হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
আবারো আমি আমার নতুন দিনের একটি নতুন ডাইরি গেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তো বন্ধুরা চলুন শুরু করা যাক-
সকালবেলা বোঝা যায় শীতের আভাস, সকালবেলা ঘুম থেকে ওঠার ইচ্ছে করে না কিন্তু ফজরের সালাত আদায় করতে হবে তাই আমাকে উঠতেই হয়। দৈনন্দিন ফজরের সালাতে উঠতে উঠতে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, চাইলেও আর ঘুমিয়ে থাকতে পারিনা, যতই শীত আর গরম হোক না কেন! শীতের সময় শেষ রাত্রের ঘুম এত মজার হয়ে থাকে যে, নরম কম্বলটা শরীরের সাথে জড়িয়ে যত খুশি ঘুমানো যায়। কিন্তু আমি তো মুসলিম আমাকে ফজরের সালাত আদায় করতেই হবে। তাই আরামের ঘুম হারাম করে ফজরে সালাত আদায় করে নিলাম। ফজরের সালাত আদায় করে বিছানার সাথে অল্প কিছুক্ষণের জন্য পিঠ লাগানোর সাথে সাথেই আবার ঘুমিয়ে পড়লাম।
সকালের রান্না শেষ করে আমার আম্মা ডাকাডাকি শুরু করলো, কিন্তু আমি তো বিভোর ঘুমের মধ্যে পড়ে রয়েছি। অবশেষে উঠে পড়লাম ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। যেহেতু ২৩ তারিখে আমার বন্ধুর বিয়ের দাওয়াত তাই নাস্তা করে বেশি সময় দেরি করলাম না, গোসল সেরে সেখানে যাওয়ার প্রস্তুতি নিলাম। ২৩ তারিখে আমাদের মাদ্রাসায় দাওয়াতুল হকের ইজতেমা ছিল সেটা বাদ দিয়ে বাড়িতে আসার একমাত্র কারণ হচ্ছে বন্ধুর বিয়েতে যাওয়া। কেননা আমার বন্ধুর দাওয়াত দেওয়ার সময় বলে দিয়েছে, যাদেরকে দাওয়াত দিলাম তারা যদি না আসে তাহলে তাদের সাথে আর কোন সম্পর্ক থাকবে না এমন কথা শুনে আর থাকতে পারলাম না।
আমার বন্ধু সিরাতের বিয়েতে যাওয়ার জন্য দশটার দিকে বের হলাম, ঢাকা থেকে আসা আরো বন্ধুরা পিপুলবাড়ীয়া বাজারে দাঁড়িয়েছিল। আমি তাদের সাথে একত্রিত হয়ে ধনুট যাওয়ার জন্য প্রস্তুত হলাম। বন্ধুর বিয়েতে যাব তাই কোন একটা গিফট কিনে নিয়ে যেতে হবে খালি হাতে কিভাবে যাব তাই দুই বন্ধু মিলে একটি গিফট উপহার দেওয়ার জন্য কিনলাম। ঢাকা থেকে আসা দুই বন্ধু একটি রাইস কুকার কিনেছিল তাই আমরা দুই বন্ধু মিলে একটি প্রেসার কুকার কিনেছিলাম। পিপুল বাড়িয়া বাজার থেকে সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করলাম ধুনুট এর ভাড়া কতো, ৩০০ টাকা ভাড়া চেয়েছিল তাই আমরা অন্য পদ্ধতি অবলম্বন করলাম।
আমরা বাসে উঠে আলমপুর চৌরাস্তায় নেমেছিলাম সেখান থেকে অটো রিক্সায় সোনামুখী গিয়েছিলাম আর সেখান থেকে একটি সিএনজি নিয়ে ধুনুট বাজারে নেমেছিলাম। সেখান থেকে আমার বন্ধুর বাসায় যেতে অটো রিক্সায় যেতে হয় আমরা অটো রিক্সায় করে আমার বন্ধু সীরাতের বাসায় গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। এরপরে দুপুরের দিকে সকল মেহমানগণ উপস্থিত হল, আমরা সবাইকে সুন্দর ভাবে আপ্যায়ন করলাম। এরপরে আমরাও খেয়ে নিলাম। আসরের পরে মেহমানগণ বিদায় হওয়ার পরে আমরা বাহিরে গিয়েছিলাম।
আমরা ক্ষেতের মধ্যে গিয়েছিলাম, সেখানে বাঁশ দিয়ে বিশাল বড় সাকোর মত বানানো হয়েছে, আমরা সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে অনেকগুলো ফটোগ্রাফি উঠেছি। সেখানে আমরা অনেক সময় দাঁড়িয়ে ছিলাম এরপরে দেখলাম পশ্চিম আকাশে সূর্য অস্তিমিত যাচ্ছে ঠিক তখনই সূর্যের ফটোগ্রাফিটা সংগ্রহ করে রাখলাম। তখন তাই পাঁচটা বিশ মিনিট বেজে গিয়েছিল, আমরা সূর্য অস্তিমিত যাওয়ার পরে সেখান থেকে বাসায় আসি এবং মাগরিবের নামাজ সবাই জামাতের সাথে আদায় করে আবার চেয়ার নিয়ে গোল হয়ে বসে গল্পস্বল্প করতে থাকি।
এশার নামাজ পড়ে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমরা যেহেতু রাত্রে সেখানে থাকবো তাই আমরা ধুনুর বাসায় চলে আসলাম সবাই মোটরসাইকেল নিয়ে। রাত্রে আমরা সেখানেই ঘুমিয়ে ছিলাম। অতঃপর ২৪ তারিখে যা হয়েছে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ।
আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
Assalamu Alaikum.
