Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah, I am also very well by the grace of Allah. Friends, today I will talk or discuss a little about the environment of Rakib with you, I hope you will benefit from reading my blog. And don't forget to leave a comment to encourage me to write my next block. So friends, let's start without delay.
I have been writing about natural topics for a few days and I hope you like these posts of my Rakib, especially I think you like my photography. If you had left a comment and told me how you like these photography, then of course I would have understood and I would have known what to do and I would have thought about it. Anyway, since you are not saying anything, I understand that you like it a lot.
Well, first let's discuss the morning topic, winter is slowly falling, the sky is foggy everywhere, if you wake up in the morning, you will notice that the house is full of fog. When you look at the sky, you cannot see the sky properly, there is so much fog, although the winter season has not started yet, but when you look at the rural areas, you can see that it is mildly cold in the morning and at night, but it is very cold in the morning. A friend of mine went to his house and saw that he posted a photo on Facebook today with a blanket wrapped around him, and I realized that it is very cold in the village.
If you look at the winter photo, you can see that the water of the fog has accumulated on the tip of every leaf. So this is a winter situation because in winter there is a lot of fog at night and when that fog falls on every grass and tree, then slowly the water from the fog starts falling from that tree to the ground and if you can take a photo at that moment then it is very beautiful because the photo of the foggy sky and the foggy day with the fog that starts falling from the leaves or trees to the ground then it is very beautiful if you take a photo.
And when you look at the photos of nature, you can understand how beautiful the photography of nature is and how much joy and entertainment those who live in nature can live with. Especially in the rural areas, you will see that most of the farmers who cultivate rice work in the field all day long. Many times it is seen that they cannot even come home for lunch. What else can I say about others? If I want to talk about my father, then I have to say with sadness that my father is a farmer who works in the field. It is not a matter of sadness but it is very painful to see how much he works in Rudra.
It is with great sadness and regret that we three brothers have not been able to reach a stage where we can stop my father's hard work, but by the grace of God, we are now at a stage where, if God has mercy, I will ask you to take a break from me soon and refrain from all kinds of hardships, but yes, since you have already been working hard and diligently, you will not be able to leave everything suddenly, so it is important to develop a habit of doing some work while sitting.
Anyway, I do not want to continue my writing anymore, I have brought it to the end to say goodbye here like today, so friends, everyone will be well, stay healthy, I am ending my brief speech here, wishing everyone good health, may God have mercy on you.
