During the almond season, lifting of almonds during planting.

in r2cornell •  last month 

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
In the name of Allah, the Most Gracious, the Most Merciful, Hello Steam dear friends! How are you all? I hope you are very well by the grace of God. I am also very well and healthy by the grace of God, Alhamdulillah.

20231020_054353.jpg
20231020_061132.jpg

What I will share with you today is that I will share with you the photography of the work I have done from morning to evening. Today I woke up at 5:30 am, performed ablution and performed Fajr prayer. When I woke up, I saw that it was time for congregation, so I could not come to the mosque for Fajr prayer today. After performing Fajr prayer at home, I was sitting on the banks of the Yamuna River for some time. Just then, I saw a boat passing by, but the sun had not yet risen in the eastern sky. So I collected photography of that beautiful moment. A little later, I saw the sun rising from the eastern sky, so I also collected a photography of the sunrise.

Then at 7:30 in the morning I went back to bed and fell asleep. Today it was 10:30 when I woke up. I woke up at 10:30, brushed my teeth and ate papule leaves. Then I saw that it was exactly 11:00 on the clock, so I went inside to have breakfast, then I prepared breakfast and came to the balcony and took a photograph of the breakfast.

20231022_124007.jpg
20231022_123931.jpg

What I had for breakfast in the morning;
• Rice.
• Fried desi chicken eggs.
• Taki fish stew.
• Almond stew.
• And a piece of lemon.

This was my breakfast today.

20231022_164043.jpg
20231022_134743.jpg

After finishing breakfast, I picked up the phone for some time and entered the Steemit platform and upvoted a few people and made a few comments according to the post. Then I did some light work. The work is this, the season of planting almonds is now going on in our area, the flood water has dried up, the water from the river has reduced a lot. That's why sandbanks have been built in the middle of the river, where all the farmers in our area go there to plant almonds.

We also plant almonds every year, this year we will plant almonds too, so we two brothers peeled the almonds for some time. After peeling the almonds, the almonds are planted. InshaAllah, when the almonds grow and it is time to harvest them, I will definitely share that with you. Then I came to the mosque for Zuhr prayers and prayed with the congregation.

20231022_145314.jpg

On the way out of the prayer, I saw my cousin catching fish from the pond with a spear. So I took two photographs of him. Then I went home and prepared lunch.

What was in the lunch;
• Rice.
• Rui fish.
• Almond stew.
• Potato stew.
• Fish stew.

This was my lunch today.

I took a little rest in the afternoon, then the call for Asr prayer came, I went out to go to the mosque and took two photographs of myself.

1697978979179.jpg
1697978537928.jpg

Then I went to the mosque to pray Asr. After praying Asr with the congregation, I was sitting in the field. Looking to the right, I saw small children playing, watching the small children playing reminded me of my childhood. How good that childhood was, how much fun I used to have, how much I used to play, that childhood will never be regained. I took photos of the children but no child looked at me, the reason being that they were too focused on their games.

20231022_170102.jpg

This was my activity for today, how did you like reading my activity for today? Of course, I hope for a valuable comment from you.

Today is the end, everyone stay well and healthy, see you in the next post.

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, আজকে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে এগুলোর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল ৫:৩০ মিনিটে ঘুম থেকে উঠেছি, অজু করে ফজরের সালাত আদায় করেছি। ঘুম থেকে উঠে দেখি জামাতের সময় হয়ে গিয়েছে, এজন্য আজকে ফজরের সালাতে মসজিদে আসতে পারিনি। বাড়িতেই ফজরের সালাত আদায় করে যমুনা নদীর পাড়ে কিছু সময় বসে ছিলাম। ঠিক তখনই দেখি একটি নৌকা যাচ্ছে, তখনো সূর্য পূর্ব আকাশে উদিত হয়নি। তাই আমি সেই সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি সংগ্রহ করলাম। একটু পরে দেখি পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হচ্ছে, তাই সূর্য উদিত হওয়ার একটি ফটোগ্রাফিও সংগ্রহ করে নিলাম।

