The secret of the spider web!

in r2cornell •  2 years ago 

ASSALAMUALIKUM OA
ROHMATULL
Hello..!!
My Dear Blurt,
I am @ahik777 from Bangladesh

Assalamu Alaikum Asa Kari you all are fine by the grace of Allah I am also fine. Today I will share with you the secret of the spider web!

Let's get started....

The secret of the spider web!

636110953238628120-Yellow-Garden-Spider-0273-70225-1545293264.jpg

Hazrat Muhammad (PBUH) was once going from Mecca to Medina. When he felt the presence of the assailants, he took refuge in a mountain cave. Within a few seconds, he weaves a spider's web around the mouth of the cave and closes the mouth of the cave. When the assailants arrive, they find spider webs spread across the entrance to the cave. They were sure that no one had entered the cave in a day or two. Thinking that they left and he also survived. An ordinary spider's web played a role in saving the life of a great man that day. Another superpower of this net is evidenced by the story of Robert the Bruce's recovery of the kingdom of Scotland. When he was repeatedly defeated by the enemy and became frustrated, he learned perseverance from the success of a tiny spider in weaving a new web that had been torn repeatedly. Finally he was able to free the country from the hands of the enemy. What secrets were hidden in the net? What did a small animal spider teach the king?
What insect is a spider?

Spider is not an insect at all! Insects have six legs, the body is divided into three parts: head, torso and abdomen. But spiders have eight legs. The body is mainly divided into two parts, head and abdomen. These two parts are connected by a very fine part. Also, spiders don't have wings like insects, so they can't fly. However, many insects may or may not have wings. Especially the baby bugs. But insects like spiders cannot weave webs. Therefore, it cannot be assumed that all spiders know how to weave webs.

Is it very easy to recognize spiders?

Most people think that spiders are very easy to identify. Do all the spiders I see around look the same? Same color? Of course not. About 50,000 species of spiders have been identified on earth so far. These spiders belong to a total of 100 families. But all around we see 30 species of spiders. A total of 52 species of spiders have been identified in paddy fields in this country. Almost all spiders benefit humans.

What is the secret of knitting?

Cobweb weaving is also a huge Munsiana job. All spiders have spinning or weaving glands. The spider makes a thread out of it and weaves a web out of the thread. Silk is produced from a type of secretion from the spinning gland. Although different types of yarn are produced from the spinning glands of different spiders, all silks are protein-rich and yarn-like. Spinning glands contain silk sap in the form of a water-soluble liquid. But whenever it comes out or is spun into yarn, it turns into a water-insoluble solid. This silk thread can be compared to fine nylon thread. A spider's silk thread is mainly composed of protein material rich in some amino acids. Especially 50 to 60 percent of the ingredients are amino acids like alanine, glycine, serine etc. Spiders have three pairs of spinnerets at the end of their abdomen for making webs or threads. Anterior, intermediate and posterior spinnerets. They are highly conductive. The juice is secreted from the spinning gland through these spinnerets and yarn is produced.

Hazrat Muhammad (PBUH) was once going from Mecca to Medina. When he felt the presence of the assailants, he took refuge in a mountain cave. Within a few seconds, he weaves a spider's web around the mouth of the cave and closes the mouth of the cave. When the assailants arrive, they find spider webs spread across the entrance to the cave. They were sure that no one had entered the cave in a day or two. Thinking that they left and he also survived. An ordinary spider's web played a role in saving the life of a great man that day. Another superpower of this net is evidenced by the story of Robert the Bruce's recovery of the kingdom of Scotland. When he was repeatedly defeated by the enemy and became frustrated, he learned perseverance from the success of a tiny spider in weaving a new web that had been torn repeatedly. Finally he was able to free the country from the hands of the enemy. What secrets were hidden in the net? What did a small animal spider teach the king?
What insect is a spider?

Spider is not an insect at all! Insects have six legs, the body is divided into three parts: head, torso and abdomen. But spiders have eight legs. The body is mainly divided into two parts, head and abdomen. These two parts are connected by a very fine part. Also, spiders don't have wings like insects, so they can't fly. However, many insects may or may not have wings. Especially the baby bugs. But insects like spiders cannot weave webs. Therefore, it cannot be assumed that all spiders know how to weave webs.

Is it very easy to recognize spiders?

Most people think that spiders are very easy to identify. Do all the spiders I see around look the same? Same color? Of course not. About 50,000 species of spiders have been identified on earth so far. These spiders belong to a total of 100 families. But all around we see 30 species of spiders. A total of 52 species of spiders have been identified in paddy fields in this country. Almost all spiders benefit humans.

