বৃষ্টি আমার পছন্দ

in r2cornell •  25 days ago 

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

আমাদের মধ্যে কমবেশি সকল মানুষই বৃষ্টিকে পছন্দ করে থাকে বৃষ্টির দিনে মন চায় যে বৃষ্টিতে ভিজি। আবার অনেকে রয়েছে বৃষ্টির দিনে ভালোবাসার গল্প পড়তে অনেক পছন্দ করে। মানুষ যেমন ভিন্ন ভিন্ন তাদের চিন্তাভাবনা ও কাজগুলো ভিন্ন ভিন্ন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81CWhU5i2rShn6s5eEnV5m7Ki9QzSwBB44RwUVjgdKCTM9SKfMyH6RZUjsR33EGpictusHpjHiSBUfLqS6CtwfR1Vn6cVC.jpegsource

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JJBgzwQsMNZPdqa95CPuySGdfoQYpYtmQMxmGEit6iVRhNWnwQiLahTD7zg5Z9pVFXaeg7jD8B2ZxWXhjyCWxysce2WDCutr.jpegsource

আমি বৃষ্টি ভালোবাসি। সত্যিই! অনেক ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকেই বৃষ্টির প্রতি আমার বিশেষ এক ধরনের ভালোলাগা ও ভালোবাসা কাজ করছে। বৃষ্টিতে ভিজতে কত শত যে অজুহাত দার করাতাম মায়ের কাছে তার ইয়ত্তা নেই।

দিনশেষ মায়ের হাতে মারও খেতাম। কিন্তু বৃষ্টিতে ভেজার নেশা ঠিক ছাড়তে পারতাম না। বর্তমান সময়ে এসেও বৃষ্টিতে ভিজতে অনেক ইচ্ছে করে।

ইচ্ছে করে সব বাঁধা পেরিয়ে, সব কিছু পাশ কাটিয়ে খোলা আকাশের নিচে, রিমঝিম বৃষ্টির মাঝে নিজেকে সোপে দেই। বৃষ্টিকে মনের সব কথা খুলে বলি।

ব্যস্ততার এই জীবন আর ভালো লাগে না। বৃষ্টি নিশ্চই আমার কথা শুনতো, আমাকে বুজতো এবং ভালো কিছু পরামর্শ আমাকে দিতো। যাইহোক এগুলো আমার কল্পনা।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7PPh99qqCHBCppkZuGt4jzKjbfwzwdYHrPTQJg5N2kZTfTNFoj327vHnQuK9PTZAZwC84At6HiEpzW73RGeDUz7jt.jpegsource

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uqAq5cqEuUF7eoHfWVfQFnnwu1fiUWc6tfaxFEzKucGKCAjnw1am91fPRxobuePu4eyug6zQNdN2LE9iCK4MZh3kwrAB18.jpegsource

কিন্তু বৃষ্টির রিমঝিম শব্দগুলোকে আমি মাঝে মধ্যে মেলানোর চেষ্টা করি। নিজে নিজেই কিছু একটা সুর দিয়ে গুন গুন করে গাইতে থাকি। সব মিলিয়ে বৃষ্টির দিনগুলোতে আমি বেশ রোমাঞ্চিত থাকি এবং বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করি।

বৃষ্টি সবসময় আমার মনে আবেগের সৃষ্টি করে। বিশেষ করে রাতের বৃষ্টি। যখন গভীর ঘুমে সবাই আচ্ছন্ন থাকে ঠিক তখন পুরনো দিনের স্মৃতিগুলো আমাকে এসে নাড়া দেয়। একদিকে বৃষ্টির রিম ঝিম শব্দ অন্যদিকে আমার ভাবনা।

অতীত এসে আমার দুচোখে ধরা দেয়। তখন মিটমিট করে আমিও হাসি। আসলেই আমি এরকম ছিলাম! বর্তমান আর অতীত, আকাশ পাতাল তফাত।

বিশেষ করে কিছু বাক্য মনে পরলে বেশ আনন্দ লাগে। বাক্যগুলো হলো, এই বৃষ্টিতে ভিজিও না, তোমার জ্বর হবে, আর তোমার জ্বর হলে সবথেকে কষ্ট আমার হবে।

বৃষ্টির সাথে আমার বেশ কিছু স্মৃতি রয়েছে যা এখনো মনে পরলে আনন্দ হয় আবার অনেক সময় চোখের কোণে পানি জমা হয়। কেননা প্রথম প্রেমের বিদায় হয়েছিলো এই বৃষ্টির দিনে। বৃষ্টি আর চোখের জ্বল সেদিন এক হয়ে গিয়েছিলো।

সেসব এখন শুধুই স্মৃতি। বৃষ্টিতে আনন্দের স্মৃতি হলো বন্ধুদের সাথে ফুটবল খেলা। খেলা শেষে আম চুরি করা। অর্থ্যাৎ অন্যের আম বাগানে ঢুকে চুপি চুপি আম পেরে আনা।