অতঃপর সকাল ৭ঃ৩০ মিনিটে আমি আবার বিছানায় চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গিয়েছিল। সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে পেপুলটির পাতা রস করে খেয়েছি। এরপরে দেখি ঘড়িতে ঠিক ১১ঃ০০ টা বাজে, তখন আমি সকালের খাবার খাওয়ার জন্য ঘরের মধ্যে চলে গেলাম, এরপরে সকালের খাবার রেডি করে বারান্দায় চলে আসলাম এবং সকালের খাবারের একটি ফটোগ্রাফি উঠিয়ে নিলাম।

সকালে খাবারের জন্য যা ছিল;
• ভাত।
• দেশি মুরগির ডিম ভাজি।
• টাকি মাছ ভর্তা।
• বাদাম ভর্তা।
• এবং একপিস লেবু।

এটি ছিল আমার আজকের সকালের খাবার।

সকালের খাবার শেষ করে কিছু সময় ফোনটা হাতে নিলাম এবং স্টিমিট প্ল্যাটফর্মে ঢুকলাম এবং কয়েকজনকে আপভোট করলাম ও পোস্ট অনুযায়ী কয়েকটি কমেন্ট করলাম। এরপরে হালকা কিছু কাজ করলাম। কাজটি হলো এই, আমাদের এলাকায় এখন বাদাম রোপন করার মৌসুম চলছে, বন্যার পানি শুকিয়ে গিয়েছে, নদীর থেকে পানি অনেক কমে গিয়েছে। তাইতো নদীর মাঝে মাঝে বালিচর উঠেছে, সেখানে বাদাম রোপন করার জন্য আমাদের এলাকার সকল কৃষক সেখানে যায় এবং বাদাম রোপন করে।

আমাদেরও প্রতিবছর বাদাম রোপন করা হয়, এবছরও বাদাম রোপন করবে তাই আমরা দুই ভাই কিছু সময় বাদামের খোসা ছাড়ালাম। বাদামের খোসা ছাড়িয়ে বাদাম রোপন করা হয়। ইনশাআল্লাহ যখন বাদাম বড় হবে এবং উঠানোর সময় হবে তখন অবশ্যই সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে জোহরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করলাম।

নামাজ শেষ করে যাওয়ার পথে দেখি আমার চাচাতো ভাই পুকুর থেকে বরশি দিয়ে মাছ ধরছে। তাই আমি ওর দুটি ফটোগ্রাফি উঠালাম। এরপরে বাড়িতে চলে যাই এবং দুপুরের খাবার প্রস্তুত করি।

দুপুরের খাবারে যা যা ছিল;
• ভাত।
• রুই মাছ।
• বাদাম ভর্তা।
• আলু ভর্তা।
• মাছ ভর্তা।

এই ছিল আমার আজকের দুপুরের খাবার।

দুপুরে একটু রেস্ট নিলাম, এরপরে আসরের নামাজের আজান হলো মসজিদে যাওয়ার জন্য বের হলাম এবং আমার নিজের দুটি ফটোগ্রাফি উঠালাম।

এরপরে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। আসরের নামাজ জামাতের সাথে আদায় করে মাঠে বসে ছিলাম। ডান দিকে তাকিয়ে দেখি ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে সেই শৈশব কালের কথা মনে পড়ে গেল। কত ভালো ছিল সেই শৈশব কাল, কত আনন্দ করতাম কত খেলাধুলা করতাম, সেই শৈশবকাল আর ফিরে পাওয়া যাবে না। বাচ্চাদেরকে ফটো উঠালাম কিন্তু কোন বাচ্চা আমার দিকে তাকালো না এর কারণ হচ্ছে তারা তাদের খেলার দিকে খুব বেশি মনোযোগী।

এই ছিল আমার আজকের দিনের কার্যক্রম, আমার আজকের দিনের কার্যক্রম পড়ে আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনার থেকে একটি মূল্যবান কমেন্ট আশা করি।

আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  


** Your post has been upvoted (11.27 %) **