তরবারির আঘাতের থেকে মানুষের কথার আঘাত অনেক তীক্ষ্ণ হয়ে থাকে এই বাক্যটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে ।এই ছোট্ট জীবনে চলার পথে হাজারো অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। সৃষ্টিকর্তা মানবজাতিকে বুদ্ধি, বিবেক, দিয়েছেন । নিজের ভাব প্রকাশ করার জন্য কথা বলার শক্তি দিয়েছেন, যা অন্য কোন প্রাণীকে দেয়নি ।আজ সবদিক থেকে মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু সেই সৃষ্টির সেরা জীবগুলো দিন দিন এতটাই হিংস্র হয়ে যাচ্ছে যা পশুদেরকেও হার মানাচ্ছে।
মানব জাতির একটি পরিচয় হল আমরা সকলে মানুষ । কিন্তু এর ভিতরে নানার রঙের , নানা রূপের, নানা মন মানসিকতার মানুষ বিরাজ করে। মানুষের একটি বিশেষ গুণ হলো কথা বলার শক্তি। এই কথা বলা থেকে মানুষ মানুষকে আপন করে নিতে পারে আবার এই কথার জন্যই মানুষের মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে ।
সৃষ্টিকর্তা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমাদের বাক স্বাধীনতার সঠিক ব্যবহার করছিনা । যখন যা খুশি মনে আসছে তাই বলে দিচ্ছি । কিন্তু আমরা একটুকু ভেবে দেখি না, আমার এই কথা শুনে সেই লোকটা কতটা কষ্ট পাবে , তার কতটা অন্তরে ব্যথা লাগে, অন্তরে দাগ কেটে যায়। এমন কোন কথা বলার আগে একবার হলেও আমাদের বোঝা উচিত ।
হয়তো আপনি কাউকে তরবারি দিয়ে আঘাত করলেন ।তার অনেক রক্তক্ষরণ হচ্ছে , তা সকলে দেখতে পারছে। সঠিক চিকিৎসা করলে সেই রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে এবং তার ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু মানুষের কথার যে তীক্ষ্ণ আঘাত অন্তরে যে ক্ষত সৃষ্টি করে তা তো কেউ দেখতে পারছি না ।সেখান থেকে ঝরঝর করে রক্ত ঝরছে না । শুধু চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে ।
অনেক সময় দেখা যায় সেই কথা গুলো এতটাই তিক্ত হয়ে যায়, এক সময় চোখের পানিও শুকিয়ে যায়। কিন্তু অন্তরের ক্ষত আরো গভীর থেকে গভীর হয় । বেঁচে থাকা অবস্থায় একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে । এ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকেও অনেক ভয়াবহ ।
কথার আঘাত গুলো আরও বেশি ব্যথা দেয় কখন? যখন নিজের আপনজন বা প্রিয়জনের কাছ থেকে সেই আঘাতগুলো পেয়ে থাকে ।আমরা সব সময় দেখে এসেছি, প্রতিবেশী কখনোই আপনাকে তীক্ষ্ণ আঘাত করতে পারবে না । আপনার নিজের আপনজনই আপনাকে যতটা ভালবাসে ঠিক ততটাই আবার আঘাত করতে পারে ।
ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার চেয়ে তরবারির আঘাত পাওয়াটা অনেক সহজ , যা সহ্য করা যায়। বর্তমান পরিস্থিতি মানুষকে আরো রুক্ষ মেজাজের করে দিচ্ছে । মনে হচ্ছে,কারো মনে ভালোবাসা নেই শুধু হিংসা ও প্রতিযোগিতা। সকলে যেন প্রতিযোগিতায় নেমে গেছে, কাকে দমিয়ে কে এগিয়ে যেতে পারবে ।
যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য বাবা-মা, আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে চলে এসেছে। সেই মানুষটির কাছ থেকে যখন অবহেলা পেয়ে থাকে তখন বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে পড়ে। তরবারির আঘাতে হয়তোবা অনেক সময় মৃত্যু হতে পারে, তার কষ্টোটা একবারই শেষ হয়ে যায় । কিন্তু মানুষের কথার আঘাত তাকে ভিতর থেকে দুমড়ে মুছরে একাকার করে দেয় ।
বিশ্বের প্রায় সমগ্র দেশেই যুদ্ধ , হাঙ্গামা, মারামারি, ধ্বংসযজ্ঞ চলছে । আজ আমরা মানুষের প্রতি মানুষ একটু সহানুভূতি দেখাতে পারেনা। আজ আমরা কি পারিনা, সকল দেশের, সকল মানুষ , সকল আত্মীয়-স্বজন মিলে আমাদের দেশ এবং এই বিশ্বটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে ।সবসময় শুধু নিজেদের স্বার্থে কোথায় চিন্তা না করি ।
মানুষের বর্ণ ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে কিন্তু আমরা সকলেই কিন্তু একটি জাতি , মানুষ জাতি। তবে কেন মানুষের জন্য মানুষের একটু দয়া-মায়া. ভালোবাসা, আবেগ কাজ করবেনা। অনেক হল কথা, আজ এখানে বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকুন এবং সকলে সুস্থ থাকুন।