বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আমি ও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
প্রভাস জীবন দেশে থেকে যতো টা সহজ মনে হয়,আসলে ততোটা সহজ নয়।
প্রভাস জীবন তার থেকে অনেক অনেক বেশি কষ্টের।
মা বাবা, কলিজার ভাই বোন কে ছেড়ে দুর প্রভাসে বসবাস করা সত্যিই অনেক কষ্টের।
না খেলে ও কেউ বলে না "বাবা খেয়ে নে, ভাইয়া খেয়ে নে,বাবা আমি তোর জন্যে ভাত রেডি করছি তুই ফ্রেশ হয়ে আয়।"..
অসুখ হলে কেউ সারা রাত জেগে মায়ের মতো যত্ন করে না।
মাথায় পানি পট্টি দেয় না।
খাবার মুখে তুলে দিয়ে বলে না বাবা একটু খা।
আসলে ভাই,প্রভাস জীবন মানেই একটা মানসিক যন্ত্রনা।
অন্তরে কঠিন কষ্টের ছাপ রেখে মুখে এক চিলতি হাসি দিয়ে বলতে হয় "আম্মা আমি ভালো আছি।তোমরা টেনশন করোনা।"
না খেয়ে ও বলতে হয় খেয়েছি।
জর হলে ও বলতে হয় ভালো আছি।
সব সময় অভিনয় করেই যেতে হয়।
এরকম অভিনয় হয়তো সিনেমার হিরোদের ও হার মানাবে।
বাড়িতে যখন আম্মু বা আব্বু অসুস্থ তখন যেন দিশেহারা হয়ে যায় প্রভাসে থাকা ভাই টি।
এই বুঝি সে তার মা বাবাকে হারিয়ে ফেলছে,
সব সময় একটা ভয় কাজ করে।
ভীষণ কালো মেঘে যেন অন্ধকার হয়ে প্রভাসে থাকা ভাইটির আকাশ।
ঢুকড়ে কেঁদে ঊঠতে বাধ্য হয়।তবু ও সেই কান্না দেখাতে চায়য় না পরিবারের কাউকে। বুঝাতে চায় সে ভালো আছে।
কেটে দেয় ফোন।
একা একা অঝরে কাদতে থাকে।
কান্না শেষে যখন পুনোরায় কল দেয় তখন বলে "চা খেতে গেছিলাম।তার জন্যে ফোন কেটে দিছি।"
কোনো ভাবে যেন বুঝাতে চায় না সে কাদছে।
সারা দিন ডিউটি,কাজের প্রেশার, পরিবারের খরচ,বাবা মায়ের জন্যে অসুধ,ভাই বোনের লেখা পড়ার খরচ সকল চিন্তা নিয়ে প্রভাসে জীবন যাপন করে একটা ভাই।
হাজারো কষ্ট নিজেকে একা একা সহ্য করে যেতে হয় তাকে।
তবুও দিন শেষে সব সময় সকল অবস্থায় ভালো থাকার অভিনয় চালিয়ে যায়।
সেই অভিনয় কেউ দেখে না, কেউ বুঝে ও না।
তার পরেও দেখা যায় অনেক ভাই তার পরিবারের কাছে খারাপ।।
সবই ভাগ্যের খেলা।
সবার মতো আমার ও ভাই প্রভাস জীবন পার করছে। আমি জানি আমার ভাই কতো কষ্টের মধ্যে সারাক্ষণ আছে।তবুও ভালো থাকার অভিনয় সারাক্ষণ করেই যাচ্ছে।
আমি আমার ভাইয়ের জন্যে সবার কাছে দোয়া প্রার্থী।
সবাই আমার ভাইয়ার জন্যে দোয়া করবেন। আল্লাহ যেনো আমার ভাইয়ের মনের সকল নেক আশা পূরণ করে দেয়।সব সময় যেনো ভালো রাখে,সুস্থ রাখে,হেফাজতে রাখে।হালাল উপার্জন করার তাউফিক দান করেন।
সকল প্রভাসী ভাইদের মনের আশা আল্লাহ যেনো পূরণ করে দেন।তাদের সবাইকে আল্লাহ যেনো ভালো রাখে।আমিন