হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকটা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও সৃষ্টিকর্তা রহমতে এখনো সুস্থ আছি ভালো আছি।
মানুষ কখনো একা বসবাস করতে পারে না জীবনে একজন সঙ্গে অবশ্যই প্রয়োজন। আর যখন মানুষ একাকীত্ব থাকে তখন তার মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলে আসে। আর এই চিন্তা হয়না মানুষকে অনেক সময় অনেক খারাপ চিন্তার দিকে ধাবিত করে এতে করে একজন মানুষ খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায় আবার অনেকেই নেশার কাছেও যুক্ত হয়।
টাকা ছাড়া দুনিয়া অচল হয়ে যায় তা সঠিক ।তবে সংসারে যদি টাকার অভাব থাকে তা দুজনে পরিশ্রম , চেষ্টা ও তাদের ভালোবাসা দিয়ে টাকার অভাব মিটিয়ে নিতে পারে । কিন্তু সংসারে যদি ভালোবাসার অভাব থাকে সেই সংসার টিকিয়ে রাখা যায় না।
আমরা যদি পেছনের ফেলে আসা দিনগুলোর কথা একবার ভেবে দেখি, সেখানে আমাদের দাদা-দাদির অনেক সন্তান ছিল । কারো ৮-১০ জন, কারো হয়তো ১২ জন অথবা তার থেকেও বেশিও ছিল । টাকার অভাবে অনেককে পড়াশোনা করাতে পারেনি। তারপরও তাদের মনে একটা সুখ ছিল । একে অন্যের প্রতি মধুর মায়ার বন্ধনে আবদ্ধ ছিল ।
আমাদের এই আধুনিক সমাজে হয়তো অনেকের টাকার অভাব নেই , তাদের সন্তানও কম এবং সন্তানকে অনেক বড় বড় ডিগ্রী নিতে সাহায্য করেছেন । হয়তো সন্তানের পিছনে অনেক অর্থ ব্যয় করেছে। তারপরও সেই পরিবার কি সম্পূর্ণ সুখী হতে পারছেনা । অনেকেই ভালো নেই বা তাদের সম্পর্কটা ভালো যাচ্ছেনা।
আমরা ছোটবেলা ভাবতাম, বাবা কখন ছুটি পাবে, কখন মামা বাড়িতে যাবে। আবার মামা বাড়ি থেকে আমাদের বেড়াতে আসার জন্য বলতেন। কবে ঈদের ছুটি আসবে বা কবে পূজার ছুটি আসবে এবং কবে মামা বাড়িতে যাব। সে একটা অন্যরকম আনন্দ ছিল। বর্তমান সময়ে পূজার ছুটি হোক বা ঈদের ছুটি হোক এখন আর কোথাও যেতে অতটা ভালো লাগেনা ।কারণ মামা বাড়িতে সেই আগের মত আনন্দটা এখন আর পাওয়া যাচ্ছে না ।আপনজনের কাছে যাব, কিছু সময় থাকবো ,সেই যে একটা আন্তরিকতা তা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে ।
বর্তমান সময়ে সুখ পাখিটা কোথায় যেন হারিয়ে গেছে । সুখের সন্ধানে মানুষ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছে ।যারা গরিব বা দিন আনে দিন খাচ্ছে , তাদের হয়তো অনেক টাকা নেই ,পোশাক নেই ,তিনবেলা ভালো করে খেতে পারেন। তাদের টাকার অভাবে সুখ নেই।
আবার অনেক ধনী ব্যক্তি, যাদের অনেক টাকা আছে। তারপরেও তাদের মন ভালো নেই ,তাদের সুখ নেই। তারা সব সময় টাকার পিছনে ঘুরতে ঘুরতে পরিবারকে সময় দিতে পারছে না ।এমনকি সেই টাকা কোথায় রাখবে, কোথায় বিনিয়োগ করলে আরো টাকা বৃদ্ধি পাবে সেই চিন্তায় রাত্রে ঘুম হচ্ছে না। বর্তমান সময়ে ধনী-গরীব কেউ সুখে নেই । সবাই যেন দিন দিন একাকীত্বে ভুগছে। মানুষিক দুচিন্তা বেড়েই যাচ্ছে ।
দিন দিন লোভ-লালসার জন্য দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। মানুষ টাকার পাহাড় গড়ে তুলেছে ।তবুও মানুষের মন থেকে মায়া, মমতা, দায়িত্ব-কর্তব্য এবং ভ্রাতৃত্ববোধ সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে ।এখন সকলে একা থাকতে বেশি ভালোবাসে। মোবাইল নামক এই ডিভাইসটির মাধ্যমে মানুষ নিজেকে আরও একা করে নিয়েছে। এমনকি একই ছাদের নিচে থাকা মানুষগুলোর সাথেও ততটা সম্পর্ক নেই যতটা তার হাতের ডিভাইসটির সাথে সম্পর্ক রয়েছে।
আমি ভেবেছিলাম যে পরিবারে অর্থ সম্পদ বেশি থাকে সেই পরিবারের মনে হয় অনেক সুখ থাকে । আসলে আমার এই ধারণাটা একদমই ভুল প্রমাণিত হল। গরিবের হয়তো টাকা-পয়সা নেই সেজন্য তাদের অনেক কষ্ট কিন্তু যদি দুজনের প্রতি ভালোবাসা থাকে তখন একজন অন্যজনকে ছেড়ে যাওয়ার কথা সহজে ভাবেননা।
বর্তমান সমাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চিন্তা করার থেকে বিবাহ বিচ্ছেদ ঘটনার চিন্তা মানুষ বেশি করছে। মানুষ সবসময় নিজের সুখটাকে বেশি দেখছে । মানুষ কারো প্রতি একটুকু সহানুভূতিটা দেখাতেও রাজি হচ্ছে না। অনেক টাকা আছে কিন্তু সুখ পাখিটা নেই ।
আমরা সব সময় স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত হয় সেটা দেখেছি কিন্তু বর্তমানে সমাজে যে একটি পরিবারে স্ত্রী দ্বারা স্বামীও যে মানসিক নির্যাতনের শিকার হয় । স্বামী-স্ত্রী দুজনে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং দুজনেই ভালো প্রতিষ্ঠানে কর্মরত আছে। কর্মক্ষেত্রে হয়তো তারা দুজন ভালো কর্মকর্তা কিন্তু পরিবার পরিচালনার ক্ষেত্রে তারা দুজনেই ব্যার্থ ।
প্রতিনিয়ত স্বামী মানসিকভাবে ভেঙ্গে পরছে ।তার বাবা-মা, ভাই-বোনের সাথে সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হয়েছে । ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর বিশাল নাটক করছে । এই একাকীত্ব তাকে দিন দিন মানষিক ভাবে অসুস্থ করে তোলছে ।
