Thankuni

in new •  3 years ago 

Thankuni leaves are found all over the country. It is a very well known medicinal plant in our country. It cures many diseases from its medicinal properties. Regionally, thankuni leaves are called as Teya, Manki, Titura, Thankuni, Adamni, Dholamani, Thulkuri, Manamani, Dhulabegun, Adagunguni.

This is the initial introduction of thankuni leaves. In addition to the medicinal properties of thankuni, many people plant it to enhance their beauty, moreover, many delicious and healthy foods can be made with thankuni. Thankuni has many medicinal properties.

Thankuni leaves are chopped into small pieces and mixed with chilli, garlic and beet paste. Thankuni leaves are cooked and eaten as a vegetable, especially in rural areas. It can also be eaten mashed or raw leaves as a salad. Thankuni is rich in vitamins and minerals.
Thankuni leaves are an antidote for all types of stomach ailments. Indigestion, diarrhea, diarrhea and stomach ache are cured by filling the leaves with bete or playing with broth.
Thankuni is very effective in curing ulcers, eczema, asthma, itching and other skin diseases.
Thankuni leaves have many medicinal properties. Regularly drinking thankuni juice keeps the skin and hair beautiful. It is used as medicine for fever, stomach ache, diarrhea, ulcers, rheumatism and various ailments.
Thankuni helps keep the "central nervous system" active. Helps to reduce permanently swollen and enlarged veins of the circulatory system.
Thankuni leaves smooth the skin and help regenerate damaged cells and prolong youth.
থানকুনি পাতা দেশের সব জায়গায়ই পাওয়া যায়। এটি আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। অনেক রোগের উপশম মেলে এর ভেষজ গুণ থেকে। অঞ্চলভেদে থানকুনি পাতাকে টেয়া, মানকি, তিতুরা, থানকুনি, আদামনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন, আদাগুনগুনি নামে ডাকা হয়।

health2.jpg

এই হলো থানকুনি পাতার প্রাথমিক পরিচিতি। থানকুনির ভেষজ গুণাবলি ছাড়াও অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি রোপণ করে, তাছাড়া থানকুনি দিয়ে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্য সম্মত খাবার তৈরি করা যায়। থানকুনির নানা ভেষজ গুণ রয়েছে।

থানকুনি পাতা কুচি কুচি করে কেটে লঙ্কা, রসুন, মিশিয়ে বেটে নিলেই ভর্তা প্রস্তুত হয়। থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে। ভর্তা করে বা কাঁচা পাতা সালাদ হিসেবেও খাওয়া যায়। থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ।
থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহৌষধ। পাতা বেটে ভর্তা করে বা ঝোল করে খেলে বদহজম, ডায়রিয়া, আমাশয় ও পেটব্যথা সেরে যায়।
আলসার এগজিমা, হাঁপানি, চুলকানি ও অন্যান্য চর্মরোগ সারাতে থানকুনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
থানকুনি পাতার নানা ভেষজ গুণ আছে। নিয়মিত থানকুনির রস খেলে ত্বক ও চুল সুন্দর থাকে। জ্বর পেটের পিড়া, আমাশয়য়, আলসার, বাতের বাথা বিভিন্ন অসুখের ওষুধ হিসেবে এটির ব্যাবহার রয়েছে।
থানকুনি "কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে" সক্রিয় রাখতে সাহায্য করে। সংবহনতন্ত্রের স্থায়ীভাবে স্ফীত ও বর্ধিত শিরা কমাতে সহায়তা করে।
থানকুনি পাতা চামড়া মসৃণ করে এবং ক্ষতিগ্রস্ত কোষকে পুণর্গঠনে সাহায্য করে ও যৌবন দীর্ঘায়িত করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!