Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu. Hello friends how are you all? I hope you are very well by the grace of Allah, I am also very well, Alhamdulillah, by the grace of Allah and your prayers, I am healthy. I have already started writing for a few days about the topics of rural environment that I will share with you today. I hope you like my writings a lot. You will especially like my photography because I try to present you beautiful photos.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের মাঝে গ্রামীণ পরিবেশের যে বিষয়গুলো শেয়ার করব সে বিষয়গুলো সম্পর্কে আমি ইতিমধ্যে কয়েকদিন হল লেখা শুরু করেছি আশা করি আমার লেখাগুলো আপনারা অনেক পছন্দ করেন। বিশেষ করে আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি অনেক সুন্দর সুন্দর ফটো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি।
Friends you must know what I am going to tell you about the rural environment but I am presenting it to you only for my own knowledge and to review the discussion with you. When we go into the rural environment, when we walk through the rice fields, we see that rice has been planted twice. Water should be given to the soil.
বন্ধুরা গ্রামীণ পরিবেশের কথা আপনাদেরকে যা বলব অবশ্যই আপনাদের জানা আছে কিন্তু আমি তবু আপনাদেরকে আমার নিজের জানার জন্য এবং আপনাদের সাথে জানা বিষয়টি আলোচনা পর্যালোচনা করার জন্য শুধুমাত্র উপস্থাপন করছি। আমরা যখন গ্রামীন পরিবেশের মধ্যে যাই তখন আমরা যখন ধানের ক্ষেতের কাজ দিয়ে হাটে তখন আমরা দেখতে পাই দুবার দিয়ে ধান রোপণ করেছে ধানগুলো রোপন করার পরে অনেক সময় দেখবেন ধানে পানি দিতে হয় কারণ রোদের কারণে পানি শুকিয়ে যায় এবং জমিন পানি খেয়ে ফেলে তখন নতুন করে আবার মেশিন দিয়ে পানি জমিনে দিতে হয়।
If the soil is watered properly then the crops are very big and fresh and if water is not watered properly then you will see that the crops are slowly bursting and the crops are slowly dying because of the heat of the sun then it is understood that there is no alternative to water only water should be given. No, apart from giving water, other things that are needed, including fertilizer, must be given. Although there is mercy of Allah, but you have to work hard enough, then Allah will give you the grace to grow some crops from here.
যদি জমিনে ঠিকমতো পানি দেওয়া হয় তাহলে ফসলগুলো অনেক বড় ও তরতাজা হয় আর যদি ঠিকমতো পানি না দেওয়া হয় তাহলে ফসলের ক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে ফেটে যাচ্ছে এবং ফসল ধীরে ধীরে মরে যাচ্ছে এর কারণ হচ্ছে রোদের তাপ তাহলে বোঝা গেল অবশ্যই পানির বিকল্প নেই শুধু পানি দিলেই হবে না পানি দেওয়ার পাশাপাশি সারসহ আরো যেগুলো জিনিস প্রয়োজন হয় সেই জিনিসগুলো অবশ্যই দিতে হবে যদিও আল্লাহর রহমত আছে কিন্তু আপনাকে পর্যাপ্ত মেহনত ও পরিশ্রম করতে হবে তাহলে আল্লাহতালা এখান থেকে কিছু ফসল আপনার ঘরে ওঠানোর তৌফিক দান করবেন।
Many times we build houses next to paddy fields and plant various plants on its side. Due to the planting of those plants, many times the leaves of the trees fall in the wind or the leaves of the trees fall down. Those who have houses must be careful so that the leaves of the trees do not fall into paddy fields or other fields and spoil the fields. As the people of the village do not have much wealth, they prefer to build their houses in the rural environment.