সেই আমগুলো আবার এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের মাঝে বিলি করা। বৃষ্টির দিনে আরেকটি মজার ঘটনা হলো ভেলায় ভাসা। যেহেতু চারদিক পানিতে পরিপূর্ণ হয়ে যায় সেহেতু আমরা বন্ধুরা মিলে কলা গাছ কেটে ভেলা বানাতাম।

সেই ভেলায় চরে এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেরাতাম। কতই না মজার ছিলো সেই দিনগুলি। সবমিলিয়ে বৃষ্টির দিনগুলোতে মিশে থাকা সব স্মৃতি সত্যি অনেক অনেক মিস করি।

তবে বর্তমান সময়ে বৃষ্টি আমার জীবনে বেশ প্রভাব ফেলছে। বিশেষ করে ছেলেকে কেন্দ্র করে। আমার ছেলের বয়স তিন মাস চলছে। বৃষ্টির এই সময়টায় সে প্রচুর জামা কাপড় নষ্ট করছে। কাপড়গুলো শুকানো বেশ কষ্টকর হচ্ছে আমাদের জন্য।

আবার সে ঘরে থাকতে চায় না। বৃষ্টির মধ্যেও বাইরে বেরুনোর জন্য ছটফট করে। তাছাড়াও আপনারা অনেকেই জানেন আমি ঘুম প্রিয় একজন মানুষ। বৃষ্টির মধ্যে আমার ঘুম একটু বেশি হয়। তাই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না।

মাঝে মধ্যে অফিসে যেতে লেট হচ্ছে আর বসের বকুনি শুনতে হচ্ছে। সব মিলিয়ে একটু ঝামেলায় দিন পার করছি। তবুও বৃষ্টি আমি ভালোবাসি। বৃষ্টির রিমঝিম শব্দকে ভালোবাসি।

আমি চাই বৃষ্টি আমাদের মাঝে থাকুক। আমাদের পৃথিবীকে সবুজে রাঙ্গিয়ে দিক। বৃষ্টিতে ভিজে ঐ তরুনের দল নতুন স্বপ্ন বুনতে শিখুক। ঠিক আমরা যেমনটা বুনেছিলাম।

How are you friends? By God's infinite mercy I am healthy and well. Health is the greatest blessing of Allah Ta'ala. And I am very happy to have this blessing.

Almost all of us love the rain on a rainy day and want to be drenched in the rain. Many people like to read love stories on rainy days. As people are different, their thoughts and actions are different.

i love rain Really! love a lot From that childhood, I have a special love and affection for rain. My mother has no idea how many excuses I made to get wet in the rain.

At the end of the day, I used to beat my mother. But I could not leave the addiction of getting wet in the rain. Even in the present time, I want to get wet in the rain.

Wanting to cross all obstacles, bypass everything, under the open sky, in the middle of the light rain. Tell the rain everything from the heart.

I don't like this busy life anymore. Rain would surely listen to me, understand me and give me some good advice. However, these are my imaginations.

But I sometimes try to match the sound of the rain. I keep singing by myself with some melody. All in all I am quite excited about rainy days and try to enjoy the rain.

Rain always evokes emotion in my mind. Especially the night rain. Just when everyone is in a deep sleep, memories of the old days come and shake me. On one side, the sound of the rim of the rain, on the other side, my thoughts.

The past caught my eyes. Then I smiled too. Indeed I was like that! Present and past, the sky is the difference.

Especially when you remember some sentences, it feels good. The words are, don't get wet in this rain, you will have a fever, and if you have a fever, I will suffer the most.

I have several memories with rain that still make me happy and sometimes bring tears to my eyes. Because the first love parted on this rainy day. The rain and the sparkle of the eyes were one that day.

They are just memories now. Happy memories in the rain are playing football with friends. Steal the mango at the end of the game. In other words, entering other's mango garden and secretly fetching mangoes.

Those mangoes are again distributed among the small children of the area. Another fun activity on rainy days is rafting. Since all sides were filled with water, we friends used to cut banana trees and make rafts.

I used to run from Agram to Ogram on that raft. What fun those days were. All in all, I really miss all the memories of rainy days.

But currently the rain is affecting my life quite a bit. Especially the boy. My son is three months old. He is wasting a lot of clothes during this rainy season. It is very difficult for us to dry the clothes.

Again he does not want to stay at home. Scrambling to get out in the rain. Besides, many of you know that I am a sleepy person. I sleep a little more in the rain. So I don't want to get out of bed.

Sometimes getting late to the office and listening to the boss's nagging. All in all, I'm having a bit of trouble. Still I love the rain. Love the sound of the rain.

I want the rain to be between us. Make our world green. Let the group of young people wet in the rain learn to weave new dreams. Just as we weaved.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!