What is the secret of knitting?

Cobweb weaving is also a huge Munsiana job. All spiders have spinning or weaving glands. The spider makes a thread out of it and weaves a web out of the thread. Silk is produced from a type of secretion from the spinning gland. Although different types of yarn are produced from the spinning glands of different spiders, all silks are protein-rich and yarn-like. Spinning gland

হযরত মুহাম্মদ (সা.) একবার মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন।তখন আততায়ীদের উপস্থিতি টের পেয়ে তিনি পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নেন। কিছুক্সণের মধ্যেই গুহার মুখে মাকড়সার জাল বুনে সে গুহার মুখ বন্ধ করে দেয়। আততায়ীরা যখন সেখানে উপস্থিত হয় তখন তারা দেখতে পায় গুহার প্রবেশপথে মাকড়সার জাল বিস্তৃত হয়ে আছে। তারা এ দেখে নিশ্চিত হয় যে, দু'একদিনের মধ্যে হয়তো এ গুহার মধ্যে কেউ প্রবেশ করেনি। এই ভেবে তারা চলে যায় এবং তিনিও প্রাণে বেঁচে যান। সাধারণ একটা মাকড়সার জাল-ই কিন্তু সেদিন এক মহামানবের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এ জালের যে অন্য রকম এক মহাশক্তি আছে তার প্রমাণ পাওয়া যায় স্কটল্যান্ডের অধিপতি রবাট ব্রুসের রাজ্য পুনরুদ্ধারের কাহিনী থেকে। শত্রুর হাতে তিনি যখন বারবার পরাজিত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন,তখন এক ক্ষুদ্র মাকড়সার বারবার ছিঁড়ে যাওয়া জাল নতুন করে বোনার সফলতা থেকে তিনি পেয়েছিলেন অধ্যবসায়ের শিক্ষা। অবশেষে তিনি শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হন। কি রহস্য লুকিয়ে ছিল সে জালে? একটি ক্ষুদ্র প্রাণী মাকড়সা কি শিখিয়েছিল রাজাকে?
মাকড়সা কী পোকা?

মাকড়সা আদৌ কোনো পোকা নয়! পোকাদের থাকে ছয় পা, দেহ মাথা, ধড় আর পেট এই তিন অংশে বিভক্ত। কিন্তু মাকড়সার থাকে আট পা। দেহ প্রধানত মাথা আর পেট এই দুই অংশে বিভক্ত। এ দু’টি অংশ খুব সূক্ষ্ম অংশ দ্বারা যুক্ত থাকে। তাছাড়া মাকড়সাদের পোকার মত কোনো পাখা নেই, তাই ওরা উড়তে পারেনা। অবশ্য অনেক পোকারই পাখা থাকে অথবা থাকেও না। বিশেষ করে পোকার বাচ্চাদের। তবে মাকড়সার মতো পোকারা জাল বুনতে পারে না। তাই বলে ভাবা যাবে না যে সব মাকড়সাই জাল বুনতে জানে।

মাকড়সা চেনা কি খুব সহজ?

বেশিরভাগ লোকই মনে করেন মাকড়সা চেনা খুব সহজ। আশেপাশে যেসব মাকড়সা দেখি, সেগুলোর সবই কি দেখতে একই রকম? একই রঙের? নিশ্চয়ই না। পৃথিবীর বুকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রজাতির মাকড়সা সনাক্ত করা হয়েছে। এসব মাকড়সা মোট ১০০টি পরিবারের অন্তর্গত। কিন্তু চারপাশে বড়জোর আমরা ৩০ প্রজাতির মাকড়সার দেখা পাই।এদেশে ধানক্ষেতে মোট ৫২ প্রজাতির মাকড়সাকে সনাক্ত করা হয়েছে। প্রায় সব মাকড়সাই মানুষের উপকার করে।

জাল বোনার রহস্য কী?

