Unique potfuls of beauty in natural reservoirs..

in photography •  2 months ago 

(((### হাই বন্ধুরা###))))।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো পটফুলের ফটোগ্রাফি । আমার বিলে এ ফুল গুলো ফুটে ছিলো। আমি আমার ক্যামেরা বন্দি করে রাখি। আমি আজকে বিকালে বিলে মাছ ধরার জন্য গিয়ে ছিলাম। আমার মনে হলো আমি এ ফুল গুলো ছবি তুলে আমার ফোনে তুলে আপনাদের সাথে শেয়ার করি।

IMG20241203170813.jpg

‘নাম না জানা অনেক ফুল পথের ধারে ফোটে, ঝরে পড়ে পথের পাশে, ফুলদানী নাহি জোটে’ এমন ফুল প্রকৃতিকে সৌন্দর্যে ভরে সাজিয়ে তুলেছে। তৈরি করছে নিসর্গের এক ভুবন। ফুলগুলো অনাদরে ফুটে কিছুটা সময় থেকে অনাদরেই ঝরে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। সুরভিত সপনে দেখা ফুলগুলো, পথিক যখন পথের ধারে দেখে তখন কিছুটা সময়ের জন্য থমকে দাঁড়ায়। তেমনই এক ফুল পটফুল তারা একটি প্রকৃতির সবচেয়ে সূক্ষ্ম সৃষ্টির, আপনি স্বীকার করতে হবে যে এত রঙ সমন্বয় সঙ্গে একটি সুন্দর এবং অনন্য প্রাণী হয়। তারা মেয়েলি এখনো সন্তানের মতো এবং তাদের সম্পর্কে প্রায় অলৌকিক গুণ বিশেষ করে যখন গোলাপী এবং বেগুনি রঙের সঙ্গে চকচকে পরীদের সঙ্গে দলবদ্ধ।

IMG20241203170803.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

আলহামদুলিল্লাহ আমার ও পটফুল অনেক পছন্দের ফুল, আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে

  ·  2 months ago  ·  

ধন্যবাদ