Vegetables can be produced very easily

in r2cornell •  2 years ago 

Hello friends how are you all hope everyone is well and healthy by the infinite mercy of the Creator I am also very well and healthy

IMG20220806133542.jpg

IMG20220806133546.jpg

IMG20220806133552.jpg

IMG20220806133702.jpg

As always, today I have come to discuss a very important topic among you.

Many people may think that everyone knows about vegetable farming, but I am not talking about vegetable farming. In the current market, most of the products we buy from the market for food are different types of chemicals or It has come to discuss how to take vegetables without formalin containing formalin

I am currently located in Malaysia, I work in a construction site but I cannot stay in one place for long because I work for a company. Large quantities are produced

We all know. How much vegetables are needed for our body? Importance of vegetables from meat to operation to keep the body healthy, but the vegetables we buy from the market, we do not know whether they are vitamin free or vitamin free. From my point of view it seems that these vegetables do not contain any amount of vitamins

If I speak about myself, vegetables are my favorite food. Many people know that Bengalis like rice, fish and vegetables very much, but I like fish and meat a little less, and I am more interested in vegetables. Age has become very unhelpful

This thought was living in my mind so I went to a vegetable garden and I was shocked to see the amount of fertilizers or chemicals they were applying because I never imagined that so much was inside the vegetables.

The best thing is to grow your own vegetables and eat them. So I came here and noticed that there is a small area on the side of my room. Some Indonesians have cleared the area and made it suitable for cultivation.

They are growing different kinds of vegetables there. I think if we always clean our house yard or any empty space if we work with our own mind or labor then definitely good things can be done and the most important thing is if we work hard it pays off because hard work never goes away. If you work hard then surely good things can be expected

Until today, everyone will be fine, stay healthy, pray for me, thank you all for being with me.

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন সৃষ্টিকর অশেষ রহমতে আমিও অনেক ভালো এবং সুস্থ আছি

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম অনেকে অনেক বেশি আলোচনা করে চিন্তা করলাম আমি যদি ছোটখাটো সবজি চাষের কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করে তাহলে শুধু আমার না আমার সকল বন্ধুদের উপকার হবে

আমার কথা শুনে মনে অনেক হয়তো মনে করতে পারে যে সবজি চাষ তো সবাই জানে তবে আমি আবার নতুন করে কি সবজি চাষের কথা বলতেছে আসলে না বর্তমান বাজারে বা বর্তমান সময়ে বাজার থেকে আমরা যে খাদ্যর জন্য দ্রব্য ক্রয় করে থাকে এগুলো বেশির অংশই বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল বা ফরমালিন যুক্ত থাকে ফরমালিন ছাড়া শাকসবজি কিভাবে গ্রহণ করা যায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছে

আমি বর্তমানে মালয়েশিয়া অবস্থানরত আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করি তবে আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারে না কারণ আমি কোম্পানির কাজ করে আমার কোম্পানি এখানে কিছু দেন ওখানে কিছুদিন এভাবে কাজ করে নিয়ে যায় যেটার ফলে আমি এক জায়গায় থাকতে পারে না এদেশে শাকসবজির মূল্য একেবারে কম নয় তবে প্রচুর পরিমাণ উৎপাদন করা হয়

আমরা সবাই জানি। আমাদের শরীরের জন্য শাকসবজির প্রয়োজন কতটুকু মাংস থেকে শাকসবজির গুরুত্ব অপারেশন শরীরকে ভালো রাখার জন্য তবে আমরা বাজার থেকে যে শাকসবজি কিনে নিয়ে আসছি এটা কে ভিটামিনযুক্ত না ভিটামিন মুক্ত এটা আমরা কেউ জানে না আমরা সবাই মনে করি যে এটা তো শাকসবজি বাজার থেকে নিয়ে এসেছে ভিটামিন আছে তবে আমার দৃষ্টিকোণে মনে হয় এই শাকসবজিতে ভিটামিন এর কোন পরিমাণই নেই

আমি যদি আমার নিজের কথা বলি তাহলে শাকসবজি আমার একান্ত পছন্দের একটি খাদ্য অনেকে জানে যে বাঙালি জাতি ভাত মাছ শাকসবজি এগুলো খুবই পছন্দ করে তবে আমি মাছ মাংস একটু কম পছন্দ করি শাকসবজিটা বেশি আগ্রহ করে আমি যখনই শাকসবজি কিনে নিয়ে আসি আমি খেয়াল করে দেখি এই শাকসবজি গুলোর বয়স খুব বেশি না উপযোগী হয়ে উঠেছে

আমার মনের মধ্যে এই কথল বসবাস করছিল এজন্য আমি একটি সবজির বাগানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখে আমি হতভম্ব যে তারা যে পরিমাণ সার বা রাসায়নিক প্রয়োগ করছে এটা দেখে আমি এক ধরনের সখ খেয়ে যাওয়ার মতন কারণ এটা আমি কখনো কল্পনাও করিনি যে এত পরিমাণ এ শাকসবজির ভিতরে

সব থেকে ভালো হয় নিজে উৎপাদন করে শাকসবজি খাওয়া এজন্য আমি এখানে এসে খেয়াল করে দেখলাম আমার রুমের সাইডে অল্প একটু জায়গা আছে সেখানে কিছু ইন্দোনেশিয়া জায়গাটা পরিষ্কার করে চাষের উপযোগী তৈরি করেছে এবং সেখানে কিছু শাকসবজি উৎপাদন করছে দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো

তারা সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করছে আমি মনে করি আমরা যদি সর্বদা আমাদের বাড়ির আঙিনায় বা যে কোন খালি জায়গা পরিষ্কার করে যদি নিজের মন বা শ্রম দিয়ে কাজ করে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব সব থেকে বড় কথা কষ্ট করলে কেষ্ট মেলে এজন্য পরিশ্রম কখন যায় না যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়

আজও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.71 %) **