মা বাবার ভালো বাসা

in r2cornell •  18 days ago 

আমাদের সবার উচিত মা বাবার প্রতি দায়িত্বশীল হওয়া। কেননা, এই মা বাবার জন্য আমার জন্ম নি হয়েছি, এই পৃথিবীতে এসেছি। এই মা, বাবা, আমাদের জন্মের পর থেকে কত কষ্ট করে বড় করেছে , তাই আমাদের সবার উচিত মা-বাবার প্রতি উদার হওয়া, দায়িত্বশীল হওয়া, তাদের খোঁজ খবর নেওয়া। মাঝে, মাঝে আমরা হয়তোবা ভুলে যাই, যে মা-বাবা আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছিল। আমাদের পড়াশোনা করেছিল, এত বড় করেছে । আজকে আমরা এত বড় মানুষ হয়েছি, এত ভালো চাকরি করি , এত টাকাও উপার্জন করি। কিন্তু মা-বাবার প্রতি দায়িত্বশীল না।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzwGvVm9tDiWWR7n5uyCjCX1MsyVqrYLNxGpiY72JZB4EZRyDm9jzfVDQzExq4KGG84wRST9kLvJT5GCht.jpegsource

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo146e6t2QD5r35hUhzJPepkRzQRRF1jX3tC8RckiKbxJGJe2BmAMRLWrQrBddp8JkHJLfEJx25K82Cbcr2.jpegsource

এই পৃথিবীর বুকে, এই ভদ্র সমাজে আপনার আশেপাশে অনেক মানুষ রয়েছে। যারা মা-বাবার প্রতি একটুকু খেয়াল রাখে না। সন্তান যখন অনেক স্টাবলিস্ট হয়ে যায়, তখন তারা মা-বাবার কাছ থেকে দূরে থাকে, বউ বাচ্চা নিয়ে বসবাস করে। তাদের সন্তানের জন্য তারাও অনেক কষ্ট করে, সন্তান বড় করার জন্য লড়াই করে যায় সারাটা জীবন।

এই ভদ্র সমাজের মানুষগুলোকে আপনি কিছু বলতে পারবেন না, কেননা তারা আপনার থেকে অনেক জ্ঞানী । তাদের অনেক বড়, বড় ডিগ্রী ও আছে, কিন্তু তাদের মা, বাবা থাকে বৃদ্ধাশ্রম ।

এই ভদ্রলোক আবার মাঝে,মাঝে আপনাকে জ্ঞানের কথা বলবে। আপনাকে বলবে এটা করো না, ওটা করো ইত্যাদি। আমার মতে এই সব লোক থেকে দূরে থাকাটাই উত্তম, যে নিজের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, নিজের মা-বাবার খোঁজ খবর নেয় না। আবার সে বড় বড় লেকচার দেয়!

আবার এই ভদ্রলোকের স্ত্রী বা ভদ্রলোক আশায় থাকে। তার সন্তান তাদেরকে অনেক ভালোবাসবে, তারা যখন বৃদ্ধ হবে, তখন তাদের সন্তান তাদেরকে অনেক খেয়াল রাখবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরেই তো পরিবর্তন আসবে। এই ভদ্র সমাজের মানুষগুলো এটাই ভুলে যায় মাঝে, মাঝে। তারাও কোনদিন মা-বাবা হবে তারাও বৃদ্ধ হবে।

আমাদের সবার উচিত বাবা, মায়ের প্রতি উদার হওয়া এবং তাদের সব সময় খেয়াল রাখা। তারা যেন আমাদের কোন কথা কষ্ট না পায়, ওই দিকে লক্ষ্য রাখা। কেননা আমরা সবাই এই পৃথিবীতে চিরস্থায়ী না, সবাই একদিন চলে যাব, সবাই একদিন বৃদ্ধ হবো

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!