Some Nayan Tara and Kachuripana flower photography.
Bismillahir Rahmanihir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well by the grace of Allah. The subject that I will share with you today is to share some flower photography. I hope you will like the flower photography very much. The flower photography that I will present to you today is some Nayan Tara flower photography and a Kachuripana flower photography and another Surya photography. I hope you will like the Kati Ripana flower photography and Nayan Tara flower photography the most.
When I go out of our house, I see different types of flowers. Since our house is in the village, I picked these flowers from the village flower garden and took the photos with my hands. I hope you will like my flower photography, so I am sharing these flowers with you. Flowers are very dear to us. We love flowers the most. Just like we love each other, we love flowers more than anyone else. Because we love flowers, we love flowers without any interest. We enjoy the fragrance of flowers a lot. We see them everywhere, so they are very familiar to us.
But even if you want, you will not find the Kachuripana flower available everywhere. Rather, it is only found in rural areas. If there is a pond in the city market, if there is Kachuripana there, you can see it there a lot. However, in the city, these are very rare. But in the village, the most Kachuripana is seen in the village pond. Since it is happy, it is not usually found everywhere. When we go to our village, we see that there are many Kachuripana in the village pond and when those leaves gradually grow due to being in the water, we gradually see that each Kachuripana is making a flower. You will see many flowers in the neighborhood. It looks very beautiful.
But it is very nice to see the Nayantara flower because it does not grow in water. We can plant Nayantara flowers in the garden or we can bring them from the garden and plant them in the house in the drop and the flowers grow from there and we can take them from there. So friends, how do you like my flower photography? Of course, try to tell me by leaving a comment, InshaAllah. I am saying goodbye here like today. May everyone be well and healthy. I am ending my brief speech here, may Allah Hafez save us. Thank you.
কয়েকটি নয়ন তারা ও কচুরিপানা ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব আশা করি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে যে ফুলের ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ফুলগুলি হচ্ছে কয়েকটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আর একটি কচুরিপানা ফুলের ফটোগ্রাফি আরেকটি সূর্যের ফটোগ্রাফি। আশা করি কটি রিপানা ফুলের ফটোগ্রাফি ও নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে।
আমি আমাদের বাড়ি থেকে যখন বাইরে বের হই তখন বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই আমাদের বাড়ি যেহেতু গ্রামে তাই এই ফুলগুলো গ্রামের ফুলবাগান থেকেই উঠিয়ে আমি আমার হাতে নিয়ে ফটোগুলো উঠিয়েছি। আমি আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে তাই আমি আপনাদের সাথে এই ফুলগুলো শেয়ার করছি। ফুল আমাদের কাছে অনেক প্রিয় আমরা ফুলকে সবচেয়ে বেশি ভালবাসি যেমন এভাবে একজন আরেকজনকে ভালোবাসি তেমনি ভাবে আমরা ফুল কেউ ভালোবাসি বরং তার চেয়ে বেশি ভালোবাসি কেননা ফুলকে ভালোবাসা আমরা কোন স্বার্থ ছাড়া স্বার্থবিহীন ফুলকে ভালোবাসি ফুলের সুঘ্রাণ নিয়ে আমরা অনেক উপভোগ করি। ভুল সচরাচাল আমরা সব জায়গায় দেখতে পাই তাইতো নয়ন তারা আমাদের খুবই পরিচিত।
কিন্তু কচুরিপানার ফুল আপনারা চাইলেও সব জায়গায় এভেলেবেল পাবেন না বরং এটি শুধুমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া যায় আর শহরবাজারে যদি কোন পুকুর থাকে তাহলে সেখানে যদি কচুরিপানা থাকে তাহলে সেখানেও অনেক সময় দেখতে পারেন তবে শহরে এগুলো খুবই কম হয় কিন্তু গ্রামের বিল এর মধ্যে সবচেয়ে বেশি কচুরিপানা দেখা যায়। যেহেতু খুশি হয়ে থাকে তাই তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আমরা যখন আমাদের গ্রামে তখন দেখি গ্রামের পুকুরের মধ্যে অনেক কচুরিপানা জুড়ে রয়েছে আর সেই পানাগুলো যখন ধীরে ধীরে পানিতে থাকার কারণে বড় হয় তখন ধীরে ধীরে দেখি প্রত্যেকটা কচুরি বানাতে কি একটি করে ফুল বের হচ্ছে প্রচুর পাড়ার ফুলগুলো দেখবে অনেক সুন্দর দেখা যায়।
তবে নয়নতারা ফুল দেখতে খুবই ভালো লাগে কারণ এটি পানির মধ্যে হয় না নয়নতারা ফুল আমরা বাগানে লাগাতে পারি অথবা বাগান থেকে নিয়ে এসে বাড়িতে ড্রপের মধ্যেও আমরা নয়নতারা ফুল লাগাতে পারি এবং সেখান থেকে ফুলগুলো বড় হয় এবং আমরা সেখান থেকে নিতে পারি। তো বন্ধুরা আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ। ধন্যবাদ।