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে রাকিবের পরিবেশ নিয়ে সামান্য কিছু কথা কথোপকথন বা আলোচনা করব, আশা করি আপনারা আমার ব্লগটি পড়ে উপকৃত হবেন। এবং আমার পরবর্তী ব্লকটি লেখার প্রতি উৎসাহিত করার জন্য একটি কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক।
কয় তালায় আমি কয়েকদিন যাবত প্রাকৃতিক বিষয় নিয়েই লেখালেখি করে এগিয়ে যাচ্ছি এবং আমি আশা করি আমার রাকিবের এই পোস্টগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয় বলে আমি মনে করি। বাকি যদি আপনারা একটি কমেন্ট করে আমাকে জানাতেন যে এই ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগে তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাম এবং কিভাবে কি করতে হবে সেটাও আমি জানতে পারতাম এবং এ বিষয়ে চিন্তা জিকির করতাম। যাই হোক যেহেতু আপনারা কিছু বলছেন না এতে করে আমি বুঝে নিচ্ছি যে এটি আপনাদের অনেক পছন্দ হচ্ছে।
আচ্ছা প্রথমে আলোচনা করি সকালে বিষয় নিয়ে, ধীরে ধীরে শীত পড়তেছে চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন তাহলে লক্ষ্য করে দেখবেন বাড়ির চতুরপাশ দিয়ে কুয়াশা ভরা। আকাশের দিকে তাকালে আপনি ঠিকমত আকাশে দেখতে পারবেন না এত পরিমান কুয়াশা পড়ে, যদিও এখনো শীতের সিজন শুরু হয়নি কিন্তু গ্রাম অঞ্চলের দিকে তাকালে দেখা যায় সকালে আর রাত্রে হালকা শীত কিন্তু সকালবেলা খুব শীত পড়ে। আমার এক বন্ধু বাসায় গিয়েছে ও দেখি আজকে ফেসবুকে পোস্ট করেছে একটি কম্বল মুড়ি দিয়ে ফটো উঠেছে ওর দেখে আমি বুঝতে পারলাম গ্রামে খুবই শীত পড়েছে।
আপনি শীতের ফটোর দিকে তাকিয়ে খেয়াল করে নজর দিয়ে দেখতে পারেন প্রত্যেকটা পাতার ডগায় কুয়াশার পানি জমে পড়েছে। তাহলে এটি হচ্ছে শীতকালের একটি পরিস্থিতি কেননা শীতকালে রাত্রে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে আর সেই কুয়াশা যখন প্রত্যেকটা ঘাসের উপর গাছের উপর পড়ে তখন ধীরে ধীরে সেই গাছ থেকে ঘাস থেকে কুয়াশার পানি জমিনে পড়তে থাকে আর তেমনি মুহূর্তে যদি ফটো উঠানো যায় তাহলে সেই অনেক সুন্দর হয় কারণ কুয়াশাচ্ছন্ন আকাশের ফটো এবং কুয়াশাচ্ছন্ন দিন সাথে সে কুয়াশা যেটি পাতা বা গাছের উপর থেকে জমিনে টপটপ করে পড়তে থাকে তাহলে ফটো উঠালে অনেক সুন্দর হয়।
আর প্রাকৃতির ফটো গুলোর দিকে তাকালে তো আপনারাই বুঝতে পারেন প্রাকৃতির ফটোগ্রাফি গুলো কত সুন্দর এবং প্রাকৃতির মধ্যে যারা বসবাস করে তারা কি পরিমান আনন্দ ও বিনোদনের সাথে বসবাস করতে পারে। বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন ধান চাষ করে বেশিরভাগ যারা কৃষকরা ধান চাষ করেন তারা সারাদিন মাঠে কাজ করেন অনেক সময় দেখা যায় দুপুরে খাবার খেতেও বাড়িতে আসতে পারেন না অন্যদের কথা আর কি বলব আমি যদি আমার বাবার কথাই বলতে চাই তাহলে দুঃখের সাথে বলতে হয় আমার বাবা একজন কৃষক মাঠে কাজ করেন এটা কোন দুঃখের বিষয় নয় কিন্তু সারাদিন জীবনের পরিশ্রম করেন যে পরিমাণ রুদ্রের মধ্যে কাজ করেন দেখে খুবই কষ্ট লাগে।
খুবই দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় আজ পর্যন্ত আমরা তিন ভাই এমন একটা পর্যায়ে উঠতে পারলাম না যেখান থেকে আমার বাবার কষ্টের কাজগুলো বন্ধ করতে পারি তবে আল্লাহর রহমতে এখন একটা পর্যায়ে যাচ্ছি যদি আল্লাহর রহম করেন তাহলে অচিরে ই কাছ থেকে বিরতি দিতে বলবো এবং সকল ধরনের কষ্টের কাছ থেকে বিরত থাকতে বলব তবে হ্যাঁ যেহেতু আগে থেকেই পর্যাপ্ত পরিশ্রম ও মেহনত করে আসতেছেন তাই হঠাৎ করেই সবকিছু ছাড়তে পারবে না এটা নিশ্চিত, তাই বসে থাকার পাশাপাশি টুকটাক কাজ করতে পারে এমন অভ্যাস গড়ে তোলা জরুরী।
যাইহোক আমি আর আমার লেখা বাড়াতে চাই না আজকের মত এখানেই বিদায় জানানোর জন্য লেখা সমাপ্তির দিকে নিয়ে এসেছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।