বহুদিন আগের কথা, কি যেন একটা কাজ করছিলাম,অপরিচিত একটি নাম্বার থেকে কল আসলো।কল ধরতেই ফোনের ওপার প্রান্ত থেকে কাঁদো কাঁদো কন্ঠে এক ভাই বললো, "স্বাধীন ভাই আমি অমুক, আমার এক রিলেটিভের জন্য জরুরিভাবে এক ব্যাগ এবি পজেটিভ ব্লাড লাগবে,আমি একটি মাধ্যমে জানতে পেরেছি আপনি এবি পজিটিভ ব্লাডধারী তাই আপনাকে ফোন দিয়েছি।"
তার কথা শুনে আমি একটু ভরকে গিয়েছিলাম সেদিন।শুধু ভাবছিলাম আমি এবি পজিটিভ ব্লাডধারী সেটা উনি কেমনে জানলো...!ভাবতে ভাবতেই মনে পড়ে গেলো আমাদের এলাকায় একবার ব্লাড টেস্ট ক্যাম্পেয়িং হয়েছিলো,সেই ক্যাম্পেয়িংয়ে আমিও ব্লাড টেস্ট করিয়েছিলাম।হয়তো ওনারাই তাকে জানিয়েছে আমার কথা।যাইহোক, আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে, আমি ব্লাড দিবো। আমার উত্তরে তিনি যেন একটু স্বস্থি ফিরে পেলো।আমাকে রক্তদানের সময় এবং স্থান জানিয়ে দিলেন।
আমি ওনার দেয়া ঠিকানা অনুযায়ী যাচ্ছিলাম আর প্রতিটি কদমে কদমে বুকফর করছিলো।প্রথমবার রক্তদান, এমনটা হওয়ারই কথা৷বুকে সাহস নিয়ে পৌঁছে গেলাম ওই ঠিকানায়।রক্তদানের রুমে ঢুকতেই উনি আমাকে অভিবাদন জানালেন এবং কিছু তরল পানীয় দিলেন পান করার জন্য। রক্তদানের আগে নাকি একটু তরল পানীয় পান করতে হয়।তরল পানীয় পান করা শেষে ওখানকার দায়িত্বে থাকা নার্স আমাকে বেডে শোয়ালো,ভয়ে আমার বুকফর যেন অতি মাত্রায় বেড়ে গেলো,আমি ব্যাপারটা ওনাদের জানালাম,ওনারা আমাকে অভয় দিলেন।বললেন,কোনো ভয় নেই, সামান্য সময়ের ব্যাপার মাত্র।
তারপর ওনারা ব্লাড ব্যাগ বের করলেন, ব্লাড ব্যাগের লম্বা সুচ দেখে আমার হাত-পা কাঁপা শুরু হলো।ওনারা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আবারও অভয় দিয়ে বললেন, ভয় নেই।তারপর ওনারা আমার বাম হাতের কনুইয়ের মোটা রগে লম্বা সুচটা ধুকিয়ে দিলেন।সত্য কথা বলতে,একটুও ব্যাথা পাইনি শুধু পিঁপড়ার কামড়ের মতো কিছু একটা অনুভব করেছিলাম। আমার সব জল্পনা কল্পনা কেটে গেলো, সব ভয় যেন নিমিষেই উধাও,মনে সাহস ফিরে পেলাম।দশ বারো মিনিটেই ব্যাগ ভরে গেলো।সুচটা বের করে নিয়ে আমাকে কিছুক্ষণ ওখানে শুয়ে থেকে বিশ্রাম নিতে বলা হলো।আবারও ফলের জুস দিলেন পান করার জন্য।
রক্তদান শেষে যখন বাসায় আসবো,তখন যিনি আমাকে ফোন দিয়েছিলেন তিনি কি যেনো মুড়িয়ে আমার হাতের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলেন আর বলছিলেন, "এই টাকাগুলো দিয়ে আপনি কিছু ফলমূল কিনে খাবেন আর রিক্সা ভাড়া দিয়ে বাসায় যাবেন"৷ আমি একটু মুচকি হেসে বলেছিলাম, "ধুরু ভাই কি করছেন,এসব লাগবে না, আমি যে রক্তদানের মতো একটি মহৎ কাজে অংশ নিতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি"।আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে এমন কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।
রক্তদান একটি সুন্দর অনুভূতি, যারা সেচ্ছায় রক্তদান করে এব্যাপারটা আসলে তাদেরই অনুভবের বিষয়।সবাইকে রক্তদানে উৎসাহ প্রদান করে আজকের মতো এখানেই শেষ করছি।ধন্যবাদ।