এগুলো তার সন্তানদের উপরে কেমন প্রভাব ফেলবে তা আমরা সকলেই বুঝতে পারছি ।মানুষ একা একা কতদিন বেঁচে থাকতে পারে ।সারা বিশ্বে এই একাকিত্বের রোগ বৃদ্ধি পাচ্ছে । মানুষ যত শিক্ষিত হচ্ছে তত একাকীত্ব বাড়ছে। এই মানসিক রোগগুলো সেই সোনালী দিনগুলো কেড়ে নিচ্ছে । এর পরিণতি খুবই ভবন হতে পারে তাই প্রয়োজন হলে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এবং এ থেকে বেরিয়ে আসা উচিত।
Hello friends how are you I hope everyone is very well and healthy I am also still healthy by the grace of God I am fine.
People can never live alone, a companion is definitely needed in life. And when a person is lonely, many thoughts come to him. And this thought often leads people to many bad thoughts, thus a person indulges in bad deeds and many people also get involved in addiction.
It is true that the world stops moving without money. However, if there is a lack of money in the world, both of them can overcome the lack of money with hard work, effort and their love. But if there is lack of love in the family, the family cannot be sustained.
If we think back to the days left behind, there were many children of our grandparents. Some had 8-10 people, some maybe 12 or even more. Many could not study due to lack of money. Still, there was a happiness in their hearts. They were bound by the bond of sweet love for each other.
In this modern society of ours, many people may not lack money, they have less children and have helped their children to get major degrees. Maybe spent a lot of money on the child. Still, that family can't be completely happy. Many are not well or their relationship is not going well.
As children, we used to wonder when father would get leave, when uncle would go home. Again, uncle used to ask us to visit from home. When will the Eid holiday come or when will the Puja holiday come and when will uncle go home. It was a different kind of joy. Nowadays, whether it is Puja holiday or Eid holiday, I don't feel like going anywhere anymore. Because I can't find the same joy at my uncle's house anymore. I will go to your place, stay for some time, that sincerity is fading day by day.
Day by day corruption is increasing due to greed. People have built a mountain of money. However, love, compassion, responsibility and brotherhood are disappearing from people's minds. Now everyone loves to be alone. People have made themselves more alone through this device called mobile. Even the people under the same roof don't have as much to do with the device in his hand.
I thought that families with more money seemed to have more happiness. Actually, this idea of mine proved to be completely wrong. The poor may not have money, so they suffer a lot, but if there is love for each other, then one does not think of leaving the other easily.
In today's society, people are thinking about divorce more than thinking about getting married. People are always looking for their own happiness. People refuse to show even an iota of sympathy to anyone. There is a lot of money but there is no bird of happiness.
We have always seen that the wife is abused by the husband, but in today's society, the husband is also subjected to emotional abuse by the wife. Both husband and wife are highly educated and both are working in good institutions. They may be good officers at work but they both fail when it comes to family management.
Constantly the husband is breaking down mentally. He is forced to break the relationship with his parents, brothers and sisters. The wife is making a big drama about small things. This loneliness is making him mentally sick day by day.
We all understand how these will affect their children. How long can a person live alone. This disease of loneliness is increasing all over the world. Loneliness is increasing as people become educated. These mental illnesses are taking away those golden days. Its consequences can be very serious so if necessary seek medical help and get out of it