আমার পরিচিত এক ভাই, সে আর দশ জনের মত স্বাভাবিক নয়, মুখ বধির আমাদের ভাষায় আমরা যাকে বলি বোবা। সে সব দেখে এবং বোঝে কিন্তু তার সাথে আমাদের মুল পার্থক্য হলো সে কথা বলতে পারেনা। তার এমন প্রতিবন্ধকতাও তার দক্ষতাকে আটকাতে পারেনি কোনোভাবেই। সে আমার এলাকার একটি সুনামধন্য রেস্টুরেন্টে রান্নাবান্নার কাজ করে, তার রান্না করা খাবারের স্বাদের কারণেই রেস্টুরেন্টটি বহুল পরিচিত।
তার দৈনিক ইনকাম একজন সরকারি কর্মচারীর থেকে কোনো অংশে কম নয়৷ এমন একজন মানুষ যদি তার দক্ষতার দ্বারা নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে সমাজের সামনে উপস্থাপন করতে পারে কিন্তু আমরা সব দিক দিয়েই সুস্থ মানুষ, অথচ.......!
বুদ্ধির দাম না থাকলেও দক্ষতার দাম সবসময়৷
আমরা শুধুই নিজেদেরকে শিক্ষিত করতে ব্যস্ত, কিন্তু কতজন দক্ষতাকে লালন করি.....? কতিপয় কিছু সংখ্যক মাত্র। যারা দক্ষতাকে লালন করে তারা অর্জিত দক্ষতার জোড়ে জড়িয়ে যায় যেকোনো কাজে আর অদক্ষদের নামে বেকারত্বের তালিকা ভরিয়ে ফেলি, নিজেদের দায় চাপিয়ে দেই দেশীয় সিস্টেমের উপর৷
এখনকার দিনের শিক্ষা ব্যবস্থারও খানিকটা মেরামত করা প্রয়োজন৷ পুঁথিগতবিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষা চালু করা এখন সময়ের দাবি৷ আরেকটি বিষয়, কর্মবিমুখতা কিংবা বেকারত্বের দ্বায় আমাদের পরিবারগুলো কোনোভাবেই এড়াতে পারে না। তারা শুধুই পুঁথিগত বিদ্যা অর্জনে উৎসাহ প্রদান করে কিন্তু পড়াশোনা শেষে যে কর্মস্থানে যোগদান করতে দক্ষতার প্রয়োজন তা অর্জনে উৎসাহ প্রদানে তারা অক্ষম৷
গতকাল আনুমানিক রাত সাড়ে আটটার পর বিশেষ প্রয়োজনে বাহিরে বের হয়েছিলাম। আমি হাঁটছি, একটি মাঝ বয়সি ছেলে আমার পাশকাটিয়ে চলে গেলো। দেখলাম পিঠে একগাদা বই ভর্তি ব্যাগ ঝুলানো, বইয়ের ভারে নুয়ে পড়েছে খানিকটা। আমি বুঝে নিলাম, সে কোচিং থেকে বাড়ি ফিরছে৷ কিন্তু আমার প্রশ্ন হলো, কি হবে এত পড়া গিলে, যদি সেখানে কর্মজ্ঞান না থাকে।
প্রত্যেকটা প্রতিষ্ঠান দক্ষ লোকের কদর বেশি করে৷ ছোট একটি উদাহরণ দিই চলুন......,
গত ইদের পর আমাদের দেশীয় গার্মেন্টস সেক্টরগুলোতে কর্মী নিয়োগ চলেছিলো৷
সেখানে বেশি শিক্ষিত এবং কম শিক্ষিত উভয় মানুষই ভীড় জমিয়েছিলো। কিন্তু প্রাধান্য পেয়ে শুধু দক্ষরাই, মানে যারা আগে থেকে কাজ জানে। এটাতো বল্লাম শুধু গার্মেন্টস সেক্টরের কথা, বাকি প্রতিষ্ঠানগুলোর ব্যাপার স্যাপার আপনারাই কল্পনা করুন। আমি আগেই বলেছি দক্ষতার মূল্য সার্বজনীন।
বর্তমান বিশ্বে যেকোনো কাজে অসংখ্য প্রতিযোগির সাথে প্রতিযোগিতা করে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। এক্ষেত্রে দক্ষতা আমাকে আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। আর তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের চেষ্টা আমাদের অন্তরে থাকা আবশ্যক।