ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘর্ষ

in photographyblurt •  2 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম
,আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিগত প্রায় এক বছর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ দিন দিন যেন বেড়ে চলেছে। দিন দিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের ভয়াবহতা যেন প্রবল আকার ধারণ করতেছে। দীর্ঘতম এই যুদ্ধে অসংখ্য ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের ক্রিসেন্ট সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে রুশ বাহিনীর সাথে ইউক্রেন সেনাদের তুমুল লড়াই চলছে ।
1662392620398.jpg

‌ ইউক্রেনের থেকে রাশিয়ার সামরিক ক্ষমতা অনেক বেশি হওয়া সত্ত্বেও কেন এখনো যুদ্ধ থামছে না এবং ইউক্রেন েন কিভাবে যুদ্ধে টিকে আছে তা ভাবার বিষয়। সামরিক সক্ষমতার দিকে তাকালে দেখা যায় রাশিয়ার মোট সামরিক সেনা 13 লক্ষ 50 হাজার । এবং ইউকরেনের মাত্র ৫ লাখ।
রাশিয়ার একটিভ সেনাদের সংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার এবং ইউক্রেন এর মাত্র ২ লক্ষ। রাশিয়ার পার মিলিটারি ইউনিট 2 লক্ষ 50 হাজার এবং ইউক্রেনের মাত্র ৫০ হাজার।
রাশিয়ার মোট উড়োজাহাজ ৪১৭৩ টা এবং ইউক্রেনের 318 টা। রাশিয়ার মোটা হেলিকপ্টার ১৫৫০ টা আরো বেশি কিন্তু আর নিউক্রিনের একশো ৬২টা। রাশিয়ার যুদ্ধ বিমান ৭৭২ টা এবং ইউক্রেনের যুদ্ধবিমান ৬৯ টা মাত্র। রাশিয়ার ভূমিতে হামলার সক্ষম বিমান ৭৩৯ টা এবং ইউক্রেনের ২৯ টা।
রাশিয়ার রণ সরঞ্জাম বাহি যান মোট ৩০১২২ টি । আর ইউ ক্রেনের রয়েছে ১২৩৩৩ টি।
রাশিয়ার ভ্রাম্যমাণ রকেট প্রজেক্টর সংখ্যা ৩৩৯১ টি আর ইউক্রেনের রয়েছে মাত্র ৪৯০ টি। রাশিয়ার সামরিক নৌযান ৬০৫টি এবং ইউক্রেনের ৩৮টি।
রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের ের সাবমেরিন শুন্য।
রাশিয়ার এয়ারক্র াফট একটি এবং ইউক্রেনের শূন্য। রাশিয়ার ১৫ টি ডেস্টয়ার রয়েছে এবং ইউক্রেনের শূন্য।
এখন খুবই স্বাভাবিক একটা চিন্তা মাথায় চলে আসে। রাশিয়ার থেকে ইউক্রেন সবকিছুতে পিছিয়ে তাহলে ইউক্রেন রাশিয়ার সাথে যুক্ত এতদিন ধরে কিভাবে চালিয়ে যাচ্ছে। প্রশ্নটা খুবই স্বাভাবিক। কারণ ইউক্রেনের যে অবস্থা সামরিক অবস্থা সে অনুযায়ী ইউক্রেন এতদিনে হার মেনে নেয়ার কথা ছিল। ইউক্রেন তা না করে কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর কথাটি সত্যিই বাবার বিষয়। মূলত ইউক্রেনকে সাহায্য করছে পশ্চিমা দেশগুলো। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত পেয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে থেকে। মিত্রতার কারণে আজ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। তা না হলে অনেক আগেই আত্মসমর্পণ করে নিত রাশিয়ার কাছে ।
1662392608022.jpg

মিত্রবাহিনীর সহযোগিতার জন্য ইউক্রেন আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের ধারণা তুমি ছাড়া যদি তাদের সাহায্য করে তাহলে যুদ্ধে জয় লাভ করার সম্ভাবনা থাকে। এজন্যই ইউক্রেন আত্মসমর্পণ্ না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে । কি হবে যুদ্ধের পরিণতি। কতটা কতটা ক্ষতি সাধন করবে তা আজ অজানা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!