R2CORNEL 16th December victory day (১৬ই ডিসেম্বর বিজয় দিবস)

in powerblurt •  3 years ago 

IMG_20211216_150152.jpg
আজ সকালে ১৬ই ডিসেম্বর উপলক্ষে পবনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী। এবং ১৬ই ডিসেম্বর উপলক্ষে প্রতিযোগিতা মূলক ক্যুইজ প্রতিযোগিতা চলাকালীন অবস্থায় ধারণকৃত ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করেছি।

IMG_20211216_115247_1.jpg

IMG_20211216_114114.jpg

IMG_20211216_113936_1.jpg

IMG_20211216_114618_1.jpg

IMG_20211216_113905.jpg

IMG_20211216_123439_2.jpg

এবং আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীর হাতে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে দিচ্ছেন। এবং প্রতিটি শিশু নির্দিষ্ট একটি জায়গায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আমাদের দেশের সেই লাল সবুজের পতাকা হাতে ধরে। আসলে এই দৃশ্যটা দেখলেই আমাদের হৃদয় পুলকিত হয়ে ওঠে। সেই দুঃখজনক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার বিনিময়ে আমরা পেয়েছিলাম এই লাল সবুজের পতাকা।

লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ধরে বিদ্যালয়ের ছোট ছোট সেই শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিণ। বিজয় দিবসকে উদযাপন উপলক্ষে শিশুদের এই আনন্দঘন মুহূর্ত সকলকে বিমোহিত করে। নতুন একটি সূর্যের সূচনা করে প্রতিটি বাঙালির হৃদয়ে।

ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!