মাকড়সার জাল বোনাও একটা বিশাল মুন্সিয়ানার কাজ। সব মাকড়সারই স্পিনিং বা তাঁত গ্রন্থি আছে। মাকড়সা তা দিয়ে সুতা তৈরি ও সে সুতা দিয়ে জাল বোনে। স্পিনিং গ্রন্থি থেকে এক ধরনের নিঃসৃত পদার্থ থেকে রেশম তৈরি হয়। যদিও বিভিন্ন মাকড়সার স্পিনিং গ্রন্থি থেকে বিভিন্ন রকম সুতা উৎপন্ন হয়, তবু সব রেশমই প্রোটিন সমৃদ্ধ ও সুতার মতো। স্পিনিং গ্রন্থির মধ্যে রেশম রস থাকে পানিতে দ্রবণীয় তরল আকারে। কিন্তু যখনই তা বাইরে আসে বা সুতা তৈরি হয়ে যায় তখন তা পানিতে অদ্রবণীয় শক্ত পদার্থে পরিণত হয়। এই রেশম সুতাকে অনেকটা সূক্ষ্ম নাইলন সুতার সঙ্গে তুলনা করা যায়। মাকড়সার এ রেশমি সুতা প্রধানত কিছু এমাইনো এসিড সমৃদ্ধ প্রোটিন উপাদান দ্বারা গঠিত। বিশেষত ৫০ থেকে ৬০ শতাংশ উপাদানই থাকে এলালিন, গ্লাইসিন, সেরিন ইত্যাদি এমাইনো এসিড। জাল বা সুতা তৈরি এজন্য মাকড়সার পেটের শেষ প্রান্তে তিন জোড়া স্পিনারেট থাকে। অগ্রবর্তী, মধ্যবর্তী ও পশ্চাদবর্তী স্পিনারেট। এগুলো অত্যন্ত সঞ্চালন ক্ষমতাসম্পন্ন। স্পিনিং গ্রন্থি থেকে এসব স্পিনারেটের মাধ্যমে রস নিঃসৃত হয়ে সুতা তৈরি হয়।

হযরত মুহাম্মদ (সা.) একবার মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন।তখন আততায়ীদের উপস্থিতি টের পেয়ে তিনি পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নেন। কিছুক্সণের মধ্যেই গুহার মুখে মাকড়সার জাল বুনে সে গুহার মুখ বন্ধ করে দেয়। আততায়ীরা যখন সেখানে উপস্থিত হয় তখন তারা দেখতে পায় গুহার প্রবেশপথে মাকড়সার জাল বিস্তৃত হয়ে আছে। তারা এ দেখে নিশ্চিত হয় যে, দু'একদিনের মধ্যে হয়তো এ গুহার মধ্যে কেউ প্রবেশ করেনি। এই ভেবে তারা চলে যায় এবং তিনিও প্রাণে বেঁচে যান। সাধারণ একটা মাকড়সার জাল-ই কিন্তু সেদিন এক মহামানবের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এ জালের যে অন্য রকম এক মহাশক্তি আছে তার প্রমাণ পাওয়া যায় স্কটল্যান্ডের অধিপতি রবাট ব্রুসের রাজ্য পুনরুদ্ধারের কাহিনী থেকে। শত্রুর হাতে তিনি যখন বারবার পরাজিত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন,তখন এক ক্ষুদ্র মাকড়সার বারবার ছিঁড়ে যাওয়া জাল নতুন করে বোনার সফলতা থেকে তিনি পেয়েছিলেন অধ্যবসায়ের শিক্ষা। অবশেষে তিনি শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হন। কি রহস্য লুকিয়ে ছিল সে জালে? একটি ক্ষুদ্র প্রাণী মাকড়সা কি শিখিয়েছিল রাজাকে?
মাকড়সা কী পোকা?

মাকড়সা আদৌ কোনো পোকা নয়! পোকাদের থাকে ছয় পা, দেহ মাথা, ধড় আর পেট এই তিন অংশে বিভক্ত। কিন্তু মাকড়সার থাকে আট পা। দেহ প্রধানত মাথা আর পেট এই দুই অংশে বিভক্ত। এ দু’টি অংশ খুব সূক্ষ্ম অংশ দ্বারা যুক্ত থাকে। তাছাড়া মাকড়সাদের পোকার মত কোনো পাখা নেই, তাই ওরা উড়তে পারেনা। অবশ্য অনেক পোকারই পাখা থাকে অথবা থাকেও না। বিশেষ করে পোকার বাচ্চাদের। তবে মাকড়সার মতো পোকারা জাল বুনতে পারে না। তাই বলে ভাবা যাবে না যে সব মাকড়সাই জাল বুনতে জানে।

মাকড়সা চেনা কি খুব সহজ?

বেশিরভাগ লোকই মনে করেন মাকড়সা চেনা খুব সহজ। আশেপাশে যেসব মাকড়সা দেখি, সেগুলোর সবই কি দেখতে একই রকম? একই রঙের? নিশ্চয়ই না। পৃথিবীর বুকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রজাতির মাকড়সা সনাক্ত করা হয়েছে। এসব মাকড়সা মোট ১০০টি পরিবারের অন্তর্গত। কিন্তু চারপাশে বড়জোর আমরা ৩০ প্রজাতির মাকড়সার দেখা পাই।এদেশে ধানক্ষেতে মোট ৫২ প্রজাতির মাকড়সাকে সনাক্ত করা হয়েছে। প্রায় সব মাকড়সাই মানুষের উপকার করে।

জাল বোনার রহস্য কী?

