Nature photography in rural settings.

in r2cornell •  2 months ago 

Bismillahir Rahmanihir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well and healthy, Alhamdulillah by the grace of Allah.

1000015040.jpg

In the rural environment, you will see that some bridges, i.e. culverts, are built between the roads, which are very good for our roads because if there is no culvert or bridge in the middle of the road, then there is a possibility of the road breaking. Especially in the village roads, it is very important to provide a bridge sometimes. Why not when the water does not find a tunnel to pass from one side to the other, then the water breaks the road and goes to that side? That is why many times a culvert is provided between the roads or a bridge is built. Especially those bridges are built in places where there is a pond on one side and a pond on the other side. If a road is built there, there is a 100% chance of the road breaking. That is why a bridge is built there so that the road does not break.

1000015039.jpg

Because in a rural environment, everything is rural, so rainwater often fills the canals and ditches, and especially when there is a flood, there is a lot of water in that flood, and if the amount of water is high, then those roads can easily break, and if a bridge is built in the middle of the road, the water flows under that bridge, so there is no damage to the road and all kinds of damage can be avoided. That is why it is very important and urgent to build a bridge in the middle of the road. The bridges that are built in the middle of the road usually have water accumulated under those bridges, and the people of the village engage in various activities including bathing and washing their clothes in that water.

1000015043.jpg

This is a very good aspect for everyone because a bridge in the middle of the road benefits people because it is in the middle of the road where water is stored and fish are caught. Many people also cultivate fish there because it is very profitable to cultivate fish there. When there is a possibility of water increasing, they quickly catch the fish and completely eliminate the fish from the pond. When the water decreases, the water in the canal remains in the canal, then they cultivate fish again. The person who cultivates fish benefits a lot, which you will understand only if you do the calculations. So friends, I have presented a lot of writing to you today, I hope everyone has understood my words.

1000015042.jpg

I am leaving here like today. I wish everyone good health and good health. I am ending my brief speech here, may Allah have mercy on him.

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।

গ্রামীন পরিবেশে আপনারা দেখবেন রাস্তার মাঝে মাঝে কিছু ব্রিজ অর্থাৎ কালভার্ট তৈরি করা হয় যেগুলো আমাদের রাস্তাগুলোর জন্য অনেক ভালো কেননা রাস্তার মাঝে যদি সেই কালবাট অথবা ব্রিজ না থাকে তাহলে অনেক সময় রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে গ্রামের রাস্তাগুলোতে মাঝে মাঝে একটি করে ব্রিজ দেওয়া খুবই জরুরী কেন না যখন পানি এর পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোন সুরঙ্গ পথ না পায় তখন রাস্তা ভেঙ্গে পানি সে পাশে চলে যায় এজন্য অনেক সময় রাস্তার মাঝে মাঝে একটি করে কালভার্ট দেওয়া হয় বা একটি করে ব্রিজ নির্মাণ করা হয় বিশেষ করে সেই ব্রিজগুলো এমন জায়গায় নির্মাণ করা হয় যেখানে একপাশে পুকুর এবং অপর পাশেও পুকুর থাকে সেখানে যদি রাস্তা নির্মাণ করা হয় তাহলে রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে ১০০% তাইতো সেখানে একটি করে ব্রিজ নির্মাণ করা হয় যাতে করে রাস্তা না ভেঙ্গে যায়।

1000015041.jpg

কেননা গ্রামীণ পরিবেশে তো সবকিছু মিলেই গ্রামীন পরিবেশ হয় তাই তো সেখানে বৃষ্টির পানি তো অনেক সময় খাল-বিল ভরে যায় এবং বিশেষ করে অনেক সময় বন্যা হয় সে বন্যাতে পচুর পরিমাণ পানি হয় আর যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে তাহলে খুব সহজেই সে রাস্তাগুলো ভেঙে যায় আর যদি রাস্তার মাঝখানে কোন ব্রিজ নির্মাণ করা হয় তাহলে পানিগুলো সেই ব্রিজের নিচ দিয়েই চলাচল করে তাই রাস্তার কোনো প্রকার ক্ষতি হয় না সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এজন্য রাস্তার মাঝে মাঝে একটি করে ব্রিজ নির্মাণ করা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। রাস্তার মাঝে যে ব্রিজগুলো নির্মাণ করা হয় সাধারণত সেই ব্রিজগুলোর নিচে পানি জমাট বাঁধা থাকে এবং সেই পানিতে সকলেই গোসল করে কাপড়চোপড় পড়ে সহ আরো বিভিন্ন কিছু কাজে লিপ্ত হয় গ্রামের সেই মানুষগুলো।

এটি সকলের জন্য অনেক ভালো একটি দিক কেননা রাস্তার মাঝখানে একটি ব্রিজ সাপদিক দিয়েই মানুষের উপকারে আসে সেখানে পানি জমা থাকে সেখানে মাছও ধরে আবার অনেকেই সেখানে মাছ চাষ করে কেননা সেখানে মাছ চাষ করলে অনেক বেশি লাভবান হওয়া যায় এবং যখন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তখন দ্রুত মাছগুলো ধরে ফেলে এবং পুকুর থেকে মাছ একেবারে শেষ করে দেয় আবার যখন পানি কমে যায় বিলের থাকে খালের পানি খালেই থাকে তখন আবার মাছ চাষ করে এতে করে যে ব্যক্তি মাছ চাষ করে সে অনেক বেশি লাভবান হয় যা আপনারা হিসাব নিকাশ করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি আজকে অনেক লেখা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!