আমার বাংলা কবিতা "পুরুষ তুমি"

in poem •  3 years ago 

lovers-3640828_640.jpg
[Source]
(https://pixabay.com/photos/lovers-moon-love-couple-flower-3640828/)

কবিতা : "পুরুষ তুমি"

♡ ♥💕❤
পুরুষ তুমি অন্ধ, খোঁজ নাওনি কোনোদিনও
তোমার সঙ্গিনীর মনটার, বোঝোনা তাকে ।
কারণ, বুঝতে কি আদৌ করেছো চেষ্টা কোনোদিন ?
কামুক হাতের স্পর্শ দিয়েছো তাকে বহুবার,
অথচ সান্ত্বনার করস্পর্শে বঞ্চিত হয়েছে সে বারংবার ।

জড়িয়ে ধরেছো তাকে কামনার বশে অহর্নিশি,
সাহস জোগাতে কেন তবে, একবার তাকে, করোনি আলিঙ্গন ?
চুলের মুঠি ধরে হয়তো প্রহার করেছো কত শত !
অথচ, আদর করেছো কি কোনোদিনও ?
আঘ্রাণ নিয়েছো তার কেশরাশির কখনও ?

অধরে অধর রেখেছো কত সহস্রবার, শুধু যৌনতার মোহে,
ভালোবেসে কি করেছো চুম্বন তার অধরে ?
তার বুক নিষ্পেষিত হয়েছে তোমার লৌহকঠিন হাতের নিপীড়নে,
অথচ জানতে চেয়েছো কি কোনওদিন পুরুষ তুমি,
প্রেয়সীর স্তনের নিচে, চামড়ার নিচে তার সুকোমল হৃদয়ের খোঁজ ?

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

উচ্চতায় খাঁটো, গায়ের রংটি চাপা অথবা মেদবহুল শরীর,
পুরুষ তুমি মুখটি ফিরিয়ে নাও, তন্বী শ্যামা শিখরদশনা নারীটি তুমি চাও ।
নিজে তুমি হস্তীসদৃশ হলেও ক্ষীণ কটি তন্বী শ্যামাই চাই ।
কারণ, তুমি ভালো করেই জানো নারীরা শরীর নয় হৃদয়কেই চায় ।
অথচ, পুরুষ তুমি নারীর হৃদয় নয়, তার রূপসী শরীরটাকেই চাও,
তাকে ভোগ্য পণ্য করো ।

নিজ হাতে প্রেয়সীর চুল বেঁধে দিয়েছো কি ? সাজিয়েছো তাকে কোনওদিন ?
বলবে এতো আমার কাজ নয় ।
শাড়ী তো শুধু খুলতেই শিখেছো, পরিয়েছ কি কোনওদিন ?
কাজল পরা চোখের পাতায় একটি স্নেহচুম্বন দিয়ে দেখছো কি ?
নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা,
তার হরিণ কালো কাজল পরা আঁখিতে, সে মুগ্ধতা তোমার প্রতি,
তোমার প্রেমে পাগল হয়ে, শুধু তোমায় ভালোবেসে ।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।
♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!