মাকড়সার জাল বোনাও একটা বিশাল মুন্সিয়ানার কাজ। সব মাকড়সারই স্পিনিং বা তাঁত গ্রন্থি আছে। মাকড়সা তা দিয়ে সুতা তৈরি ও সে সুতা দিয়ে জাল বোনে। স্পিনিং গ্রন্থি থেকে এক ধরনের নিঃসৃত পদার্থ থেকে রেশম তৈরি হয়। যদিও বিভিন্ন মাকড়সার স্পিনিং গ্রন্থি থেকে বিভিন্ন রকম সুতা উৎপন্ন হয়, তবু সব রেশমই প্রোটিন সমৃদ্ধ ও সুতার মতো। স্পিনিং গ্রন্থির মধ্যে রেশম রস থাকে পানিতে দ্রবণীয় তরল আকারে। কিন্তু যখনই তা বাইরে আসে বা সুতা তৈরি হয়ে যায় তখন তা পানিতে অদ্রবণীয় শক্ত পদার্থে পরিণত হয়। এই রেশম সুতাকে অনেকটা সূক্ষ্ম নাইলন সুতার সঙ্গে তুলনা করা যায়। মাকড়সার এ রেশমি সুতা প্রধানত কিছু এমাইনো এসিড সমৃদ্ধ প্রোটিন উপাদান দ্বারা গঠিত। বিশেষত ৫০ থেকে ৬০ শতাংশ উপাদানই থাকে এলালিন, গ্লাইসিন, সেরিন ইত্যাদি এমাইনো এসিড। জাল বা সুতা তৈরি এজন্য মাকড়সার পেটের শেষ প্রান্তে তিন জোড়া স্পিনারেট থাকে। অগ্রবর্তী, মধ্যবর্তী ও পশ্চাদবর্তী স্পিনারেট। এগুলো অত্যন্ত সঞ্চালন ক্ষমতাসম্পন্ন। স্পিনিং গ্রন্থি থেকে এসব স্পিনারেটের মাধ্যমে রস নিঃসৃত হয়ে সুতা তৈরি হয়।

জালের কাঠামো কেমন?

সব জালের মধ্যে অর্ব জাল বা চাকতি জালকে মাকড়সার আদর্শ জাল বলে ধরা হয়। এ জালের তিনটি কাঠামোগত উপাদান থাকে-

১. রেডিয়াল সুতা: জালের কেন্দ্র থেকে যেসব সুতা সোজা সূর্যের রশ্মির মত চারদিকে ছড়িয়ে পড়ে।

২. ফ্রেম সুতা: পুরো জালের চারপাশে যেসব সুতা ঘিরে রাখে এবং যার সঙ্গে রেডিয়াল সুতাসমূহ কেন্দ্র থেকে গিয়ে যুক্ত হয়।

৩.ক্যাচিং জাল: রেডিয়াল সুতাসমূহের ওপর যেসব সুতা চক্রাকারে জালক তৈরি করে এবং যার আঠাল পৃষ্ঠে শিকার ধরা পড়ে।

মূলত তিনটি ধাপে একটি জাল তৈরি হয়। প্রথমত, মাকড়সা ফ্রেম ও রেডিয়াল সুতা তৈরির মাধ্যমে একটি কাঠামো তৈরি করে। দ্বিতীয়ত সেই ফ্রেম বা কাঠামো আরো অনেক সূক্ষ্ম স্পাইরাল বা ক্যাচিং জাল দিয়ে ছাউনি বা জালক তৈরি করে। তৃতীয়ত সেই জালকে আঠাল সুতাসমূহ যুক্ত করে। মাকড়সার জাল একটি অত্যন্ত জ্যামিতিক পরিমিতিতে তৈরি হয়। সাধারণত মাকড়সা একটি জাল তৈরি করতে মাত্র ২০ থেকে ৩০ মিনিট সময় নেয়!

মাকড়সা কেন জাল বোনে?

