শিক্ষার জন্য শিক্ষক দরকার

in r2cornell •  24 days ago 

আমরা কোন ব্যক্তি কখনো একা একা শিক্ষা গ্রহণ করতে পারি না আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য একজন শিক্ষক নিশ্চিত দরকার। শিক্ষক ছাড়া কেউ কখনো বড় হতে পারে না আর শিক্ষিত হতে পারে না এর চেয়ে শিক্ষকের মাধ্যমে একজন ছাত্র মেধাবী ও স্বীকৃত হয়ে ওঠে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rZznXGcAB9wtq7b7o2FkinVo79oEjoHM25kQx4G9xyE6Ft7UrANvh5yRmrRoiz7JiLN1jPCjk9FPbL3emZB3ZtoCn27k9YiHLPrV7TCepryXRJW.jpegsource

BgxWBRxjvNhnbM9DiyHtCptYaDNF3xx85r8if8spuMjfmbQVsZ1tMkLKAZ8hoKbounDenpisV6uY6ntcAHD82qVpcv8qX9cL4oUUVLKgWng2BhPtWaN5w7Zx1ix1cQ6wLekfnBYVAdhxUb5NhVYnq8mF5qg6RGEAyFEQN8KZypkq4Qv.jpegsource

প্রত্যেকেই জন্মের পর থেকে শিক্ষকের কাছ থেকে নিজের পুঁথিগত বিদ্যার্জন শুরু করেন। আমাদের জীবনের শিক্ষার হাতে খড়ি হয় পরিবার থেকে আর তারপরের ধাপগুলো অতিবাহিত হয় শিক্ষকের হাত ধরে।

pexels-photo-8171195.jpegsource

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPhoc1jG312C4bbSVPUxCD6eheBe6WArQZRjtcGM4pgsqnQRe67LqG9Fph97t3UVCfvNy5iSsNwZ9wmjtarYS5KRbCX3CbHwbU.jpegsource

শিক্ষা যে শুধুমাত্র পাঠ্য বইয়ে মধ্যে সীমাবদ্ধ তেমন টা নয়। আমাদের স্বভাব, নৈতিকতা সবই শিক্ষার মধ্যে অন্তর্গত। আচরণগত ও নৈতিকতার শিক্ষা শুধু পরিবার থেকে নয় বরং সমগ্র শিক্ষা জীবন থেকে অর্থাৎ শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকি।

তবে কষ্ট লাগে, খারাপ লাগে যখন আমরা সেই শিক্ষককে উপযুক্ত সম্মান দিতে পারি না। তাদের প্রাপ্য সম্মান না দিলে তাতে তাদের সম্মান কমে যায় না বরং সেটা আমাদেরই অপূর্ণ জ্ঞানের পরিচয় বহন করে।

সর্বপ্রথম আমার শিক্ষা জীবন যার কাছে শুরু হয়েছিলো, সে আজ নেই আমাদের মাঝে। অনেক আগেই সকলকে ছেড়ে চলে গেছে।

তবে পরবর্তীতে যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, সব সময় চেষ্টা করি তাদের সম্মান দেওয়া। তাদের অসম্মান হোক এমন কোনো ব্যবহার তাদের সাথে করি না।

রাস্তা - ঘাটে যেখানেই তাদের সাথে দেখা হোক না কেন তাদের প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেই। হয়ত তাদের কাছ থেকে শিক্ষাজীবন শেষ হয়েছে তবে তাদের আশীর্বাদ সারাজীবন কাজে লাগবে চলার পথে।

আমি মনে করি, তাদের যদি কোনো কারনে অসম্মান করা হয় তাহলে তাদের দেওয়া শিক্ষা আমার কোনো কাজেই আসবে না আর তাছাড়া তারা তো আমাকে এই শিক্ষা দেয় নি কখনও!

তবে দেখতে খারাপ লাগে এবং ভাবতে অবাক লাগে, এখনকার সময়ে অনেক বাবা মা ই শিক্ষকদের উচিত সম্মান দেওয়ার শিক্ষা দিতে পারেন না তার সন্তানকে।

এখন সচারাচর একটা বিষয় চোখে পড়ে, স্কুলে যদি শিক্ষকরা ছেলে মেয়েকে শাসন করে তাহলে তাদের বাবা মা আবার সেই শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কেন তাদের সন্তানের গায়ে হাত তোলা হলো বা শাসন করা হলো?