আমরা অনেক সময় ধানের ক্ষেতের পাশে বাড়ি করি এবং তার পাশ দিয়ে বিভিন্ন গাছপালা লাগাই সেই গাছপালা লাগানোর কারণে অনেক সময় সেই গাছের পাতা বাতাসে পড়ে বা গাছের পাতা মোরে নিচে পড়ে নিচে যখন ধান ক্ষেতে সে পাতাগুলো পড়ে তখন ধানক্ষেত সহ আশেপাশের জমিনগুলো নষ্ট করে ফেলে তাই জমির মাঝখানে যাদের ঘরবাড়ি থাকবে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে গাছের পাতা ধান ক্ষেত বা অন্যান্য ক্ষেতের মধ্যে পড়ে এসে ক্ষেতগুলো নষ্ট না করতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গ্রামের মানুষ যেহেতু খুব বেশি অর্থ সম্পদ বলা হয় না তাই তারা গ্রামীন পরিবেশেই ঘরবাড়ি করতে পছন্দ করে।
But at the same time you have to keep in mind that from where you will build your house, you have to keep in mind that no agricultural land is destroyed and you have to try to plant trees in your own land because when there is a house in the land, it will be very difficult if there are no trees and plants. Be careful about that. If we all are careful like this then gradually we will see our land crops yielding many crops and from there we can bring those fashions home.
কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে যে আপনার বাড়ি যেখানে করবেন সেখান থেকে যাতে কোন চাষাবাদ জমি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নিজের জমিনের মধ্যেই গাছ গাছালি লাগানোর চেষ্টা করতে হবে কেননা জমিনের মধ্যে যখন বাড়ি থাকে তখন গাছ-গাছালি না থাকলে অনেক কষ্ট হয়ে যাবে তাই সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যদি সবাই এভাবে সতর্ক থাকি তাহলে ধীরে ধীরে আমরা দেখতে পাবো আমাদের জমিন ফসলগুলো অনেক ফসল দিচ্ছে এবং সেখান থেকে সে ফ্যাশন গুলো আমরা ঘরে উঠতে পারছি।
So friends, let's take note of these things and refrain from those things that are harmful to us, and if we take care of those things that are beneficial for us, then we will be able to reach our desired place, Insha'Allah. Anyway, friends, as of today, I am saying goodbye here, wish everyone good health, I am ending my short speech here, Allah Hafeez.
তো বন্ধুরা আসুন আমরা এ বিষয়গুলো লক্ষ্য করি এবং যেগুলো আমাদের ক্ষতিকর বিষয় সেগুলো থেকে বিরত থাকি এবং যে বিষয়গুলো আমাদের জন্য লাভবান সে বিষয়গুলো আমরা খেয়াল করে সে বিষয়গুলো অবলম্বন করি তাহলে আমরা আমাদের কাঙ্খিত স্থানে পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় জানাচ্ছি সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।
From now on I will present two language posts so that people of Bangladesh can read in Bengali and people of other countries can read in English. Only for this purpose I am mentioning two language posts in one post because those who speak Bengali language know how to read and write Bengali language are very much English languages. Don't know so my post is of no use to them so I am giving Bengali along with English in my question so that my Bangladeshi people can read and enjoy nicely.
এখন থেকে দুই ভাষার লেখা উপস্থাপন করব যাতে করে বাংলাদেশের মানুষ বাংলাতে পড়তে পারে এবং অন্যান্য দেশের মানুষ ইংরেজিতে পড়তে পারে শুধুমাত্র এই উদ্দেশ্যে আমি দুই ভাষার পোস্ট এক পোষ্টের মধ্যে উল্লেখ করতেছি কেননা বাংলা ভাষায় যারা কথা বলে বাংলা ভাষা লিখতে পড়তে জানে তারা ইংরেজি ভাষা গুলো খুব বেশি জানে না তাই আমার পোস্টটি তাদের পরে কোন উপকার হয় না বলে আমি আমার প্রশ্নের মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলাও দিয়ে দিচ্ছি যাতে করে আমার বাংলাদেশের মানুষ সুন্দর করে পড়ে উপভোগ করতে পারে।