সব জাল তৈরিরই মুখ্য উদ্দেশ্য থাকে শিকার ধরা। দ্বিতীয়ত, বিশ্রাম ও বসবাস। জালের মাঝখানে মেয়ে মাকড়সা বেশি থাকে আর কিনারা বা পরিধির দিকে ‌ অথবা অন্যত্র থাকে পুরুষ মাকড়সা। তবে মজার বিষয় হলো, একটি নতুন জাল তৈরির পূর্বে মাকড়সা তাদের পুরানো জালটি খেয়ে ফেলে। এমনকি খিদে পেলে নিজেদের বাচ্চাও খায়! এমন কী রাগ হলে মেয়ে মাকড়সারা পুরুষ মাকড়সাদেরও খেয়ে ফেলে! তবে ওদের প্রিয় খাবার অন্য পোকারা। মাকড়সাকে বলা হয় কৃষকের আসল বন্ধু! কেন জানেন?একটা মাকড়সা একদিনে ফসলের যত শত্রু পোকা খেয়ে ফসল রক্ষা করে আর কোনো পোকা তা করতে পারে না।

চাকতি বা অর্ব মাকড়সাদের কথাই ধরা যাক। এরা সাধারণত ধানগাছের পাতার আগার দিকে জাল বোনে। জালের এক কিনারে ঘাপটি মেরে বসে থাকে শিকারের আশায়।বিভিন্ন পাতা ফড়িং, ঘাসফড়িং, পাতা মাছি, মাজরার মথ এমনকি ঘাসফড়িঙের বাচ্চা যখন উড়তে উড়তে জালে আটকে যায় তখন সেগুলোকে শিকার করে খায়। ভেজা ও শুকনো সব ধরনের ধানক্ষেতেই এদের পাওয়া যায়। তবে জাল পেতে রাখলে সব সময় যে তাতে শিকার ধরা পড়ে, তা নয়। অনেক সময় দু-তিন দিন কেটে যায়। তাতে অবশ্য মাকড়সাদের কিছু যায় আসে না। কেননা ওরা না খেয়েও দিব্যি কয়েকদিন কাটিয়ে দিতে পারে। তবে মুশকিল হল দু'তিন দিনের বেশী জালের আঠা ঠিক থাকে না। তাই তাতে শিকার পড়লেও জাল আর ওদের আটকে রাখতে পারে না। তখন মাকড়সা নিজেই জালটাকে কেটেকুটে অন্যত্র চলে যায় ও নতুন জাল বোনে।

মাকড়সা নিজ জালে আটকে যায় না কেন?

মাকড়সার জাল তৈরি হয় আঁঠালো তন্তু দিয়ে। মাকড়সার শরীর থেকে আঁঠালো রস সরু সুচের মতো নল দিয়ে বেরিয়ে বাতাসে মিশলেই তা শুকিয়ে হালকা সুতোর মতো আকার নেয়। ছয়-সাতটি চাকার মতো বৃত্তাকার তন্তুকে পরস্পরের সাথে আটকে রাখে কেন্দ্র থেকে নানা দিকে ছড়িয়ে যাওয়া ব্যাসার্ধ বরাবর তন্তুগুলো। অনেকটা সাইকেলের স্পোকের মতো। ব্যাসার্ধ বরাবর এসব তন্তু আঠা থেকে প্রায় মুক্ত। কোনো পোকামাকড় জালের কোনো একটি চাকার অংশে আটকে গেলে মাকড়সা স্পোকের মতো দেখতে ব্যাসার্ধ বরাবর তন্তুগুলোর ওপর গিয়ে শিকার ধরে। এসব তন্তু তেমন আঁঠালো নয় বলে ওখানে মাকড়সার পা আটকে যায় না। তা ছাড়া মাকড়সার পা থেকে এক ধরনের তৈলাক্ত জিনিস বের হয়, যা মাকড়সাকে জালের আঠা থেকে পা ছাড়িয়ে নিতে সাহায্য করে। দেখা গেছে, ক্লোরোফর্ম জাতীয় জিনিসে মাকড়সার পা ডুবিয়ে রাখলে তৈলাক্ত জিনিসটা ধুয়ে বেরিয়ে যায়। তখন মাকড়সা নিজেই জড়িয়ে যায় নিজের জালে।তাছাড়া মাকড়সা তার নিজের আকারের চেয়ে ছোট প্রাণী শিকার করার জন্য জাল বোনে। তাই স্বভাবতই নিজের পায়ে জাল জড়ানো বা এর বুননে কখনোই আটকে যায় না।আর ওই পরিস্থিতির সঙ্গে মাকড়সা অভিযোজিত।
source

CategoryThe secret of the spider web!
LocationBangladesh
w3whttps://w3w.co/oversight.promptness.allay
Camera usedSamsung Galaxy a10s
Photographer@ahik777

Thanks for reading this post ...

@ahik777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (4.06 %) **