🌼The feeling of visiting paddy fields in autumn afternoon.🌾

in r2cornell •  2 days ago 

Bismillahir Rahmani Rahim.

I begin in the name of Allah the Most Merciful.

Hello dear friends! how are you all I hope you are very well by the grace of Allah, I am also very well and healthy, Alhamdulillah.

🌼The feeling of visiting paddy fields in autumn afternoon.🌾

1000011220.png

It's good to take a walk in the afternoon, we who live in the city go to the village, after going to the village, we engage in some activity in the afternoon. I live in Dhaka for education and visit the village house very rarely, for example, I come to the village house during the two Eid holidays and during the exam holidays, and I do not stay at home much. But when I come home, I want to see the freshness of green plants. So after Asr prayer, I went to Zamin to see our paddy field and maskalai field.

1000011199.jpg

I noticed that Masha'Allah our paddy field has improved a lot, many prices have been born from a single rice paddy. Here in our lands farmers work hard to cultivate rice twice a year but one time the rice is very good and the other time the rice is not at all, this is because we live in a flood prone area, flood prone areas produce good rice one season in a year and another season the flood destroys it. gives So at this time the farmer suffers a lot.

1000011204.jpg
1000011211.jpg

But my father bravely planted paddy this year too after the flood, although there was a lot of risk but he planted paddy with risk. And many could not take this risk so they planted masks. I noticed that the paddy has improved a lot and the husks have also improved and in some areas the husks have not improved much and are getting spoiled. This is because there is a lot of grass in the soil and the plants are infected with insects. Because of this, many farmers are losing their fields.

1000011210.jpg
1000011206.jpg

One thing we lack here is a skilled consultant, just like a building engineer needs an engineer, just like an electronic work needs an engineer, an agricultural cultivation needs a skilled officer, a person who has studied agriculture. Then the farmers will be able to take the right decision and the crops of the land will not be wasted. A country will be able to reach the roots of improvement when the crops of the land are increased.

1000011209.jpg
1000011207.jpg
1000011190.jpg

Finally, I would like to say that placing qualified people in qualified places is beneficial for every community, especially since Bangladesh is a country developed in agriculture, so more attention should be paid to agricultural work, then the farmers will also be motivated, and the country will also improve, inshallah. So, how do you like the photographs I took in the afternoon, please leave a comment and let me know.

I have given the post in Bengali language below for those who understand Bengali language only who are interested in understanding Bengali. So those who are in my Bangladesh will know from the Bengali text of my post that I have mentioned someone in my post.

As of today, I am saying goodbye here, everyone will be fine, God bless you.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো প্রিয় বন্ধুরা! কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।

🌼শরতের বিকেলে ধানক্ষেত দেখার অনুভূতি।🌾

বিকেলে হাঁটাহাঁটি করা ভালো, আমরা যারা শহরে থাকি, গ্রামে যাই, গ্রামে যাওয়ার পর বিকেলে কিছু কাজে ব্যস্ত থাকি। আমি শিক্ষার জন্য ঢাকায় থাকি এবং গ্রামের বাড়িতে খুব কমই যাই, যেমন দুই ঈদের ছুটিতে এবং পরীক্ষার ছুটিতে আমি গ্রামের বাড়িতে আসি, এবং আমি বাড়িতে খুব একটা থাকি না। কিন্তু বাড়িতে এসে সবুজ গাছপালার সতেজতা দেখতে চাই। তাই আছরের নামাযের পর জমিনে গেলাম আমাদের ধানক্ষেত ও মাসকলাই ক্ষেত দেখতে।

আমি লক্ষ্য করলাম মাশাআল্লাহ আমাদের ধানক্ষেতের অনেক উন্নতি হয়েছে, একটি ধানের ধান থেকে অনেক দাম জন্মেছে। এখানে আমাদের জমিতে কৃষকরা বছরে দুবার ধান চাষ করার জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু এক সময় ধান খুব ভাল হয় এবং অন্য সময় ধান একেবারেই থাকে না, কারণ আমরা বন্যাপ্রবণ এলাকায় বাস করি, বন্যাপ্রবণ এলাকায় ভাল ধান উৎপন্ন হয়। এক বছরে ঋতু এবং অন্য মৌসুমে বন্যা তা ধ্বংস করে দেয়। দেয় তাই এ সময় কৃষকের অনেক ক্ষতি হয়।

কিন্তু আমার বাবা সাহস করে এ বছর বন্যার পরেও ধান রোপণ করেন, অনেক ঝুঁকি থাকলেও ঝুঁকি নিয়ে ধান রোপণ করেন। আর অনেকেই এই ঝুঁকি নিতে না পেরে মাস্ক লাগিয়েছেন। আমি লক্ষ্য করেছি যে ধানের অনেক উন্নতি হয়েছে এবং ভুসিও উন্নত হয়েছে এবং কিছু এলাকায় ভুসি খুব বেশি উন্নত হয়নি এবং নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মাটিতে প্রচুর ঘাস থাকে এবং গাছপালা পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়। এ কারণে অনেক কৃষক তাদের ক্ষেত হারাচ্ছেন।

আমাদের এখানে একটা জিনিসের অভাব আছে একজন দক্ষ কনসালটেন্ট, যেমন একজন বিল্ডিং প্রকৌশলীর একজন প্রকৌশলী প্রয়োজন, যেমন একটি ইলেকট্রনিক কাজের জন্য একজন প্রকৌশলী প্রয়োজন, কৃষি চাষের জন্য একজন দক্ষ কর্মকর্তা প্রয়োজন, একজন ব্যক্তি যিনি কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন। তাহলে কৃষকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং জমির ফসল নষ্ট হবে না। একটি দেশ উন্নতির শিকড়ে পৌঁছাতে সক্ষম হবে যখন জমির ফসল বৃদ্ধি পাবে।

পরিশেষে, আমি বলতে চাই যে যোগ্য লোকদের যোগ্য জায়গায় স্থাপন করা প্রতিটি সম্প্রদায়ের জন্য উপকারী, বিশেষ করে যেহেতু বাংলাদেশ কৃষিতে উন্নত একটি দেশ, তাই কৃষি কাজের প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত, তাহলে কৃষকরাও অনুপ্রাণিত হবে, এবং দেশেরও উন্নতি হবে ইনশাআল্লাহ। তো, বিকেলে তোলা ছবিগুলো আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানাবেন।

আজকের মত এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

আমি শুধু মাত্র যারা বাংলা বুঝতে আগ্রহী বাংলা ভাষা বোঝে, তাদের বাংলা ভাষায় বোঝার জন্য বাংলা ভাষায় পোস্ট নিচে দিয়ে দিলাম। তাই আমার বাংলাদেশের যারা আছেন তারা আমার পোষ্টের বাংলা লেখা থেকে জেনে নেবেন আমার পোষ্টের মধ্যে আমি কেউ উল্লেখ করেছি।

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!