Why is fasting more important to God? আল্লাহর কাছে রোজার গুরুত্ব বেশি কেন?

in r2cornell •  3 years ago 

ASSALAMUALIKUM OA
ROHMATULL

Hello..!!
My Dear Blurt,
I am @ahik777 from Bangladesh
April 30/ 4 / 2022

Assalamu alaikum come, you are all well, by the grace of God, I am also well. Today I will share with you why fasting is more important to God?

Why is fasting more important to God?

fdg-20220406124321.jpg

source

Ramadan, which brings the message of mercy, forgiveness and salvation, is undoubtedly more dignified than other months. Our life becomes beautiful and enlightened by applying the knowledge acquired in this month to all other months. The importance and virtue of Ramadan in our life as devout Muslims is so much more.

Advertisement

Fasting has different virtues and rewards for every good deed for Allah. By which the great Lord Almighty will reward the executor. But the subject of rosary is quite unique. Because, in addition to Roger's multiple rewards, there is an unparalleled announcement in this regard. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: Every deed of man is increased. A goodness (thawab) is increased from 10 times (especially in the field) to 700 times. Allaah says, ‘But the matter of fasting is different. Because, fasting is for me. So I will pay for it myself. '(Sahih Bukhari: 1894, Sahih Muslim: 1151/164).

As a result of patience in fasting, there is a definite policy for increasing the rewards of all periods except fasting. That is from 810 times to 800 times. This is the general rule. God willing, you can give more than this in special cases. However, the rewards of all periods are usually determined by this principle. But the subject of rosary is unique. Because, there is no definite limit to its reward; Rather, Allah Himself has declared to give its reward. Only he knows how much it will cost. An external cause of the great virtue of fasting may also be that fasting is the result of patience. And for those who are patient, the good news of Allah is, "Those who are patient will be given innumerable rewards." (Surah Jumar: 10).

Worship is for Allah All worship is for Allah. Due to the many specialties of the rosary, only the great Rabbul Alamin has taken it specially for himself and said, ‘The rosary is for me.’ So he will give the reward of the rosary himself. He has given good news to the fasting person that he will give unaccounted for. (Latayef: 16-170).

Advertisement

May Allah grant us the grace to spend every moment of Ramadan in worship. Amen.

আল্লাহর কাছে রোজার গুরুত্ব বেশি কেন?

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সব মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত তাই অনেক বেশি।

Advertisement

রোজা আল্লাহর জন্যপ্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সওয়াব রয়েছে। যা দ্বারা মহান রাব্বুল আলামিন আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র। কারণ, রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি অতুলনীয় ঘোষণা রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি (সওয়াব) ১০ গুণ থেকে (ক্ষেত্র বিশেষে) ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহতায়ালা বলেন, ‘কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন। কারণ, রোজা আমার জন্য। সুতরাং এর প্রতিদান আমি নিজেই প্রদান করব।’ (সহিহ বোখারি : ১৮৯৪, সহিহ মুসলিম : ১১৫১/১৬৪)।

রোজা ধৈর্য্যের ফলস্বরূপরোজা ছাড়া অন্যান্য সব আমলের সওয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। তা হলো—১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত। এটি সাধারণ নিয়ম। আল্লাহতায়ালা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশিও প্রদান করতে পারেন। তবে সাধারণত সব আমলের সওয়াব এ নীতির মাধ্যমেই নির্ণিত হয়। কিন্তু রোজার বিষয়টি স্বতন্ত্র। কারণ, এর সওয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই; বরং আল্লাহতায়ালা নিজে এর সওয়াব প্রদানের ঘোষণা করেছেন। এর পরিমাণ যে কত হবে, তা একমাত্র তিনিই জানেন। রোজার এত বড় ফজিলতের একটি বাহ্যিক কারণ এও হতে পারে যে, রোজা ধৈর্য্যের ফলস্বরূপ। আর ধৈর্যধারণকারীদের জন্য আল্লাহতায়ালার সুসংবাদ হলো, ‘ধৈর্য্য ধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকারী হবে।’ (সুরা যুমার : ১০)।

ইবাদত আল্লাহর জন্যসব ইবাদত আল্লাহর জন্য। রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু একেই মহান রাব্বুল আলামিন নিজের জন্য বিশেষ করে নিয়েছেন এবং বলেছেন, ‘রোজা তো আমারই জন্য।’ তাই রোজার প্রতিদান তিনি নিজেই দান করবেন। বে-হিসাব দান করবেন বলে তিনি রোজাদারকে সুসংবাদ দান করেছেন। (লাতায়িফ : ১৬৮-১৭০)।

Advertisement

আল্লাহতায়ালা আমাদের রমজানের প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আমিন।

source

Thanks for reading my post.
@ahik777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.90 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote