে অন্য ভাই তাকে ঠকায়। এমন ঘটনা আমি বহুবার দেখেছি। হয়ত কিছু কিছু মানুষ সরল মানুষগুলোকে বোকা মনে করে।

পৃথিবীতে সরল মানুষগুলো বরাবরই ঠকে এসেছে। আমি মনে করি, সরলতা ঈশ্বরের দান৷ যেটা সবার মধ্যে থাকে না।

মানুষ সৃষ্টির সেরা জীব হলেও পৃথিবীতে সকল প্রকার পশু পাখির মধ্যেই সরল ভাবটা বেশি থাকে আর এই পশুপাখিগুলো সব থেকে নিষ্পাপ হয়ে থাকে। কেউ চাইলেই সরল হতে পারে না।

সরলতা দুর্বলতা নয় বরং সেটা নিজের শক্তির জায়গা। সকলে অতি চালাক প্রকৃতির মানুষের তুলনায় সেই মানুষগুলোকে অনেক বেশি পছন্দ করে যাদের মনে কোনো প্যাচ থাকে না।

তাহলে কেন সরল মানুষগুলোর প্রতি সবাই আধিপত্য বিস্তার করার চেষ্টা করে বা ঠকানোর চেষ্টা করে।

তাই আমি মনে করি, সত্যের পথে থেকে অন্যের ক্ষতি করার মানসিকতা না রেখে সরল হওয়াটা কোনো অপরাধ নয় তবে এমন ব্যবহারের পরিচয় দেওয়া উচিত নয় যেটার কারনে লোকজন বোকা মনে করে।

তবে সত্যি বলতে, যে সরল সে চাইলেও তার সরলতা থেকে মুক্তি পেতে পারেন না।

একজন সরল মানুষের প্রধান বৈশিষ্ট্য থাকে সত্য কথা বলা ও অন্যের সাথে প্রতারণা না করার মানসিকতা। সৃষ্টিকর্তা স্বয়ং সত্যবাদিকে ভালোবাসেন এবং তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন।

নিজের স্বভাবের জন্য যদি অন্যের কারো কাছে ঠকে যেতেও হয় তাহলেও সমস্যা নেই কারন আসল পুরস্কার স্বয়ং ঈশ্বরই প্রদান করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!