Hello Steam dear friends! How are you all? I hope you are very well by the grace of God, I am also very well by the grace of God, Alhamdulillah, I am healthy.
Once again, I am here with a new diary game of my new day. So friends, let's start-
In the morning, you can understand the hint of winter, I don't want to wake up in the morning but I have to pray the Fajr prayer so I have to get up. It has become a habit to get up for the daily Fajr prayer, even if I want to, I can't stay asleep, no matter how cold or hot it is! The last night's sleep in winter is so fun that you can sleep as much as you want with the soft blanket wrapped around your body. But I am a Muslim, I have to pray the Fajr prayer. So, I forbade comfortable sleep and prayed the Fajr prayer. After praying the Fajr prayer and putting my back against the bed for a short while, I fell asleep again.
After finishing the morning cooking, my mother started calling me, but I was still fast asleep. Finally, I got up, brushed my hair, and had breakfast. Since my friend's wedding was on the 23rd, I didn't stay long after breakfast, took a bath, and prepared to go there. On the 23rd, there was an Ijtema of Dawatul Haque at our madrasa, and the only reason I came home was to go to my friend's wedding. Because when I invited my friend, he said that if they didn't come, I wouldn't have any more relations with them, so I couldn't stay any longer.
I left around 10 am to go to my friend Sirat's wedding. More friends from Dhaka were standing at Pipulbaria market. I got ready to go to Dhanoot with them. I was going to my friend's wedding, so I had to buy a gift. How could I go empty-handed? So, I bought a pressure cooker together with two friends. Two friends from Dhaka bought a rice cooker, so we bought a pressure cooker together. I asked the CNG seller from Pipul Bariya Bazar how much the fare of Dhunut was, he asked for 300 taka, so we adopted another method.
We got on the bus and got off at Alampur intersection, from there we took an auto rickshaw to Sonamukhi and from there we took a CNG and got off at Dhunut Bazar. From there we had to take an auto rickshaw to go to my friend's house, we took an auto rickshaw to my friend Seerat's house. We went there, met everyone and talked for a while. Then around noon all the guests arrived, we entertained everyone nicely. Then we also ate. After Asr, after the guests left, we went outside.
We went into the field, there was a huge bamboo hut, we took our camera there and took many photographs. We stood there for a long time, then we saw the sun setting in the western sky, just then we collected the photograph of the sun. It was then twenty minutes past five, we came home from there after the sun had set and we all prayed Maghrib with the congregation and sat in a circle with chairs and started talking.
After praying Isha, we had dinner. Then, since we would be staying there for the night, we all went to Dhunu's house on motorcycles. We slept there that night. Then, what happened on the 24th, I will definitely discuss with you, InshaAllah.
Today, I am saying goodbye here. May everyone be well and healthy, may Allah Hafez.
X promotion
https://x.com/Monarul265535/status/1869461313321349492?t=nx5oSJLphi9fkYTQqEnXiA&s=19