মৃত্যু

in r2cornell •  11 days ago 

মৃত্যুর মতো সুন্দর, পবিত্র এবং সুন্দর সত্য জীবনের আর কিছু হতে পারে না। জীবনের মর্ম সবাই তখনই অনুভব করতে পারে যখন তার কাছে মৃত্যুর মর্ম স্পষ্ট থাকে। আমাদের সকলেরই জীবনে অনেক বেশি আপনজন কেউ না কেউ থাকে।

তাদের ভিতর যদি কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন যে দুঃখ বা কষ্টটা আমরা অনুভব করি এমনটা মনে হয় যেন আমাদের জীবনে আর কখনোই আসতে পারে না। আমরা কখনোই চাই না আমরা আমাদের প্রিয় মানুষদের হারাতে কিন্তু কিছুই চিরস্থায়ী নয়৷

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14afVmjh6uwd2HJd3RhRLGoaJGptLLoNqCpmhXsSHkNRh4VpZ4Mua1r7TJL2EDWgYY39oGmxSwyhWkbPU.jpegsource

এক না এক দিন আমাদের সব কিছুই ছেড়ে চলে যেতে হয়৷ সেটা হোক কোনো বস্তু অথবা কোনো মানুষ। আমাদের সব থেকে পছন্দের জামাটা যেমন একদিন ছোট হয়ে যায় ঠিক তেমনই আমাদের সবথেকে কাছের মানুষটাও একদিন আমাদের ছেড়ে চলে যায়। যেতে হয় আমাদের সবার। ঐযে একটা কথা আছে না, পুরাতনরা না গেলে নতুনদের আসার সুযোগ হয় না। তাই যেতে না চাইলেও চলে যেতে হয়।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1VzA9jYd3qswoWzWD2cLQXD73iRmCPRRXW199WzZN8QhLjsCTcU8MuyD2wBmpXsQgSf6J44mphQEaPv7x.jpegsource

উর্মি বাবাকে সবার থেকে বেশি ভালোবাসতো। তার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন এক এক দিন উর্মির মনে হতো সে হয়তো তার বাবাকে ছেড়ে একটা দিনও থাকতে পারবে না। কিন্তু এইদেখো পনেরো বছর হয়ে গেছে তার বাবা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে।

উর্মি তখন খুব ছোট যখন তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। তার বাবার পর তার বড় ভাই তাদের পরিবারের সব দিক আগলে রেখেছে। তার বড় চাচারা ও তাদের অনেকটা সাহায্য করেছে তাদের সঠিক ভবে জীবনযাপন করার জন্য।

উর্মির যখন সাত বছর বয়স তখন সে তার বাবাকে হারিয়েছে। উর্মির কাছে তার সব থেকে কাছের মানুষ ছিল তার বাবা। উর্মির এখন অনেক কথাই মনে পড়ে যেগুলি তার বাবা তকে বলে গিয়েছিল।

উর্মির নিজের একটি ছোট লাইব্রেরি ছিল।কারণ তার বাবার অনেক ইচ্ছা ছিল তাদের দুজনের একটা লাইব্রেরি থাকবে। তার বাবা তাকে সবসময় বলতো বই কিনলে কেউ কোনো দিন গরিব হয় না। কিন্তু অনেক প্রতিকূল অবস্থাতে ও উর্মি বই কিনতো এবং সেই বই পড়তো আর তার বাবাকে উৎসর্গ করতো। পড়া শেষে তার বই গুলো যেকোনো একটা বুকসেল্ফে রেখে দিত।

আজ উর্মির বিয়ে। তার পরিবার থেকে পছন্দ করেই তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তার হবু বরের কাছে তার একটাই আবদার ছিল,সে যেন তার বাড়ির মতো নতুন বাড়িতেও একটা লাইব্রেরি করে দেয়৷ উর্মির কাবিননামাতে সে তার কাবিন হিসেবে তার বরের কাছ থেকে একটা এক হাজার টাকার একটা বই দাবি করেছিল। এবং সেই বই গুলো উর্মির বর তাকে কিনে এনে দিয়েছিল যে গুলো উর্মি তাকে কিনতে বলেছিল।

উর্মি তার বাবার কথা মতো অনেক পুরাতন বইও কনেছিল। আজ যেমন উর্মির জীবনের সবথেকে খুশির দিন,ঠিক তেমনই আজ তার সবথেকে কষ্টের দিন৷ এত আনন্দের দিন ও আজ তার কাছের মানুষটা তার কাছে নেই। তবে সে মনে করে তার বাবা যেখনেই থাকে না কেন সবসময় তার কাছেই আছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!