Movie review / The wailing (Korean movie)

in moviereview •  3 years ago 

SAVE_20210423_231300.jpg
Source

আসসালামু আলাইকুম। মুভি রিভিউ কনটেস্ট এ অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আজ আমি আপনাদের সাথে কোরিয়ান মুভি the wailing নিয়ে আলোচনা করব।

মুভির নাম:The wailing

ভাষা: কোরিয়ান

রেটিং: 7.5/10

সময়কাল: 2 ঘন্টা 30 মিনিট

রিলিজ হয়েছে 2016 সালে

পরিচালক: হং জিন

প্রযোজনা: সু দং হি, কিম হো সঙ্গীত ।

কোরিয়ান থ্রিলার প্রেমীদের জন্য মুভিটি বেস্ট চয়েস। খুব সাধারণ একটা গল্পকে চরিত্রগুলো অসাধারণ করে তুলেছে। শুরুতে সাধারণ থ্রিলার মুভি গুলোর মতই শুরু হয় কিন্তু যতোই মুভি আগাবে ততই আপনার আগ্রহ বাড়তে থাকবে। মুভিটি মূলত ব্ল্যাক ম্যাজিক ভিত্তিক।

SAVE_20210423_232249.jpg

Source

ছবিটির গল্প: একটা গ্রামের একজন পুলিশ অফিসারের সাধারণ একটি জীবন দিয়ে শুরু হয় গল্পটি। তার বউ মেয়ে ও তার মা নিয়ে তার পরিবার ।

কিন্তু হঠাৎ একজন ভিনদেশী জাপানিজ গ্রামে আসে। এরপর থেকে শুরু হয় গ্রামের মানুষের জীবনে বিপর্যয়। চারদিকে একটা রোগ ছড়িয়ে পড়ে মানুষগুলো একটা অজানা রোগের মুখে পড়ে। গ্রামের মানুষ মরতে থাকে ,সুইসাইড করে বা তার প্রিয়জনের হাতে খুন হয়।
গ্রামে একটার পর একটা খুনের ঘটনা ঘটতে থাকে। কিন্তু কোনো রহস্য পুলিশ কিছুতে তদন্ত করতে পারেনা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পরিবারের লক্ষণ হচ্ছিল তার পরিবারের কেউ না কেউ পাগলামি করতো। এই বিষয়টি পুলিশকে ভাবিয়ে তোলে।
হঠাৎ একদিন একটা অদ্ভুত সাদা পোশাক পড়া মেয়ে পুলিশের কাছে এসে তাকে ঐ সমস্ত খুনের ঘটনায় চাক্ষুষ সাক্ষী হিসেবে দাবি করেন কিন্তু পরে সে হঠাৎ মিলিয়ে যায়। পরে সে মেয়েকে ও একটি অদ্ভুত আগন্তক লোককে সেই গ্রামের বনে দেখা যায়।

SAVE_20210423_231859.jpg

Source

কাহিনীগুলো ঘটাকালীন পুলিশ জং এর মেয়ে হঠাৎই পাগলামি আচারণ করতে শুরু করে। এরপর সে তাঁর মেয়েকে নিয়ে ওঝার কাছে যায়। ওঝা বলে তার মেয়ের শরীরে ভয়ংকর আত্মা ভর করেছে। ওঝা আত্মাকে তাড়ানোর কাজ শুরু করলে তার মেয়ের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে পরে সে মেয়েকে নিয়ে হাসপাতালে যায়।

SAVE_20210423_232143.jpg

Source

এক পর্যায়ে দেখা যায় মেয়েটির তার মা ও তার দাদিকে পাগলামির বসে এসে মেরে ফেলে। এবং পরবর্তীতে পুলিশ এসবের পিছনে রহস্য উদ্ঘাটন করে।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবার ভালো লেগেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hi, @michaelisikoff,

Thank you for your contribution to the Blurt ecosystem.


Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!