Discussion on some photography of rural environment.

in r2cornell •  2 months ago 

Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu. Hello friends! How are you all? I hope that Allah Ta'ala's mercy is very good, and I am also very good by the mercy of Allah Ta'ala, Alhamdulillah. The topic that I will discuss with you today is to bring out the beauties of the rural environment in front of you and try to discuss something about that, Insha'Allah. So let's start discussing the rural environment, if we look at the rural environment, then we see very beautiful scenes in the rural environment. Seeing those scenes, we can certainly feel a lot and seeing those scenes, we can do good things between us. The scenes that we often rush from the city market to see those scenes of the rural environment, how beautiful those scenes are, which you can see today through my photos.

1000014998.jpg

If you look at the roads in the rural environment, you will see that the village roads usually pass through the middle of the fields and the roads are very narrow that it is impossible for large vehicles to move on them. Friends, you know that large vehicles do not move on the village roads at all. Instead, small vehicles such as auto rickshaws, bicycles, motorcycles, vans, and rickshaws usually move on the village roads. However, on the city market roads, you will see large vehicles such as buses, trucks, micro private cars, and other vehicles. I mean, the largest vehicles move on the big roads of the city because those vehicles come there from very far away. That is, those buses go to different districts from Dhaka and then enter Dhaka from different districts or divisions. That is why those roads are very wide. But on the village roads, people usually go from one police station to another or from one district to another, and those roads are usually used so that people can easily move from one place to another.

1000014997.jpg

Looking at the roads in the rural environment, we see many more things, for example, when we come home from school, we walk through those roads or we reach our home through a van or rickshaw, but most of the time, we try to walk through those roads together with our friends and family because the rural areas are very large and the houses are very empty, so our houses are far from the school and there is a lot of empty space in between, so we often have to walk to school and sometimes we go to school and come home from school by car. So friends, now I will discuss the bridges that are provided between the roads in the rural environment.

1000015000.jpg

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা রহমত অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গ্রামীন পরিবেশের সেই সৌন্দর্যগুলো আপনাদের সামনে ফুটে তুলব এবং সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন গ্রামীন পরিবেশ নিয়ে আলোচনা শুরু করা যাক, আমরা যদি গ্রামীন পরিবেশের দিকে তাকায় তাহলে আমরা গ্রামীণ পরিবেশে অত্যন্ত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে। যে দৃশ্যগুলো দেখে অবশ্যই আমরা অনেক কিছুই অনুভব করতে পারি এবং সেই দৃশ্যগুলো দেখে আমরা আমাদের মাঝে ভালোলাগা কাজ করতে পারি। যে দৃশ্যগুলো দেখার জন্য অনেক সময় আমরা শহর বাজার থেকে গ্রামীন পরিবেশের সেই দৃশ্যগুলো দেখার জন্য ছুটে চলে আসি সে দৃশ্য গুলো কত সুন্দর হয় যা আপনারা আমার ফটোর মাধ্যমে আজকে দেখতে পারবেন।

1000014996.jpg

গ্রামীণ পরিবেশে যদি রাস্তার দিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন গ্রামের রাস্তাগুলো সাধারণত ক্ষেতের মাঝখান দিয়ে হয়ে থাকে এবং রাস্তাগুলো খুবই চাপা হয়ে থাকে যে রাস্তাগুলোতে বড় বড় গাড়ি চলা অসম্ভব তো বন্ধুরা আপনারা জানেন গ্রামের রাস্তাগুলোতে বড় বড় গাড়ি মোটেও চলাচল করে না বরং গ্রামের রাস্তাগুলোতে সাধারণত অটো রিক্সা বাইসাইকেল মোটরসাইকেল ভ্যান রিক্সা সহ ছোট ছোট কিছু যানবাহন চলাচল করে তবে শহর বাজারের রাস্তাগুলোতে দেখবেন বড় বড় গাড়ি চলাচল করে যেমন বাস ট্রাক মাইক্রো প্রাইভেট কার সহ আরো বিভিন্ন যানবাহন চলাচল করে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি সবচেয়ে বড় বড় যানবাহন গুলো শহরের বড় বড় রাস্তাগুলোতে চলাচল করে কেননা সেই যানবাহনগুলো অনেক দূর দুরান্ত থেকে সেখানে আসে অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন জেলায় সে বাসগুলো যায় আবার বিভিন্ন জেলা বা বিভাগ থেকে ঢাকার মধ্যে প্রবেশ করে তাইতো সে রাস্তাগুলো খুব বেশি বড় হয়ে থাকে কিন্তু গ্রামের রাস্তাগুলোতে সাধারণত এক থানা থেকে আরেক থানা অথবা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া হয় এবং সে রাস্তাগুলোতে সাধারণত চলাচল করে যাতে করে মানুষ খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে।

1000014999.jpg

গ্রামীন পরিবেশের সে রাস্তা গুলোর দিকে তাকালে আরো অনেক কিছুই দেখা যায় যেমন স্কুল থেকে আমরা যখন বাড়িতে আসি তখন আমরা সে রাস্তাগুলো দিয়েই হেঁটে হেঁটে আসি অথবা ভ্যান বা রিক্সার মাধ্যমে আমরা আমাদের বাড়িতে পৌঁছায় তবে অধিকাংশ সময়ে বন্ধু-বান্ধব সবাই মিলে একসাথে আমরা সেই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসার চেষ্টা করি কেননা গ্রাম অঞ্চলের জায়গা অনেক বিশাল বড় সেখানে বাড়িঘর অনেক ফাঁকা ফাঁকা তাই আমাদের বাড়ি স্কুল থেকে অনেক দূরে এবং মাঝখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে তাই আমাদেরকে অনেক সময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় আবার অনেক সময় আমরা গাড়ির মাধ্যমে স্কুলে যায় এবং স্কুল থেকে বাসায় আসি। তো বন্ধুরা এখন আমি গ্রামীণ পরিবেশে রাস্তাগুলোর মধ্যে যেই ব্রিজ দেওয়া হয় সেই ব্রীজ নিয়ে আলোচনা করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!