আদৌও কোন শিক্ষা লাভের জন্য এই বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠায় জানি না। হয়ত তারা মনে করেন, শিক্ষা কেবল পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ।

আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে ভর্তি করিয়ে, বাবা - মা শিক্ষকদের বলেছিলো - আপনাদের হাতে তুলে দিলাম আপনারা যেটা ভালো মনে করেন করবেন কখনও কৈফিয়ত চাইতে আসবো না।

তাই পড়া না হলে বা অন্য কারনে স্যার যদি কখনও শাসন করতো তাহলে বাড়ি এসে সেটা বলার সাহস পাই নি কারন আমি জানতাম বাড়িতে যদি বলি তাহলে বাবার কাছে আবারও বকা শুনতে হবে।

আমার বাবা সরাসরি আমাকে বলতো- যদি কোনোদিন স্যার আমাকে বকাবকি করে বা মারে সেটার জন্য আমি নিজেই দায়ি। আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি আর পড়া করিনি এজন্যই স্যার আমাকে মেরেছে তাই সেই কথা বাড়িতে বলে কোনো লাভ নেই।

ছোটবেলায় পড়া না করার কারনে তো স্কুলে অনেক মার খেয়েছি তবে যেদিন মার খেতাম সেদিন বাড়িতে ঢুকতে ভয় পেতাম কারন যদি স্যার বাবাকে বলে দেয় তাহলে বাড়িতে এসে আবারও বকা শুনবো।

তবে এখন? এখন পড়া না করে গেলে স্যাররা যদি শাসন করে তাহলে বাবা মা সন্তানকে শাসন না করে উল্টো স্যারের উপরই রাগারাগি করে।

স্কুল- কলেজে গেলে হয়ত পুঁথিগত বিদ্যা অর্জন করা যায় তবে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে পারিবারিক শিক্ষা প্রয়োজন।

We as individuals can never learn alone we definitely need a teacher to teach us. One can never grow up and be educated without a teacher rather a student becomes brilliant and recognized through a teacher.

Everyone begins his spiritual education from a teacher from birth. The chalk in the hands of our life's education comes from the family and the subsequent steps are passed by the hands of the teacher.

Education is not limited to text books only. Our nature, morals all belong in education. We get behavioral and moral education not only from the family but also from the entire educational life i.e. from the teacher.

But it hurts, it feels bad when we cannot give due respect to that teacher. Not giving them the respect they deserve does not detract from their respect but rather shows our own imperfect knowledge.

The person who first started my education is no longer with us. Left everyone long ago.

But later, I always try to respect those from whom I have learned. I do not treat them in any way that disrespects them.

There is no blessing from them by bowing to them wherever they are met on the streets. Education may be over from them but their blessings will be useful throughout life.

I think, if they are disrespected for any reason, then the education they gave me will not be of any use to me, and besides, they never gave me this education!

But it's sad and surprising to think that many parents these days can't teach their children to respect their teachers.

Now usually one thing is seen, if the teachers discipline the boys and girls in the school, then their parents go to the teacher again and ask why their child was raised or disciplined?

I don't know if these parents send their children to school to get any education at all. Maybe they think that education is only limited to text books.

I clearly remember, when I was admitted to school when I was young, my parents told the teachers - I leave it to you to do what you think is best, I will never come to ask for forgiveness.

So, if sir disciplined me for not studying or for some other reason, I didn't have the courage to say it when I came home because I knew that if I said it at home, I would have to listen to my father again.

My father used to directly tell me - if ever sir scolds or beats me, I am responsible for it. I must have committed some crime and didn't study that's why sir killed me so there's no use saying that at home.

I was beaten a lot in school because I did not study when I was a child, but on the day I was beaten, I was afraid to enter the house because if sir told my father, then I would hear the abuse again when I came home.

But now? Now, if the teachers discipline the children if they don't study, then instead of disciplining the children, the parents are angry with the teachers.

If you go to school and college, you can acquire knowledge but you cannot become a real human being. Family education is necessary to become a real person.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!