স্থির বাইসাইকেলে পড়ে গেলেও চলমান অবস্থায় পরি না কেন?

in physics •  3 years ago 

Conservation of angular momentum. যে চাকাটা, ঘুরছে তার axis of rotation হল angular momentum vector এর দিক,ও সেই দিকটা বজায় রাখার চেষ্টা করে। অর্থাত সাইকেলের চাকার axis of rotation horizontal তা বজায় রাখতে চায় ,তাহলে চাকা মাটির উপর vertical থাকবে। একটা coinএই জন্য গড়িয়ে দিলে ঘুরন্ত অবস্থায় মাটির উপর উলম্ব থাকে। আমাদের electric fanএর blade খুলে হাতে ঝুলিয়ে fan টা চালিয়ে দিন,তারপর ঝুলন্ত রড ধরে fanটা এদিকওদিক কাত করতে চেষ্টা করুন বুঝবেন কে যেন বাধা দিচ্ছে। এই ব্যবস্থা কে বলে gyroscope এটা দিক ঠিক রাখার একটা ব্যবস্থা। এইজন্য ঠিক দিকে পাঠানোর জন্য রাইফেলের গুলি কে spin দিয়ে ছোড়া হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!